দিল্লি, 29 জুন : জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে গর্জে উঠুন। আজ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে এই আবেদন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
ভিডিয়োতে রাহুল বলেছেন, "কোরোনার মতো মহামারী এবং চিনের সঙ্গে উত্তেজনাময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে নেই কেন্দ্রীয় সরকার । টানা 21 দিন ধরে জ্বালানির দাম বৃদ্ধি করে সাধারণ মানুষকে লুটেছে কেন্দ্র । জ্বালানির বাড়তি দাম তুলে নেওয়ার জন্য আমাদের প্রতিবাদ জানানো উচিত । পেট্রল ও ডিজ়েলের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ যে ক্ষুব্ধ তার ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করুন ।"
-
आइये #SpeakUpAgainstFuelHike campaign से जुड़ें। pic.twitter.com/oh8AEfqM3y
— Rahul Gandhi (@RahulGandhi) June 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">आइये #SpeakUpAgainstFuelHike campaign से जुड़ें। pic.twitter.com/oh8AEfqM3y
— Rahul Gandhi (@RahulGandhi) June 29, 2020आइये #SpeakUpAgainstFuelHike campaign से जुड़ें। pic.twitter.com/oh8AEfqM3y
— Rahul Gandhi (@RahulGandhi) June 29, 2020
7 জুন থেকে টানা 21 দিন ধরে পেট্রল ও ডিজ়েলের দাম বৃদ্ধি হয়েছে । গতকাল তার বিরতি দিয়ে আজ ফের ঊর্ধ্বমুখী পেট্রল ও ডিজ়েল । আজ দিল্লিতে পেট্রলের দাম পাঁচ পয়সা বেড়ে হয়েছে 80.43 টাকা প্রতি লিটারে । অন্যদিকে ডিজ়েলের দাম 13 পয়সা বেড়ে হয়েছে 80.53 টাকা ।
পেট্রল ও ডিজ়েলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস । জ্বালানির দাম বৃদ্ধিকে কেন্দ্রীয় সরকারের 'বিবেচনাহীন' এবং ‘অনুচিত’ কাজ বলে মনে করে কংগ্রেস । এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন সোনিয়া গান্ধি । তেলের দাম কমিয়ে সাধারণ মানুষের সুবিধার দিকটি দেখার আর্জি জানান । লকডাউনের আগে দিল্লিতে পেট্রল 69.60 টাকা এবং ডিজ়েল 62.30 টাকা প্রতি লিটার ছিল ।