ETV Bharat / bharat

সেনাকে অপমান করছেন রাহুল : অমিত শাহ - ফোর্সকে অপমান

রাহুলের নিউ ইন্ডিয়া টুইটের উত্তর দিয়েছেন BJP সাংসদ তথা অভিনেতা পরেশ রাওয়ালও । রাহুলের পোস্টকে উদ্ধৃত করে তিনি লিখেছেন, "রাহুলজি নতুন ভারতে কুকুররাও আপনার থেকে স্মার্ট।"

অমিত শাহ ও রাহুল গান্ধি (ফাইল ছবি)
author img

By

Published : Jun 21, 2019, 8:56 PM IST

Updated : Jun 21, 2019, 10:49 PM IST

দিল্লি, 21 জুন : আন্তর্জাতিক যোগ দিবসে আর্মি ডগ ইউনিটের একটি ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন রাহুল গান্ধি । যেখানে দেখা যাচ্ছে, কুকুররা যোগাসন করছে । ছবির ক্যাপশনে রাহুল লিখেছেন, নিউ ইন্ডিয়া । এই পোস্ট নিয়ে শুরু হল বিতর্ক । এই ছবির ক্যাপশনের মাধ্যমে দেশের সেনাকে অপমান করেছেন রাহুল । বললেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

রাহুলের টুইটারের জবাবে পালটা টুইট করেছেন অমিত শাহ । সেখানে তিনি লিখেছেন, "কংগ্রেসের ভাবনাচিন্তা নেতিবাচক । তারা নেতিবাচক মনোভাবের প্রমাণ দিয়েছে তিন তালাক বিলের বিরোধিতা করে । এখন তিনি আবার যোগা দিবসকে নিয়েও ব্যঙ্গ করছেন । দেশের সেনাকে ফের অপমান করলেন ।" প্রসঙ্গত, আজ লোকসভায় তিন তালাক বিল উত্থাপন করে মোদি সরকার । সেই বিলের বিরোধিতা করে কংগ্রেস । রাহুলের নিউ ইন্ডিয়া ব্যাঙ্গের জবাব দিতে গিয়ে তিন তালাক বিলের প্রসঙ্গ এনেও কংগ্রেসকে একহাত নেন অমিত শাহ ।

  • Congress stands for negativity.

    Today, their negativity was seen in their clear support to the medieval practice of Triple Talaq. Now, they mock Yoga Day and insult our forces (yet again!)

    Hoping the spirit of positivity will prevail. It can help overcome toughest challenges. https://t.co/sC00yrBcpA

    — Amit Shah (@AmitShah) June 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুলের নিউ ইন্ডিয়া টুইটের উত্তর দিয়েছেন BJP সাংসদ তথা অভিনেতা পরেশ রাওয়ালও । রাহুলের পোস্টকে উদ্ধৃত করে তিনি লিখেছেন, "রাহুলজি নতুন ভারতে কুকুররাও আপনার থেকে স্মার্ট।"

  • Yes it’s a NEW INDIA Rahul ji where even dogs are smarter than you . @RahulGandhi

    — Paresh Rawal (@SirPareshRawal) June 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

BJP নেতা সম্বিত পাত্রও আক্রমণ করেছেন রাহুলকে । তাঁর বক্তব্য, "ওরা আর পাঁচজন সাধারণ কুকুরের মতো নয় । ওরাও আমাদের দেশের জন্য লড়াই করে । ওদের স্যালিউট ।"

  • New India indeed
    ...but Same/Shame Rahul..disrespects India..India’s tradition..India’s Army ..@RahulGandhi ji ..every Dog is not just a PIDI who tweets only for the Gandhi family Scion
    These are just not Dogs Sir ..they are those who fight for OUR INDIA ..Salute them!! https://t.co/GQUYaEQwTn

    — Sambit Patra (@sambitswaraj) June 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 21 জুন : আন্তর্জাতিক যোগ দিবসে আর্মি ডগ ইউনিটের একটি ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন রাহুল গান্ধি । যেখানে দেখা যাচ্ছে, কুকুররা যোগাসন করছে । ছবির ক্যাপশনে রাহুল লিখেছেন, নিউ ইন্ডিয়া । এই পোস্ট নিয়ে শুরু হল বিতর্ক । এই ছবির ক্যাপশনের মাধ্যমে দেশের সেনাকে অপমান করেছেন রাহুল । বললেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

রাহুলের টুইটারের জবাবে পালটা টুইট করেছেন অমিত শাহ । সেখানে তিনি লিখেছেন, "কংগ্রেসের ভাবনাচিন্তা নেতিবাচক । তারা নেতিবাচক মনোভাবের প্রমাণ দিয়েছে তিন তালাক বিলের বিরোধিতা করে । এখন তিনি আবার যোগা দিবসকে নিয়েও ব্যঙ্গ করছেন । দেশের সেনাকে ফের অপমান করলেন ।" প্রসঙ্গত, আজ লোকসভায় তিন তালাক বিল উত্থাপন করে মোদি সরকার । সেই বিলের বিরোধিতা করে কংগ্রেস । রাহুলের নিউ ইন্ডিয়া ব্যাঙ্গের জবাব দিতে গিয়ে তিন তালাক বিলের প্রসঙ্গ এনেও কংগ্রেসকে একহাত নেন অমিত শাহ ।

  • Congress stands for negativity.

    Today, their negativity was seen in their clear support to the medieval practice of Triple Talaq. Now, they mock Yoga Day and insult our forces (yet again!)

    Hoping the spirit of positivity will prevail. It can help overcome toughest challenges. https://t.co/sC00yrBcpA

    — Amit Shah (@AmitShah) June 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুলের নিউ ইন্ডিয়া টুইটের উত্তর দিয়েছেন BJP সাংসদ তথা অভিনেতা পরেশ রাওয়ালও । রাহুলের পোস্টকে উদ্ধৃত করে তিনি লিখেছেন, "রাহুলজি নতুন ভারতে কুকুররাও আপনার থেকে স্মার্ট।"

  • Yes it’s a NEW INDIA Rahul ji where even dogs are smarter than you . @RahulGandhi

    — Paresh Rawal (@SirPareshRawal) June 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

BJP নেতা সম্বিত পাত্রও আক্রমণ করেছেন রাহুলকে । তাঁর বক্তব্য, "ওরা আর পাঁচজন সাধারণ কুকুরের মতো নয় । ওরাও আমাদের দেশের জন্য লড়াই করে । ওদের স্যালিউট ।"

  • New India indeed
    ...but Same/Shame Rahul..disrespects India..India’s tradition..India’s Army ..@RahulGandhi ji ..every Dog is not just a PIDI who tweets only for the Gandhi family Scion
    These are just not Dogs Sir ..they are those who fight for OUR INDIA ..Salute them!! https://t.co/GQUYaEQwTn

    — Sambit Patra (@sambitswaraj) June 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Shimla (HP), Jun 21 (ANI): At least 44 people died in a bus accident on Thursday in Kullu district in Himachal Pradesh. The incident took place after bus fell into a deep gorge near Banjar area of Kullu. It was carrying over 50 passengers and was on its way from Banjar to Gadagushani area. While speaking to ANI, Chief Minister of Himachal Pradesh Jairam Thakur on Friday said, "The information which we have received now is about 44 deaths and 35 are injured. This accident is unfortunate. Magistrate has been given the orders of the enquiry."
Last Updated : Jun 21, 2019, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.