ETV Bharat / bharat

কৃষি আইনের প্রতিবাদে "খেতি বাঁচাও যাত্রা" শুরু রাহুলের - কৃষি আইনের প্রতিবাদে কংগ্রেসের ক্ষেতি বাঁচাও যাত্রা

আজ প্রথমে মোগা জেলায় এক জনসভায় বক্তৃতা দেন রাহুল গান্ধি । এরপর বাধনি কালান থেকে জাটপুরা পর্যন্ত ট্রাক্টর ব়্যালি করবেন । পরে লুধিয়ানার জাটপুরায় জনসভায় ভাষণ দিয়ে আজকের দিনের কর্মসূচি শেষ করবেন ।

Rahul Gandhi
রাহুল গান্ধি
author img

By

Published : Oct 4, 2020, 12:22 PM IST

Updated : Oct 4, 2020, 2:10 PM IST

চণ্ডীগড়, 4 অক্টোবর : কৃষি আইনের প্রতিবাদে আজ থেকে "খেতি বাঁচাও যাত্রা" শুরু করলেন রাহুল গান্ধি । তিনদিন ধরে এই কর্মসূচি চলবে । পঞ্জাব থেকে শুরু হয়ে শেষ হবে দিল্লিতে ।

আজ রাহুল গান্ধি প্রথমে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং দলের অন্য নেতাদের সঙ্গে মোগা জেলায় এক জনসভায় বক্তৃতা দেন । এরপরে বাধনি কালান থেকে জাটপুরা পর্যন্ত "ট্রাক্টর যাত্রা" করবেন । পরে লুধিয়ানার জাটপুরায় এক জনসভায় ভাষণ দিয়ে আজকের দিনের কর্মসূচি শেষ করবেন ।

কৃষি আইনের বিরুদ্ধে 24 সেপ্টেম্বর থেকেই দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে কংগ্রেস । যা 14 নভেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে । কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই কিষাণ যাত্রার লক্ষ্য কৃষি আইনের বিরুদ্ধে তাদের অবস্থান এবং কেন্দ্রীয় সরকারের "কৃষক বিরোধী" চেহারা তুলে ধরা ।

সম্প্রতি কৃষকদের (ক্ষমতায়ন ও সুরক্ষা) মূল্য আশ্বাস ও কৃষি পরিষেবা বিল - 2020, কৃষি উৎপাদন ও বাণিজ্য বিল - 2020 এবং প্রয়োজনীয় পণ্য (সংশোধনী) বিল - 2020 সংসদে পাশ হয় । এরপর তাতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

চণ্ডীগড়, 4 অক্টোবর : কৃষি আইনের প্রতিবাদে আজ থেকে "খেতি বাঁচাও যাত্রা" শুরু করলেন রাহুল গান্ধি । তিনদিন ধরে এই কর্মসূচি চলবে । পঞ্জাব থেকে শুরু হয়ে শেষ হবে দিল্লিতে ।

আজ রাহুল গান্ধি প্রথমে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং দলের অন্য নেতাদের সঙ্গে মোগা জেলায় এক জনসভায় বক্তৃতা দেন । এরপরে বাধনি কালান থেকে জাটপুরা পর্যন্ত "ট্রাক্টর যাত্রা" করবেন । পরে লুধিয়ানার জাটপুরায় এক জনসভায় ভাষণ দিয়ে আজকের দিনের কর্মসূচি শেষ করবেন ।

কৃষি আইনের বিরুদ্ধে 24 সেপ্টেম্বর থেকেই দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে কংগ্রেস । যা 14 নভেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে । কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই কিষাণ যাত্রার লক্ষ্য কৃষি আইনের বিরুদ্ধে তাদের অবস্থান এবং কেন্দ্রীয় সরকারের "কৃষক বিরোধী" চেহারা তুলে ধরা ।

সম্প্রতি কৃষকদের (ক্ষমতায়ন ও সুরক্ষা) মূল্য আশ্বাস ও কৃষি পরিষেবা বিল - 2020, কৃষি উৎপাদন ও বাণিজ্য বিল - 2020 এবং প্রয়োজনীয় পণ্য (সংশোধনী) বিল - 2020 সংসদে পাশ হয় । এরপর তাতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

Last Updated : Oct 4, 2020, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.