ETV Bharat / bharat

RSS-এর প্রধানমন্ত্রী ভারত মাতাকে মিথ্যে বলছেন, টুইটে দাবি রাহুলের - মাটিয়া

টুইটে রাহুল গান্ধি লেখেন, "RSS-এর প্রধানমন্ত্রী ভারত মাতাকে মিথ্যে বলছেন ৷ "

Rahul Gandhi Says PM Narendra Modi Lying about Detention Centres
রাহুল গান্ধি
author img

By

Published : Dec 26, 2019, 1:50 PM IST

দিল্লি, 26 ডিসেম্বর : কংগ্রেস নেতা রাহুল গান্ধি তাঁর টুইটার হ্যান্ডেলে আজ অসমের ডিটেনশন ক্যাম্পের একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে কোনও ডিটেনশন ক্যাম্পের অস্তিত্ব নেই বলে রবিবার যে দাবি করেছিলেন তা ভুল প্রমাণ করতেই এই ভিডিয়োটি পোস্ট করেন রাহুল ৷ টুইটে লেখেন, "RSS-এর প্রধানমন্ত্রী ভারত মাতাকে মিথ্যে বলছেন ৷ "

রবিবার দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী সভা করেন ৷ তিনি বলেছিলেন, মিথ্যে গুজব ছড়াচ্ছে কংগ্রেস এবং শহুরে নকশালরা (Urban Naxals) ৷ বলেছিলেন, "কংগ্রেস ও তার সহযোগী দলগুলি এবং শহুরে নকশালরা মিথ্যে গুজব ছড়াচ্ছে ৷ বলছে যে সব মুসলিমদের ডিটেনশন সেন্টারে পাঠানো হবে ৷ কিন্তু না তো কোনও মুসলিমকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে ৷ না তো দেশে কোনও ডিটেনশন সেন্টার রয়েছে ৷ ভারতীয় মুসলিম চিন্তার কোনও কারণ নেই ৷ তাদের উপর CAB এবং NRC প্রযোজ্য নয় ৷ " তাঁর বক্তব্যে মোদি স্পষ্টভাবে বলেছিলেন, "কংগ্রেস এবং নকশালরা ডিটেনশন ক্যাম্প নিয়ে যা বলছে, তার সবটাই মিথ্যে-মিথ্যে-মিথ্যে ৷" তাঁর আরও সংযোজন, "130 কোটি ভারতীয় নাগরিককে আমি বলতে চাই, 2014 সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর কোথাও NRC নিয়ে কোনও আলোচনা হয়নি ৷ একমাত্র দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে অসমে NRC হয়েছে ৷ "

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধির আজ এই মন্তব্য ৷ 'JhootJhootJhoot' হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁর দাবি, দেশমাতাকে প্রধানমন্ত্রী মিথ্যে বলছেন ৷ অসমের গোয়ালপাড়া জেলার মাটিয়ায় তৈরি করা হয়েছে ডিটেনশন ক্যাম্প ৷

2018 সালে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে 46.41 কোটি টাকা নির্মাণ খাতে খরচ করা হয়েছে ৷ যেখানে তিনভাগের মধ্যে দু'ভাগের নির্মাণ কাজও প্রায় শেষ ৷ 46 কোটির বেশি টাকা খরচ করে তৈরি হয়েছে ক্যাম্পটি ৷ প্রায় 3000 জন সেখানে থাকতে পারবেন ৷

দিল্লি, 26 ডিসেম্বর : কংগ্রেস নেতা রাহুল গান্ধি তাঁর টুইটার হ্যান্ডেলে আজ অসমের ডিটেনশন ক্যাম্পের একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে কোনও ডিটেনশন ক্যাম্পের অস্তিত্ব নেই বলে রবিবার যে দাবি করেছিলেন তা ভুল প্রমাণ করতেই এই ভিডিয়োটি পোস্ট করেন রাহুল ৷ টুইটে লেখেন, "RSS-এর প্রধানমন্ত্রী ভারত মাতাকে মিথ্যে বলছেন ৷ "

রবিবার দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী সভা করেন ৷ তিনি বলেছিলেন, মিথ্যে গুজব ছড়াচ্ছে কংগ্রেস এবং শহুরে নকশালরা (Urban Naxals) ৷ বলেছিলেন, "কংগ্রেস ও তার সহযোগী দলগুলি এবং শহুরে নকশালরা মিথ্যে গুজব ছড়াচ্ছে ৷ বলছে যে সব মুসলিমদের ডিটেনশন সেন্টারে পাঠানো হবে ৷ কিন্তু না তো কোনও মুসলিমকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে ৷ না তো দেশে কোনও ডিটেনশন সেন্টার রয়েছে ৷ ভারতীয় মুসলিম চিন্তার কোনও কারণ নেই ৷ তাদের উপর CAB এবং NRC প্রযোজ্য নয় ৷ " তাঁর বক্তব্যে মোদি স্পষ্টভাবে বলেছিলেন, "কংগ্রেস এবং নকশালরা ডিটেনশন ক্যাম্প নিয়ে যা বলছে, তার সবটাই মিথ্যে-মিথ্যে-মিথ্যে ৷" তাঁর আরও সংযোজন, "130 কোটি ভারতীয় নাগরিককে আমি বলতে চাই, 2014 সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর কোথাও NRC নিয়ে কোনও আলোচনা হয়নি ৷ একমাত্র দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে অসমে NRC হয়েছে ৷ "

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধির আজ এই মন্তব্য ৷ 'JhootJhootJhoot' হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁর দাবি, দেশমাতাকে প্রধানমন্ত্রী মিথ্যে বলছেন ৷ অসমের গোয়ালপাড়া জেলার মাটিয়ায় তৈরি করা হয়েছে ডিটেনশন ক্যাম্প ৷

2018 সালে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে 46.41 কোটি টাকা নির্মাণ খাতে খরচ করা হয়েছে ৷ যেখানে তিনভাগের মধ্যে দু'ভাগের নির্মাণ কাজও প্রায় শেষ ৷ 46 কোটির বেশি টাকা খরচ করে তৈরি হয়েছে ক্যাম্পটি ৷ প্রায় 3000 জন সেখানে থাকতে পারবেন ৷

New Delhi, Dec 26 (ANI): Delhi is reeling under cold waves. Homeless people move to night shelters to stay warm near Safdarjung Airport flyover. These government-supported night shelters have become heaven for homeless people as they are provided with free blankets and pillows too. Temperature dropped down in Delhi due to heavy snowfall in parts of North India.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.