ETV Bharat / bharat

নোবেলজয়ীর উদ্দেশে টুইট, রাহুলের নিশানায় শাসক শিবির

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইট করে বিরোধী শিবিরকে নিশানা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ আজ রাহুল তাঁর টুইট বার্তায় নোবেলজয়ীর উদ্দেশে লেখেন, 'ওই অসহিষ্ণুরা ঘৃণা করতে শিখেছে ৷ পেশাদারিত্ব কী ওরা জানে না ৷'

নোবেলজয়ীর উদ্দেশে টুইট
author img

By

Published : Oct 20, 2019, 11:30 PM IST

দিল্লি, 20 অক্টোবর : জল্পনা-আলোচনা-মন্তব্য-পালটা মন্তব্য তাঁকে ঘিরে ক্রমেই বেড়েছে ৷ নোবেল জয়ের পর এই আলোচনার মাত্রা কয়েক গুণ তীব্র হয়েছে ৷ এবার সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইট করে বিরোধী শিবিরকে নিশানা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ আজ রাহুল তাঁর টুইট বার্তায় নোবেলজয়ীর উদ্দেশে লেখেন, 'ওই অসহিষ্ণুরা ঘৃণা করতে শিখেছে ৷ পেশাদারিত্ব কী ওরা জানে না ৷ ওদের বোঝানোর কোনও দরকার আপনার নেই ৷ আপনি ওদের থেকে অনেক যোজন এগিয়ে আছেন ৷ দেশবাসী আপনার কাজে গর্ববোধ করে ৷'

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই মোদি সরকারের আর্থিক নীতির কট্টর সমালোচক ৷ নোবেল পাওয়ার আগেই একাধিকবার মোদি সরকারের আর্থিক নীতি নিয়ে মুখ খুলেছিলেন তিনি ৷ এমনকি, বহু চর্চিত নোট বাতিলের সমালোচনা করতেও বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি ৷ আর তারপর থেকেই গেরুয়া শিবির থেকে ধেয়ে এসেছে একাধিক প্রতিবাদ-সমালোচনা ৷

মোদি-শাহরা যত দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছেন, কংগ্রেস ততই আকড়ে ধরতে চেয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শকে ৷ গত লোকসভা নির্বাচনেও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে ন্যায় প্রকল্পের বাস্তবায়নের স্বপ্ন দেখিয়েছিল রাহুল ব্রিগেড ৷ ভোটযুদ্ধে বিপর্যয় এলেও নোবেলজয়ীর আদর্শকে এখনও সামনে রেখে শাসক শিবিরকে আক্রমণ করার পথই আকড়ে রেখেছেন রাহুলরা ৷ আজ যখন নোবেলজয়ীর বিরুদ্ধে, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে, তাঁর কাজের পরিধি-আদর্শ নিয়ে প্রশ্ন তুলছে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব, ঠিক তখনই ফের একবার আক্রমণের পথে রাহুল ৷ রাজনৈতিক মহলের মত, নোবেলজয়ীর উদ্দেশে টুইট করে আসলে মোদি-শাহদেরই আক্রমণ করলেন রাহুল এবং ফের একবার অসহিষ্ণুতা, কেন্দ্রের অর্থনৈতিক নীতির সমালোচনাও করলেন ৷

দিল্লি, 20 অক্টোবর : জল্পনা-আলোচনা-মন্তব্য-পালটা মন্তব্য তাঁকে ঘিরে ক্রমেই বেড়েছে ৷ নোবেল জয়ের পর এই আলোচনার মাত্রা কয়েক গুণ তীব্র হয়েছে ৷ এবার সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইট করে বিরোধী শিবিরকে নিশানা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ আজ রাহুল তাঁর টুইট বার্তায় নোবেলজয়ীর উদ্দেশে লেখেন, 'ওই অসহিষ্ণুরা ঘৃণা করতে শিখেছে ৷ পেশাদারিত্ব কী ওরা জানে না ৷ ওদের বোঝানোর কোনও দরকার আপনার নেই ৷ আপনি ওদের থেকে অনেক যোজন এগিয়ে আছেন ৷ দেশবাসী আপনার কাজে গর্ববোধ করে ৷'

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই মোদি সরকারের আর্থিক নীতির কট্টর সমালোচক ৷ নোবেল পাওয়ার আগেই একাধিকবার মোদি সরকারের আর্থিক নীতি নিয়ে মুখ খুলেছিলেন তিনি ৷ এমনকি, বহু চর্চিত নোট বাতিলের সমালোচনা করতেও বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি ৷ আর তারপর থেকেই গেরুয়া শিবির থেকে ধেয়ে এসেছে একাধিক প্রতিবাদ-সমালোচনা ৷

মোদি-শাহরা যত দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছেন, কংগ্রেস ততই আকড়ে ধরতে চেয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শকে ৷ গত লোকসভা নির্বাচনেও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে ন্যায় প্রকল্পের বাস্তবায়নের স্বপ্ন দেখিয়েছিল রাহুল ব্রিগেড ৷ ভোটযুদ্ধে বিপর্যয় এলেও নোবেলজয়ীর আদর্শকে এখনও সামনে রেখে শাসক শিবিরকে আক্রমণ করার পথই আকড়ে রেখেছেন রাহুলরা ৷ আজ যখন নোবেলজয়ীর বিরুদ্ধে, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে, তাঁর কাজের পরিধি-আদর্শ নিয়ে প্রশ্ন তুলছে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব, ঠিক তখনই ফের একবার আক্রমণের পথে রাহুল ৷ রাজনৈতিক মহলের মত, নোবেলজয়ীর উদ্দেশে টুইট করে আসলে মোদি-শাহদেরই আক্রমণ করলেন রাহুল এবং ফের একবার অসহিষ্ণুতা, কেন্দ্রের অর্থনৈতিক নীতির সমালোচনাও করলেন ৷

Mumbai, Oct 20 (ANI): Preparations are underway in Maharashtra ahead of assembly Elections on October 21. Special arrangements have been made for women, specially-abled and senior citizen voters in every booth. Campaigning in Maharashtra and Haryana for the assembly elections concluded on October 19. Polling in both the states will be held on October 21 and the counting of votes will take place on October 24.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.