ETV Bharat / bharat

আলোয়ারের নিগৃহীতা ও তাঁর পরিবার ন্যায়বিচার পাবে : রাহুল - Schin Pailot

গণধর্ষণের স্বীকার হওয়া মহিলা ও তাঁর পরিবার যোগ্য বিচার পাবে । আজ আলোয়ারের গণধর্ষণের স্বীকার হওয়া মহিলার সঙ্গে সাক্ষাৎ করার পর এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।

সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধি
author img

By

Published : May 16, 2019, 1:38 PM IST

আলোয়ার, 16 মে : রাজস্থানের আলোয়ারের গণধর্ষণের ঘটনা কোনও রাজনৈতিক ইশু নয় । গণধর্ষণের স্বীকার হওয়া মহিলা ও তাঁর পরিবার যোগ্য বিচার পাবে । আজ আলোয়ারে গণধর্ষণের স্বীকার হওয়া মহিলার সঙ্গে সাক্ষাৎ করার পর এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।

আজ আলোয়ারের নিগৃহীতার বাড়ি গিয়ে সাক্ষাতের পর রাহুল সাংবাদিক বৈঠকে বলেন, ঘটনার কথা জানতে পেরেই অশোক গেহলটকে বিষয়টি দেখার কথা বলি । আমি নিগৃহীতার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেছি । ওই পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । এটা আমার কাছে রাজনৈতিক বিষয় নয় । বিষয়টি হল ন্যায়বিচারের । আলোয়ারে ওই নিগৃহীতার বাড়িতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলটের সঙ্গে যান কংগ্রেস সভাপতি ।

রাজস্থানের আলোয়ার জেলার থানাগাজি এলাকায় গত 26 এপ্রিল এক মহিলাকে 5 দুষ্কৃতী গণধর্ষণ করে । তাঁর স্বামীকে পিটিয়ে মারার চেষ্টাও করে অভিযুক্তরা । এমন কী, গোটা ঘটনার একটি ভিডিয়ো করে তা সোশাল মিডিয়ায় ছেড়ে দেয় অভিযুক্তদের একজন । ঘটনার অভিযোগ যাতে পুলিশকে না জানায়, সেজন্য ওই দম্পতিকে হুমকিও দেওয়া হয় ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা ও তাঁর স্বামী বাইকে করে লালওয়াদি থেকে তালবক্রেশ যাওয়ার পথে 20-25 বছরের 5 যুবক তাঁদের পথ আটকায় । জোর করে ওই মহিলাকে বালিয়ারিতে ফেলে গণধর্ষণ করে অভিযুক্তরা । ঘটনার সময় মহিলার স্বামীর হাত-পা বেঁধে দেয় ওই 5 যুবক । পরে দম্পতির কাছে অভিযুক্তরা মোটা টাকা দাবি করে । 2 মে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি । ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে । মুখ্যমন্ত্রী গেহলট DGP কপিল গর্গকে গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ।

BJP দাবি করেছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কংগ্রেস পরিচালিত রাজস্থান সরকার । এই ঘটনার পর মুখ্যমন্ত্রী গেহলটের পদত্যাগ দাবি করেছে তারা ।

আলোয়ার, 16 মে : রাজস্থানের আলোয়ারের গণধর্ষণের ঘটনা কোনও রাজনৈতিক ইশু নয় । গণধর্ষণের স্বীকার হওয়া মহিলা ও তাঁর পরিবার যোগ্য বিচার পাবে । আজ আলোয়ারে গণধর্ষণের স্বীকার হওয়া মহিলার সঙ্গে সাক্ষাৎ করার পর এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।

আজ আলোয়ারের নিগৃহীতার বাড়ি গিয়ে সাক্ষাতের পর রাহুল সাংবাদিক বৈঠকে বলেন, ঘটনার কথা জানতে পেরেই অশোক গেহলটকে বিষয়টি দেখার কথা বলি । আমি নিগৃহীতার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেছি । ওই পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । এটা আমার কাছে রাজনৈতিক বিষয় নয় । বিষয়টি হল ন্যায়বিচারের । আলোয়ারে ওই নিগৃহীতার বাড়িতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলটের সঙ্গে যান কংগ্রেস সভাপতি ।

রাজস্থানের আলোয়ার জেলার থানাগাজি এলাকায় গত 26 এপ্রিল এক মহিলাকে 5 দুষ্কৃতী গণধর্ষণ করে । তাঁর স্বামীকে পিটিয়ে মারার চেষ্টাও করে অভিযুক্তরা । এমন কী, গোটা ঘটনার একটি ভিডিয়ো করে তা সোশাল মিডিয়ায় ছেড়ে দেয় অভিযুক্তদের একজন । ঘটনার অভিযোগ যাতে পুলিশকে না জানায়, সেজন্য ওই দম্পতিকে হুমকিও দেওয়া হয় ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা ও তাঁর স্বামী বাইকে করে লালওয়াদি থেকে তালবক্রেশ যাওয়ার পথে 20-25 বছরের 5 যুবক তাঁদের পথ আটকায় । জোর করে ওই মহিলাকে বালিয়ারিতে ফেলে গণধর্ষণ করে অভিযুক্তরা । ঘটনার সময় মহিলার স্বামীর হাত-পা বেঁধে দেয় ওই 5 যুবক । পরে দম্পতির কাছে অভিযুক্তরা মোটা টাকা দাবি করে । 2 মে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি । ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে । মুখ্যমন্ত্রী গেহলট DGP কপিল গর্গকে গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ।

BJP দাবি করেছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কংগ্রেস পরিচালিত রাজস্থান সরকার । এই ঘটনার পর মুখ্যমন্ত্রী গেহলটের পদত্যাগ দাবি করেছে তারা ।


Gurdaspur (Punjab), May 15 (ANI): Actor-turned-politician Sunny Deol on Wednesday reached the house of slain soldier Maninder Singh in Gurdaspur and met with his family. Singh lost his life in Pulwama terror attack. At least four CRPF troopers from Punjab were killed in deadly attack on a convoy in JandK's Pulwama on February. The four troopers from Punjab includes Jaimal Singh of Moga district, Sukhjinder Singh of Tarn Taran, Maninder Singh Attri of Gurdaspur and Kulwinder Singh of Ropar. Sunny Deol is Bharatiya Janata Party (BJP) candidate from Gurdaspur Lok Sabha constituency.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.