ওয়াইনাড় (কেরালা), 21 অক্টোবর: ফের চিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ আজ তিনি বলেন, পূর্ব লাদাখে চিনের সেনা অনুপ্রবেশ করেছে এবং ভারতীয় ভূখণ্ডের 1,200 বর্গ কিলোমিটার চিন অধিগ্রহণ করেছে ৷ তিনি আরও দাবি করেন, চিনের অনুপ্রবেশের ফলে সীমান্তে উত্তেজনা থেকে দেশবাসীর নজর ঘুরিয়ে রাখতে চেষ্টার কসুর করছে না মোদি সরকার৷
তিনি বলেন, "গত কয়েক মাসে চিন নিয়ে প্রধানমন্ত্রীর মুখে একটি কথাও শুনেছেন ? কেন তিনি চিন শব্দটি উচ্চারণ করছেন না ? চিন যে ভারতীয় ভূখণ্ডে ঢুকে 1200 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে সেই বিষয়টি সম্পর্কে মানুষ নজর দিন, সেটাই চান না প্রধানমন্ত্রী ৷ আমি শুধু তাঁর কাছে জানতে চাই, আমাদের ভূখণ্ড থেকে কবে চিন সেনাকে সরানোর পরিকল্পনা রয়েছে আপনার? এর চেয়ে বড় ইশু কি আর এই মুহূর্তে দেশে রয়েছে? ভারতমাতার ভূখণ্ড নিয়ে কেন টুঁ শব্দটি করছেন না প্রধানমন্ত্রী? এটা সত্যিই অবাক করার মতো৷"