ETV Bharat / bharat

কেন চিন শব্দটি উচ্চারণ করছেন না ? ফের প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রাহুলের - নরেন্দ্র মোদি

তিনি বলেন, "গত কয়েক মাসে চিন নিয়ে প্রধানমন্ত্রীর মুখে একটি কথাও শুনেছেন ? কেন তিনি চিন শব্দটি উচ্চারণ করছেন না ? চিন যে ভারতীয় ভূখণ্ডে ঢুকে 1200 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে সেই বিষয়টি সম্পর্কে মানুষ নজর দিন, সেটাই চান না প্রধানমন্ত্রী ৷"

rahul_accuses_pm_modi_of_silence_on_border_row_with_china
চিনের দখলে ভারতীয় ভূখণ্ড, দেশবাসী জানুন চান না মোদি: রাহুল
author img

By

Published : Oct 21, 2020, 9:06 PM IST

ওয়াইনাড় (কেরালা), 21 অক্টোবর: ফের চিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ আজ তিনি বলেন, পূর্ব লাদাখে চিনের সেনা অনুপ্রবেশ করেছে এবং ভারতীয় ভূখণ্ডের 1,200 বর্গ কিলোমিটার চিন অধিগ্রহণ করেছে ৷ তিনি আরও দাবি করেন, চিনের অনুপ্রবেশের ফলে সীমান্তে উত্তেজনা থেকে দেশবাসীর নজর ঘুরিয়ে রাখতে চেষ্টার কসুর করছে না মোদি সরকার৷

তিনি বলেন, "গত কয়েক মাসে চিন নিয়ে প্রধানমন্ত্রীর মুখে একটি কথাও শুনেছেন ? কেন তিনি চিন শব্দটি উচ্চারণ করছেন না ? চিন যে ভারতীয় ভূখণ্ডে ঢুকে 1200 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে সেই বিষয়টি সম্পর্কে মানুষ নজর দিন, সেটাই চান না প্রধানমন্ত্রী ৷ আমি শুধু তাঁর কাছে জানতে চাই, আমাদের ভূখণ্ড থেকে কবে চিন সেনাকে সরানোর পরিকল্পনা রয়েছে আপনার? এর চেয়ে বড় ইশু কি আর এই মুহূর্তে দেশে রয়েছে? ভারতমাতার ভূখণ্ড নিয়ে কেন টুঁ শব্দটি করছেন না প্রধানমন্ত্রী? এটা সত্যিই অবাক করার মতো৷"

ওয়াইনাড় (কেরালা), 21 অক্টোবর: ফের চিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ আজ তিনি বলেন, পূর্ব লাদাখে চিনের সেনা অনুপ্রবেশ করেছে এবং ভারতীয় ভূখণ্ডের 1,200 বর্গ কিলোমিটার চিন অধিগ্রহণ করেছে ৷ তিনি আরও দাবি করেন, চিনের অনুপ্রবেশের ফলে সীমান্তে উত্তেজনা থেকে দেশবাসীর নজর ঘুরিয়ে রাখতে চেষ্টার কসুর করছে না মোদি সরকার৷

তিনি বলেন, "গত কয়েক মাসে চিন নিয়ে প্রধানমন্ত্রীর মুখে একটি কথাও শুনেছেন ? কেন তিনি চিন শব্দটি উচ্চারণ করছেন না ? চিন যে ভারতীয় ভূখণ্ডে ঢুকে 1200 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে সেই বিষয়টি সম্পর্কে মানুষ নজর দিন, সেটাই চান না প্রধানমন্ত্রী ৷ আমি শুধু তাঁর কাছে জানতে চাই, আমাদের ভূখণ্ড থেকে কবে চিন সেনাকে সরানোর পরিকল্পনা রয়েছে আপনার? এর চেয়ে বড় ইশু কি আর এই মুহূর্তে দেশে রয়েছে? ভারতমাতার ভূখণ্ড নিয়ে কেন টুঁ শব্দটি করছেন না প্রধানমন্ত্রী? এটা সত্যিই অবাক করার মতো৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.