ETV Bharat / bharat

হোয়াটসঅ্যাপে ISI-কে তথ্য পাচার, পঞ্জাবে গ্রেপ্তার ব্যক্তি - pakistan

হোয়াটসঅ্যাপে ISI-কে সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে পঞ্জাবের ফরিদকোট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ।

পঞ্জাবে গ্রেপ্তার ব্যক্তি
author img

By

Published : Jul 1, 2019, 9:18 AM IST

ফরিদকোট, 1 জুলাই : পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে পঞ্জাবের ফরিদকোট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম সুখবিন্দর সিং সিধু । ধৃতের কাছ থেকে কিছু গোপন নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

সুখবিন্দর মোগা জেলার বাসিন্দা । কয়েকদিন ধরে সে ফরিদকোটে ছিল । পঞ্জাব পুলিশের এক আধিকারিক ইয়াদবিন্দর সিং বলেন, "2015 সালে পাকিস্তানে গিয়েছিল সুখবিন্দর । সেখানেই তার সঙ্গে কয়েকজন পাকিস্তানি ISI এজেন্টের পরিচয় হয় । তারপর থেকে সুখবিন্দর ভারতীয় সেনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হোয়াটসঅ্যাপে পাকিস্তানে পাচার শুরু করে ।"

মার্চে ভারতীয় সেনা সম্পর্কে ISI-কে গোপন তথ্য পাচারের অভিযোগে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল । মহম্মদ পারভেজ় নামে ওই ব্যক্তি মধুচক্রের টোপ দিয়ে সেনাকর্মীদের কাছ থেকে তথ্য হাতিয়ে নিত । সেই তথ্য পারভেজ় পাকিস্তানে পাচার করত ।

ফরিদকোট, 1 জুলাই : পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে পঞ্জাবের ফরিদকোট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম সুখবিন্দর সিং সিধু । ধৃতের কাছ থেকে কিছু গোপন নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

সুখবিন্দর মোগা জেলার বাসিন্দা । কয়েকদিন ধরে সে ফরিদকোটে ছিল । পঞ্জাব পুলিশের এক আধিকারিক ইয়াদবিন্দর সিং বলেন, "2015 সালে পাকিস্তানে গিয়েছিল সুখবিন্দর । সেখানেই তার সঙ্গে কয়েকজন পাকিস্তানি ISI এজেন্টের পরিচয় হয় । তারপর থেকে সুখবিন্দর ভারতীয় সেনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হোয়াটসঅ্যাপে পাকিস্তানে পাচার শুরু করে ।"

মার্চে ভারতীয় সেনা সম্পর্কে ISI-কে গোপন তথ্য পাচারের অভিযোগে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল । মহম্মদ পারভেজ় নামে ওই ব্যক্তি মধুচক্রের টোপ দিয়ে সেনাকর্মীদের কাছ থেকে তথ্য হাতিয়ে নিত । সেই তথ্য পারভেজ় পাকিস্তানে পাচার করত ।

New Delhi, July 01 (ANI): Kylie Jenner twinning with her baby girl Stormi in identical ensembles is the cutest thing you will see on the internet today! The 21-year-old shared a string of pictures on Instagram with her daughter where both are seen rocking similar dresses. While Jenner went for a pair of black high-heels, her 'mini' version completed the look with a pair of white sneakers. She captioned one of the pictures, 'Mini me' on which her sister Khloe commented, "You're so perfect." In another picture, shared a few moments later, Jenner wrote, "my real life bestie." Jenner, unable to control her adulation for the little one, posted a solo picture of Stormi with the caption, "my girl is getting so big." Jenner recently hit headlines when speculations about her being pregnant surfaced online. However, these speculations were put to rest when a source revealed to E! News that it was simply a case of mistaken identity and Kylie isn't pregnant. Kylie recently launched her skincare range and was called out by people for her skincare routine. The 21-year-old star received flak for using the foaming face wash and still ending up with a lot of makeup on her face. She also faced backlash for using a filter while washing her face using products from her skincare range.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.