ETV Bharat / bharat

পাগড়ি-বিতর্কে মমতাকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানান।

turban case
turban case
author img

By

Published : Oct 10, 2020, 2:32 PM IST

Updated : Oct 10, 2020, 3:27 PM IST

চণ্ডীগড়, 10 অক্টোবর : BJP যুব মোর্চার নবান্ন অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলা নিয়ে চারিদিক থেকে প্রতিবাদ শুরু হয়েছে । এবার সরব হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি ।

8 অক্টোবর BJP-র মিছিলে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র । বলবিন্দর সিং নামে ওই ব্যক্তির থেকেই পিস্তল উদ্ধার করে পুলিশ । তাঁকে গ্রেপ্তার করা হয় । একদিন পর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসে । সোশাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়তেই শুরু হয় তরজা । ওইদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পাগড়ি খুলে যায় বলবিন্দর সিংয়ের ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিখ সম্প্রদায়ের মানুষরা ৷ BJP নেতৃত্ব থেকে শুরু করে ক্রিকেটার হরভজন সিংও এই ঘটনার তীব্র নিন্দা জানান ।

ঘটনায় অভিযোগের আঙুল ওঠে রাজ্য পুলিশের দিকেই । অভিযোগ করা হয়, শিখ সম্প্রদায়ের একজন মানুষের পাগড়ি খুলে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে । এদিকে কৈলাস বিজয়বর্গীয় একটি ছবি টুইট করে জানান, ভারতীয় নিরাপত্তাবাহিনীতেও ছিলেন বলবিন্দর । অভিযোগের উত্তর দিয়ে ঘটনার বিশ্লেষণ করে রাজ্য পুলিশ । হাতাহাতিতে পাগড়ি খুলে গিয়েছে বলে জানায় তারা । সব ধর্মকেই রাজ্য পুলিশ সম্মান করে এবং কারও ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে চায় না ।

পাগড়ি বিতর্কে ময়দানে নামেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমিরন্দর সিং । ঘটনার তীব্র নিন্দা করেন । বলেন, "শিখ সম্প্রদায়ের এক ব্যক্তির সঙ্গে অপমানজনক ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ । তিনি স্তম্ভিত । বলবিন্দরকে গ্রেপ্তার করার সময়ে তাঁর পাগড়ি খুলে যায় । "

শিখ সম্প্রদায়ের ভাবাবেগে যে পুলিশকর্মী আঘাত করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান অমরিন্দর । একইসঙ্গে শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিংও এই ঘটনার তীব্র নিন্দা জানান । টুইটে লেখেন, পশ্চিমবঙ্গ পুলিশকর্মী বলবিন্দর সিংয়ের উপর বিদ্বেষপূর্ণ আক্রমণ চালিয়েছেন । তাঁর পাগড়িকে অপমান করেছেন । এর তীব্র নিন্দা করছি । এই অপমান বিশ্বের শিখসম্প্রদায়কে ক্ষিপ্ত করেছে । সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে মমতাজির কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি ।

চণ্ডীগড়, 10 অক্টোবর : BJP যুব মোর্চার নবান্ন অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলা নিয়ে চারিদিক থেকে প্রতিবাদ শুরু হয়েছে । এবার সরব হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি ।

8 অক্টোবর BJP-র মিছিলে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র । বলবিন্দর সিং নামে ওই ব্যক্তির থেকেই পিস্তল উদ্ধার করে পুলিশ । তাঁকে গ্রেপ্তার করা হয় । একদিন পর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসে । সোশাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়তেই শুরু হয় তরজা । ওইদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পাগড়ি খুলে যায় বলবিন্দর সিংয়ের ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিখ সম্প্রদায়ের মানুষরা ৷ BJP নেতৃত্ব থেকে শুরু করে ক্রিকেটার হরভজন সিংও এই ঘটনার তীব্র নিন্দা জানান ।

ঘটনায় অভিযোগের আঙুল ওঠে রাজ্য পুলিশের দিকেই । অভিযোগ করা হয়, শিখ সম্প্রদায়ের একজন মানুষের পাগড়ি খুলে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে । এদিকে কৈলাস বিজয়বর্গীয় একটি ছবি টুইট করে জানান, ভারতীয় নিরাপত্তাবাহিনীতেও ছিলেন বলবিন্দর । অভিযোগের উত্তর দিয়ে ঘটনার বিশ্লেষণ করে রাজ্য পুলিশ । হাতাহাতিতে পাগড়ি খুলে গিয়েছে বলে জানায় তারা । সব ধর্মকেই রাজ্য পুলিশ সম্মান করে এবং কারও ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে চায় না ।

পাগড়ি বিতর্কে ময়দানে নামেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমিরন্দর সিং । ঘটনার তীব্র নিন্দা করেন । বলেন, "শিখ সম্প্রদায়ের এক ব্যক্তির সঙ্গে অপমানজনক ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ । তিনি স্তম্ভিত । বলবিন্দরকে গ্রেপ্তার করার সময়ে তাঁর পাগড়ি খুলে যায় । "

শিখ সম্প্রদায়ের ভাবাবেগে যে পুলিশকর্মী আঘাত করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান অমরিন্দর । একইসঙ্গে শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিংও এই ঘটনার তীব্র নিন্দা জানান । টুইটে লেখেন, পশ্চিমবঙ্গ পুলিশকর্মী বলবিন্দর সিংয়ের উপর বিদ্বেষপূর্ণ আক্রমণ চালিয়েছেন । তাঁর পাগড়িকে অপমান করেছেন । এর তীব্র নিন্দা করছি । এই অপমান বিশ্বের শিখসম্প্রদায়কে ক্ষিপ্ত করেছে । সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে মমতাজির কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি ।

Last Updated : Oct 10, 2020, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.