ETV Bharat / bharat

পাকিস্তানে শিখ যুবতিকে ধর্মান্তরিত করে নিকাহ ; পরিবারকে ভারতে আসার পরামর্শ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর - Amrinder Singh

পাকিস্তানে এক শিখ যুবতিকে চাপ দিয়ে ধর্মান্তরিত করে নিকাহর অভিযোগ ওঠার পর ওই যুবতি ও তাঁর পরিবারকে ভারতে এসে বসবাসের পরামর্শ দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷

ছবি সৌজন্যে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের টুুইটার
author img

By

Published : Sep 3, 2019, 1:05 PM IST

Updated : Sep 3, 2019, 1:10 PM IST

লাহোর, 3 সেপ্টেম্বর : কয়েকদিন আগে এক শিখ যুবতিকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্মান্তরিত করে নিকাহ দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানে ৷ ওই যুবতির নাম জগজিৎ কৌর (19) ৷ তাঁর পরিবারের তরফে অভিযোগ, জগজিৎকে কয়েকজন বাড়ি থেকে তুলে নিয়ে যায় ৷ তারপর বন্দুক দেখিয়ে ইসলামে ধর্মান্তরিত করে জোর করে এক মুসলিম যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয় ৷ লাহোরের নানকানা সাহিব এলাকার ঘটনা ৷ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ গতকাল তিনি এই বিষয়ে একটি টুইট করেন ৷ টুইটে লেখেন, "জগজিৎ কৌরকে সাহায্য করতে ব্যর্থ হয়েছেন ইমরান খান সরকার৷ আমার পুরো সমর্থন রয়েছে ওই পরিবারের সদস্যদের সঙ্গে ৷ আমি খুশি হব যদি জগজিৎ ও তাঁর পরিবারের সদস্যরা পঞ্জাবে (ভারতের) এসে বসবাস শুরু করেন৷ ওদের সাহায্য করতে পারলে খুশি হব৷"

pic
ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের টুইট

ঘটনার পর বৃহস্পতিবার 6জনের নামে FIR দায়ের হয় ৷ আর্সালান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তবে সূত্রের খবর, জগজিৎ শনিবার তাঁর বাড়ি ফিরে যেতে অস্বীকার করেছেন ৷ তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়নি ৷ বরং তিনি নিজের ইচ্ছাতেই মুসলিম যুবককে বিয়ে করেছেন - তাঁর এমন বয়ানের একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ যদিও বিষয়টি মানতে চাননি জগজিতের পরিবার ৷ তাঁদের দাবি জগজিৎকে দিয়ে জোর করে বলানো হয়েছে ওইসব কথা ৷গতকাল এই ঘটনা নিয়ে ফের টুইট করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷

লাহোরের গুরুদুয়ারার গ্রন্থি তম্বু সাহিবের মেয়ে জগজিৎ ৷ জগজিতের ভাই বলেন, "কয়েকদিন আগে আমাদের বাড়িতে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি চড়াও হয় ৷ আমার বোনকে জোর করে তুলে নিয়ে যায় ওরা ৷ আমার বোনের উপর অত্যাচার করা হয়েছে ৷ জোর করে ওকে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে ৷ আমরা এই বিষয়ে অভিযোগ জানাতে পুলিশ স্টেশনে গিয়েছিলাম ৷ কিন্তু আমাদের অভিযোগ প্রথমে নেওয়া হয়নি ৷ অনেক পরে আমাদের অভিযোগ নেওয়া হয় ৷ এই ঘটনার পর ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমাদের বাড়িতে আবার চড়াও হয় ৷ হুমকি দেয় যাতে আমরা আমাদের অভিযোগ প্রত্যাহার করে নিই ৷ যদি না করে নিই তবে আমাদেরও জোর করে ইসলামে ধর্মান্তরিত করা হবে বলে হুমকি দেয় ওরা ৷"

সূত্রের খবর, এরপর জগজিৎকে বাড়ি ফিরিয়ে দিতে উদ্যোগী হয় পুলিশ ৷ কিন্তু জগজিৎ বাড়ি ফিরে যেতে রাজি হননি বলে খবর ৷ তাঁর দাবি, সে নিজের ইচ্ছায় মুসলিম যুবককে বিয়ে করেছে ৷ কেউ তাঁকে জোর করেনি ৷ তাঁর বয়ানের একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ যদিও তাঁকে দিয়ে ওইসব কথা জোর করে বলানো হয়েছে বলে দাবি জগজিতের পরিবারের ৷

এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে পাকিস্তানের শিখ সম্প্রদায় ৷ সরব হয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও ৷ প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে গোটা বিষয়টি দ্রুত তদন্ত করতে বলেন তিনি৷ দ্রুত ব্যবস্থা নিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপের আবেদন জানান ৷ ঘটনার পর ক্যাপ্টেন অমরিন্দর সিং প্রথমে টুইট করেছিলেন, "পাকিস্তানের নানকানা সাহিব এলাকা থেকে এক শিখ যুবতিতে তুলে নিয়ে গিয়ে ইসলামে ধর্মান্তরিত করা হল ৷ বিষয়টি খুবই নিন্দনীয় ৷ ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও বিদেশমন্ত্রী এস জয়শংকরকে আবেদন জানিয়েছি ৷" গতকাল ফের এই বিষয়ে টুইট করেন তিনি ৷

লাহোর, 3 সেপ্টেম্বর : কয়েকদিন আগে এক শিখ যুবতিকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্মান্তরিত করে নিকাহ দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানে ৷ ওই যুবতির নাম জগজিৎ কৌর (19) ৷ তাঁর পরিবারের তরফে অভিযোগ, জগজিৎকে কয়েকজন বাড়ি থেকে তুলে নিয়ে যায় ৷ তারপর বন্দুক দেখিয়ে ইসলামে ধর্মান্তরিত করে জোর করে এক মুসলিম যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয় ৷ লাহোরের নানকানা সাহিব এলাকার ঘটনা ৷ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ গতকাল তিনি এই বিষয়ে একটি টুইট করেন ৷ টুইটে লেখেন, "জগজিৎ কৌরকে সাহায্য করতে ব্যর্থ হয়েছেন ইমরান খান সরকার৷ আমার পুরো সমর্থন রয়েছে ওই পরিবারের সদস্যদের সঙ্গে ৷ আমি খুশি হব যদি জগজিৎ ও তাঁর পরিবারের সদস্যরা পঞ্জাবে (ভারতের) এসে বসবাস শুরু করেন৷ ওদের সাহায্য করতে পারলে খুশি হব৷"

pic
ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের টুইট

ঘটনার পর বৃহস্পতিবার 6জনের নামে FIR দায়ের হয় ৷ আর্সালান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তবে সূত্রের খবর, জগজিৎ শনিবার তাঁর বাড়ি ফিরে যেতে অস্বীকার করেছেন ৷ তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়নি ৷ বরং তিনি নিজের ইচ্ছাতেই মুসলিম যুবককে বিয়ে করেছেন - তাঁর এমন বয়ানের একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ যদিও বিষয়টি মানতে চাননি জগজিতের পরিবার ৷ তাঁদের দাবি জগজিৎকে দিয়ে জোর করে বলানো হয়েছে ওইসব কথা ৷গতকাল এই ঘটনা নিয়ে ফের টুইট করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷

লাহোরের গুরুদুয়ারার গ্রন্থি তম্বু সাহিবের মেয়ে জগজিৎ ৷ জগজিতের ভাই বলেন, "কয়েকদিন আগে আমাদের বাড়িতে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি চড়াও হয় ৷ আমার বোনকে জোর করে তুলে নিয়ে যায় ওরা ৷ আমার বোনের উপর অত্যাচার করা হয়েছে ৷ জোর করে ওকে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে ৷ আমরা এই বিষয়ে অভিযোগ জানাতে পুলিশ স্টেশনে গিয়েছিলাম ৷ কিন্তু আমাদের অভিযোগ প্রথমে নেওয়া হয়নি ৷ অনেক পরে আমাদের অভিযোগ নেওয়া হয় ৷ এই ঘটনার পর ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমাদের বাড়িতে আবার চড়াও হয় ৷ হুমকি দেয় যাতে আমরা আমাদের অভিযোগ প্রত্যাহার করে নিই ৷ যদি না করে নিই তবে আমাদেরও জোর করে ইসলামে ধর্মান্তরিত করা হবে বলে হুমকি দেয় ওরা ৷"

সূত্রের খবর, এরপর জগজিৎকে বাড়ি ফিরিয়ে দিতে উদ্যোগী হয় পুলিশ ৷ কিন্তু জগজিৎ বাড়ি ফিরে যেতে রাজি হননি বলে খবর ৷ তাঁর দাবি, সে নিজের ইচ্ছায় মুসলিম যুবককে বিয়ে করেছে ৷ কেউ তাঁকে জোর করেনি ৷ তাঁর বয়ানের একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ যদিও তাঁকে দিয়ে ওইসব কথা জোর করে বলানো হয়েছে বলে দাবি জগজিতের পরিবারের ৷

এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে পাকিস্তানের শিখ সম্প্রদায় ৷ সরব হয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও ৷ প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে গোটা বিষয়টি দ্রুত তদন্ত করতে বলেন তিনি৷ দ্রুত ব্যবস্থা নিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপের আবেদন জানান ৷ ঘটনার পর ক্যাপ্টেন অমরিন্দর সিং প্রথমে টুইট করেছিলেন, "পাকিস্তানের নানকানা সাহিব এলাকা থেকে এক শিখ যুবতিতে তুলে নিয়ে গিয়ে ইসলামে ধর্মান্তরিত করা হল ৷ বিষয়টি খুবই নিন্দনীয় ৷ ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও বিদেশমন্ত্রী এস জয়শংকরকে আবেদন জানিয়েছি ৷" গতকাল ফের এই বিষয়ে টুইট করেন তিনি ৷

Rajouri (JandK), Sep 02 (ANI): Under Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY), roads from Narian to Chakli got road connectivity in Jammu and Kashmir's Rajouri. These newly constructed roads will make life easier for the daily commuters. The Pradhan Mantri Gram Sadak Yojana is a nationwide plan in India to provide good all-weather road connectivity to unconnected villages. While speaking to ANI, one of the locals said, "We used to face problems. For almost 10-15 years, I walked to commute. Now, we are benefitted because of these newly constructed roads."
Last Updated : Sep 3, 2019, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.