চণ্ডীগড়, 31 জানুয়ারি : স্বামীকে খুন করলেও পরিবারের পেনশন পাবেন স্ত্রী । রায় দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।
25 জানুয়ারি হরিয়ানার একটি মামলার শুনানিতে আদালত তার পর্যবেক্ষণে বলেছে, ''কেউ সোনার ডিম পাড়া মুরগিকে মারে না। স্বামীকে খুন করলেও স্ত্রীকে পরিবারের পেনশন থেকে বঞ্চিত করা যাবে না। পরিবারের পেনশন হল একটি কল্যাণমূলক প্রকল্প, যেটি সরকারি কর্মীদের মৃত্যুতে তাঁর পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের জন্য তৈরি হয়েছিল। অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত হলেও স্ত্রী পরিবারের পেনশন পাবেন।''
আম্বালার বলজিত্ কৌর নামে এক মহিলার পিটিশনের ভিত্তিতে এই রায় শুনিয়েছে আদালত। তিনি আদালতকে জানিয়েছিলেন যে, তাঁর স্বামী তারসেম সিং হরিয়ানা সরকারের কর্মী ছিলেন, তিনি 2008 সালে মারা যান। 2009 সালে বলজিত্-এর বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের হয় এবং 2011 সালে তিনি দোষী সাব্যস্ত হন। 2011 সাল পর্যন্ত পেনশন পাচ্ছিলেন বলজিত্। তবে তিনি দোষী সাব্যস্ত হওয়ার পরই তাঁর পেনশন বন্ধ করে দেয় হরিয়ানা সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 2 মাসের মধ্যে বকেয়া পেনশন-সহ যাবতীয় টাকা বলজিত্কে দিয়ে দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: অ্য়াপিলেট ট্রাইবিউনালের নিয়োগ নিয়ে কেন্দ্রের জবাব তলব শীর্ষ আদালতের
সিসিএস (পেনশন) নিয়ম, 1272 অনুযায়ী স্বামীর মৃত্যুর পর থেকে পেনশনের দাবিদার বলজিত্। পুনরায় বিয়ে করলেও, সরকারি কর্মীর বিধবা পত্নীর পেনশন পাওয়ার কথা তাঁর।