ETV Bharat / bharat

কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাব বিধানসভায় রাত কাটালেন আম আদমি পার্টির বিধায়করা - আম আদমি পার্টির বিধায়কদের বিক্ষোভ

কংগ্রেস সরকার মঙ্গলবার নতুন কৃষি আইনের পালটা আইনের প্রস্তাব রাখবে বিধানসভায় । তার আগে প্রস্তাবিত আইনের খসড়া অনুলিপি তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার দাবি জানিয়েছিল AAP দলের বিধায়করা । AAP নেতা হরপাল চিমা জানিয়েছেন , "AAP কৃষির আইনের বিরুদ্ধে আইনটিকে সমর্থন করবে । তবে সরকারকে আমাদের অনুলিপি সরবরাহ করতে হবে । আমরা অন্যান্য বিলের কপিও পাইনি । তাহলে এই নিয়ে কীভাবে আমাদের বিধায়করা গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা ও বিতর্ক করতে পারেন?"

AAP
পঞ্জাব বিধানসভায় রাত কাটালেন আম আদমি পার্টির বিধায়করা
author img

By

Published : Oct 20, 2020, 11:56 AM IST

চণ্ডীগড় , 20 অক্টোবর : কংগ্রেস সরকার মঙ্গলবার নতুন কৃষি আইনের পালটা আইনের প্রস্তাব রাখবে বিধানসভায় । তার আগে প্রস্তাবিত আইনের খসড়া অনুলিপি তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার দাবি জানিয়েছিল AAP দলের বিধায়করা । কিন্তু ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর সরকার তা না করায় তারই প্রতিবাদে পঞ্জাব বিধানসভায় রাত কাটালেন আম আদমি পার্টির বিধায়করা ।

AAP নেতা হরপাল চিমা জানিয়েছেন , "AAP কৃষির আইনের বিরুদ্ধে আইনটিকে সমর্থন করবে । তবে সরকারকে আমাদের অনুলিপি সরবরাহ করতে হবে । আমরা অন্যান্য বিলের কপিও পাইনি । তাহলে এই নিয়ে কীভাবে আমাদের বিধায়করা গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা ও বিতর্ক করতে পারেন?"

কেন্দ্রের কৃষি আইন নিয়ে সম্প্রতি BJP নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট ছেড়ে যাওয়া শিরোমণি অকালি দল জানিয়েছে , সোমবার বিধানসভায় বিলটি উত্থাপন করা উচিত ছিল । অন্যদিকে , গত বছর রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর প্রথমবার পঞ্জাবের বিধায়ক নবজ্যোত সিং সিধু বিধানসভা অধিবেশনে অংশ নিয়েছিলেন । নিজের ইউটিউব চ্যানেলে সিধু কেন্দ্রের কৃষি আইনকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর "নৃশংস আক্রমণ" বলে বর্ণনা করেছিলেন । তিনি বলেন , " এই কালো আইনগুলি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর নৃশংস আক্রমণ । কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হোক । "

সম্প্রতি কৃষকদের (ক্ষমতায়ন ও সুরক্ষা) মূল্য আশ্বাস ও কৃষি পরিষেবা বিল - 2020, কৃষি উৎপাদন ও বাণিজ্য বিল - 2020 এবং প্রয়োজনীয় পণ্য (সংশোধনী) বিল - 2020 সংসদে পাশ হয় । এরপর 29 সেপ্টেম্বর তাতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

চণ্ডীগড় , 20 অক্টোবর : কংগ্রেস সরকার মঙ্গলবার নতুন কৃষি আইনের পালটা আইনের প্রস্তাব রাখবে বিধানসভায় । তার আগে প্রস্তাবিত আইনের খসড়া অনুলিপি তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার দাবি জানিয়েছিল AAP দলের বিধায়করা । কিন্তু ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর সরকার তা না করায় তারই প্রতিবাদে পঞ্জাব বিধানসভায় রাত কাটালেন আম আদমি পার্টির বিধায়করা ।

AAP নেতা হরপাল চিমা জানিয়েছেন , "AAP কৃষির আইনের বিরুদ্ধে আইনটিকে সমর্থন করবে । তবে সরকারকে আমাদের অনুলিপি সরবরাহ করতে হবে । আমরা অন্যান্য বিলের কপিও পাইনি । তাহলে এই নিয়ে কীভাবে আমাদের বিধায়করা গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা ও বিতর্ক করতে পারেন?"

কেন্দ্রের কৃষি আইন নিয়ে সম্প্রতি BJP নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট ছেড়ে যাওয়া শিরোমণি অকালি দল জানিয়েছে , সোমবার বিধানসভায় বিলটি উত্থাপন করা উচিত ছিল । অন্যদিকে , গত বছর রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর প্রথমবার পঞ্জাবের বিধায়ক নবজ্যোত সিং সিধু বিধানসভা অধিবেশনে অংশ নিয়েছিলেন । নিজের ইউটিউব চ্যানেলে সিধু কেন্দ্রের কৃষি আইনকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর "নৃশংস আক্রমণ" বলে বর্ণনা করেছিলেন । তিনি বলেন , " এই কালো আইনগুলি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর নৃশংস আক্রমণ । কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হোক । "

সম্প্রতি কৃষকদের (ক্ষমতায়ন ও সুরক্ষা) মূল্য আশ্বাস ও কৃষি পরিষেবা বিল - 2020, কৃষি উৎপাদন ও বাণিজ্য বিল - 2020 এবং প্রয়োজনীয় পণ্য (সংশোধনী) বিল - 2020 সংসদে পাশ হয় । এরপর 29 সেপ্টেম্বর তাতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.