দিল্লি, ১৫ ফেব্রুয়ারি : জঙ্গি হামলার তদন্তে জম্মু ও কাশ্মীরে যাচ্ছে NSG (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) ও NIA (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)-র একটি টিম। NSG ও NIA যৌথভাবে এই হামলার তদন্ত করবে।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ২০১৬ সালে উরি হামলার কথা মাথায় রেখে তদন্তে NIA-র টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। NIA-র এই টিমে থাকবে ফরেনসিক বিশেষজ্ঞ দল। হামলাস্থান থেকে নমুনা সংগ্রহ ও সরজমিনে তদন্ত করবে NIA-র এই বিশেষ টিম।
সূত্রের খবর, তদন্তে NIA-র সঙ্গে যোগ দেবে বিস্ফোরক বিশেষজ্ঞ NSG-র ব্ল্যাক ক্যাট কমান্ডো টিম।
গতকাল দুপুরে পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালানো হয়। শহিদ হন কমপক্ষে ৪৪ জন জওয়ান। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ।