ETV Bharat / bharat

পুলওয়ামা হামলা : জম্মু ও কাশ্মীর যাচ্ছে NSG, NIA - NSG

জঙ্গি হামলার তদন্তে জম্মু ও কাশ্মীরে যাচ্ছে NSG ও NIA-র একটি টিম। হামলাস্থান থেকে নমুনা সংগ্রহ ও সরজমিনে তদন্ত করবে NIA-র এই বিশেষ টিম।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 15, 2019, 6:42 AM IST

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি : জঙ্গি হামলার তদন্তে জম্মু ও কাশ্মীরে যাচ্ছে NSG (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) ও NIA (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)-র একটি টিম। NSG ও NIA যৌথভাবে এই হামলার তদন্ত করবে।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ২০১৬ সালে উরি হামলার কথা মাথায় রেখে তদন্তে NIA-র টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। NIA-র এই টিমে থাকবে ফরেনসিক বিশেষজ্ঞ দল। হামলাস্থান থেকে নমুনা সংগ্রহ ও সরজমিনে তদন্ত করবে NIA-র এই বিশেষ টিম।

সূত্রের খবর, তদন্তে NIA-র সঙ্গে যোগ দেবে বিস্ফোরক বিশেষজ্ঞ NSG-র ব্ল্যাক ক্যাট কমান্ডো টিম।

গতকাল দুপুরে পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালানো হয়। শহিদ হন কমপক্ষে ৪৪ জন জওয়ান। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ।

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি : জঙ্গি হামলার তদন্তে জম্মু ও কাশ্মীরে যাচ্ছে NSG (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) ও NIA (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)-র একটি টিম। NSG ও NIA যৌথভাবে এই হামলার তদন্ত করবে।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ২০১৬ সালে উরি হামলার কথা মাথায় রেখে তদন্তে NIA-র টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। NIA-র এই টিমে থাকবে ফরেনসিক বিশেষজ্ঞ দল। হামলাস্থান থেকে নমুনা সংগ্রহ ও সরজমিনে তদন্ত করবে NIA-র এই বিশেষ টিম।

সূত্রের খবর, তদন্তে NIA-র সঙ্গে যোগ দেবে বিস্ফোরক বিশেষজ্ঞ NSG-র ব্ল্যাক ক্যাট কমান্ডো টিম।

গতকাল দুপুরে পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালানো হয়। শহিদ হন কমপক্ষে ৪৪ জন জওয়ান। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ।


Varanasi (Uttar Pradesh), Feb 14 (ANI): People in Varanasi took out candlelight march to pay tribute to CRPF soldiers who lost their lives in deadly Pulwama attack. Over 40 CRPF personnel lost their lives after their convoy was attacked by Improvised Explosive Device (IED). People holding candlelight march demanded Government to conduct another surgical strike. Pakistan-based terror outfit Jaish-e-Mahammed claimed responsibility for the ghastly attack.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.