দিল্লি, 7 মে : যৌন হেনস্থার অভিযোগের তদন্তে প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে গতকাল ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্টের আভ্যন্তরীণ প্যানেল । কিন্তু, ক্লিনচিটের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আজ সুপ্রিম কোর্টের বাইরে প্রতিবাদে সরব হলেন মহিলা আইনজীবীদের একাংশ ও সমাজকর্মীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করা হয়েছে এলাকায় ।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছে সুপ্রিম কোর্টেরই এক প্রাক্তন কর্মী। অভিযোগ খতিয়ে দেখতে বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি ইন্দু মালহোত্রাকে নিয়ে কমিটি গঠিত হয় । যদিও গত মঙ্গলবার (30 এপ্রিল) সেই তদন্ত প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেন অভিযোগকারী মহিলা । তাঁর যুক্তি ছিল, কমিটির পরিবেশ অত্যন্ত ভীতিজনক। তাঁকে নিজের কোনও আইনজীবীকে সঙ্গে আনার অনুমতি দেওয়া হয়নি।
অন্যদিকে, 1 মে আভ্যন্তরীণ প্যানেলের সামনে হাজির হয়ে অভিযোগ অস্বীকার করেন প্রধান বিচারপতি । এরপরই 7 মে প্রধান বিচারপতিকে ক্লিনচিট দেয় সুপ্রিম কোর্টের আভ্যন্তরীণ প্যানেল ।
এদিকে, আজ সকাল থেকে ক্লিনচিটের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা আইনজীবীদের একাংশ ও সমাজকর্মীরা । পরিস্থিতি বেগতিক দেখে সুপ্রিম কোর্ট চত্বরে 144 ধারা জারি করা হয় । শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 30 জন মহিলা সমাজকর্মীকে আটক করেছে পুলিশ । তাঁদের মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত আদালত চত্বরে আরও নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে প্রশাসন ।
এই সংক্রান্ত খবর : প্রধান বিচারপতি বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন : সুপ্রিম কোর্টের প্যানেল