ETV Bharat / bharat

প্রধান বিচারপতিকে ক্লিনচিটের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ, 144 ধারা জারি - clean chit

প্রধান বিচারপতি রঞ্জন গগৈর ক্লিনচিটের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আজ সুপ্রিম কোর্টের বাইরে প্রতিবাদে সরব হলেন মহিলা আইনজীবীদের একাংশ ও সমাজকর্মীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে 144 ধারা জারি করা হয়েছে ।

চলছে প্রতিবাদ
author img

By

Published : May 7, 2019, 2:06 PM IST

Updated : May 7, 2019, 3:29 PM IST

দিল্লি, 7 মে : যৌন হেনস্থার অভিযোগের তদন্তে প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে গতকাল ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্টের আভ্যন্তরীণ প্যানেল । কিন্তু, ক্লিনচিটের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আজ সুপ্রিম কোর্টের বাইরে প্রতিবাদে সরব হলেন মহিলা আইনজীবীদের একাংশ ও সমাজকর্মীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করা হয়েছে এলাকায় ।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছে সুপ্রিম কোর্টেরই এক প্রাক্তন কর্মী। অভিযোগ খতিয়ে দেখতে বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি ইন্দু মালহোত্রাকে নিয়ে কমিটি গঠিত হয় । যদিও গত মঙ্গলবার (30 এপ্রিল) সেই তদন্ত প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেন অভিযোগকারী মহিলা । তাঁর যুক্তি ছিল, কমিটির পরিবেশ অত্যন্ত ভীতিজনক। তাঁকে নিজের কোনও আইনজীবীকে সঙ্গে আনার অনুমতি দেওয়া হয়নি।

অন্যদিকে, 1 মে আভ্যন্তরীণ প্যানেলের সামনে হাজির হয়ে অভিযোগ অস্বীকার করেন প্রধান বিচারপতি । এরপরই 7 মে প্রধান বিচারপতিকে ক্লিনচিট দেয় সুপ্রিম কোর্টের আভ্যন্তরীণ প্যানেল ।

এদিকে, আজ সকাল থেকে ক্লিনচিটের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা আইনজীবীদের একাংশ ও সমাজকর্মীরা । পরিস্থিতি বেগতিক দেখে সুপ্রিম কোর্ট চত্বরে 144 ধারা জারি করা হয় । শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 30 জন মহিলা সমাজকর্মীকে আটক করেছে পুলিশ । তাঁদের মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত আদালত চত্বরে আরও নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে প্রশাসন ।

এই সংক্রান্ত খবর : প্রধান বিচারপতি বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন : সুপ্রিম কোর্টের প্যানেল

দিল্লি, 7 মে : যৌন হেনস্থার অভিযোগের তদন্তে প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে গতকাল ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্টের আভ্যন্তরীণ প্যানেল । কিন্তু, ক্লিনচিটের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আজ সুপ্রিম কোর্টের বাইরে প্রতিবাদে সরব হলেন মহিলা আইনজীবীদের একাংশ ও সমাজকর্মীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করা হয়েছে এলাকায় ।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছে সুপ্রিম কোর্টেরই এক প্রাক্তন কর্মী। অভিযোগ খতিয়ে দেখতে বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি ইন্দু মালহোত্রাকে নিয়ে কমিটি গঠিত হয় । যদিও গত মঙ্গলবার (30 এপ্রিল) সেই তদন্ত প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেন অভিযোগকারী মহিলা । তাঁর যুক্তি ছিল, কমিটির পরিবেশ অত্যন্ত ভীতিজনক। তাঁকে নিজের কোনও আইনজীবীকে সঙ্গে আনার অনুমতি দেওয়া হয়নি।

অন্যদিকে, 1 মে আভ্যন্তরীণ প্যানেলের সামনে হাজির হয়ে অভিযোগ অস্বীকার করেন প্রধান বিচারপতি । এরপরই 7 মে প্রধান বিচারপতিকে ক্লিনচিট দেয় সুপ্রিম কোর্টের আভ্যন্তরীণ প্যানেল ।

এদিকে, আজ সকাল থেকে ক্লিনচিটের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা আইনজীবীদের একাংশ ও সমাজকর্মীরা । পরিস্থিতি বেগতিক দেখে সুপ্রিম কোর্ট চত্বরে 144 ধারা জারি করা হয় । শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 30 জন মহিলা সমাজকর্মীকে আটক করেছে পুলিশ । তাঁদের মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত আদালত চত্বরে আরও নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে প্রশাসন ।

এই সংক্রান্ত খবর : প্রধান বিচারপতি বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন : সুপ্রিম কোর্টের প্যানেল

Bhopal (MP), May 07 (ANI): A Congress delegation led by former Union Minister and Congress leader Suresh Pachouri reached former Madhya Pradesh chief minister Shivraj Singh Chouhan's residence today. They reached his residence with documents containing details of farmers whose loans have been waived off by the present state government. Earlier, Shivraj Singh Chouhan had accused Congress of blatantly lying on farm loan waiver in the state, BJP leader Shivraj Singh Chouhan said that both Congress president Rahul Gandhi and Madhya Pradesh Chief Minister Kamal Nath have given contradictory statements on loan-waiver to farmers.
Last Updated : May 7, 2019, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.