মুম্বই, 5 অক্টোবর : মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটার প্রতিবাদ ৷ গতকাল রাত থেকে আটক বেশ কয়েকজন প্রতিবাদী ৷ প্রতিবাদীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ ৷ মুম্বইয়ের আরে কলোনিতে মেট্রো রেলের 3 টি কারশেড গড়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই মেট্রো কর্তৃপক্ষ ৷ এর জন্য আরে কলোনিতে অবস্থিত বনাঞ্চল কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় ৷
এই খবর সামনে আসতেই প্রতিবাদের ঝড় ওঠে ৷ আরে অরণ্য বাঁচাতে রাস্তায় নামে প্রতিবাদীরা ৷ সোশাল মিডিয়ায় গাছ কাটার ভিডিয়ো পোস্ট করে জানানো হয় অবৈধ ভাবে গাছ কাটা হচ্ছে ৷ বম্বে হাইকোর্টে দাখিল হয় পিটিশন ৷ শুক্রবার (4 অক্টোবর) বম্বে হাইকোর্ট চারটি পিটিশন খারিজ করে দেয় ৷ মিউনিসিপাল কর্পোরেশন অফ গ্রেটার মুম্বই (MCGM) এর আইন অনুযায়ী, আদালতের নির্দেশ কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করার 15 দিন পর গাছ কাটা যায় ৷
4 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় MCGM এর ওয়েবসাইটে কোর্টের নির্দেশ প্রকাশিত হয় ৷ সেই মত 19 অক্টোবর থেকে গাছ কাটা শুরু হওয়ার কথা ৷ কিন্তু শুক্রবার সন্ধ্যাবেলা থেকেই গাছ কাটা শুরু হয় ৷ প্রতিবাদীরা জানিয়েছে, বম্বে হাইকোর্ট সপ্তাহের শেষে বন্ধ ৷ এরপর দশেরার জন্যও আদালত বন্ধ থাকবে ৷ ফলে কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করার জন্য সময় দরকার ৷ আদালত না খুললে তা সম্ভব না ৷ এদিকে আজ সকাল থেকে আরে কলোনিতে জারি হয়েছে 144 ধারা ৷ মারোশি রোড হয়ে মারোল থেকে আরে কলোনিতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ মোতায়েন করে হয়েছে পুলিশ বাহিনী ৷