গুয়াহাটি, 9 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমের একাধিক জায়গায় বিক্ষোভ ৷ গতরাতের পর আজ সকাল থেকে ফের পথে নেমেছে সাধারণ মানুষ ৷ তিওক, জোরহাটে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ক্ষুব্ধ জনতা । উত্তর অসম কার্যত বিচ্ছিন্ন । 37 ও 52 নম্বর জাতীয় সড়ক সহ একাধিক রাস্তায় বন্ধ যান চলাচল ।
-
Assam: People stage protest against #CitizenshipAmendmentBill2019 in Golaghat. pic.twitter.com/y4J76IU5it
— ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Assam: People stage protest against #CitizenshipAmendmentBill2019 in Golaghat. pic.twitter.com/y4J76IU5it
— ANI (@ANI) December 9, 2019Assam: People stage protest against #CitizenshipAmendmentBill2019 in Golaghat. pic.twitter.com/y4J76IU5it
— ANI (@ANI) December 9, 2019
আজ ধেমাজিতে 12 ঘণ্টার অসম বনধের ডাক দিয়েছে অল অসম সুটিয়া স্টুডেন্ট ইউনিয়ন । পাশাপাশি অসমের শিবসাগরে বনধের ডাক দিয়েছে অসম যুব মঞ্চ, অল অসম কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন KMSS ও বীর লচিত সেনা । গতকাল থেকেই গুয়াহাটি সহ অসমের একাধিক জায়গায় পথে নেমেছে মানুষজন। আজ ও আগামীকাল অসম বনধেরও ডাক দিয়েছে বহু সংগঠন ।
-
Assam: Shops closed in Guwahati following shutdown call by various organisations opposing #CitizenshipAmendmentBill2019. pic.twitter.com/pEiienfDjd
— ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Assam: Shops closed in Guwahati following shutdown call by various organisations opposing #CitizenshipAmendmentBill2019. pic.twitter.com/pEiienfDjd
— ANI (@ANI) December 9, 2019Assam: Shops closed in Guwahati following shutdown call by various organisations opposing #CitizenshipAmendmentBill2019. pic.twitter.com/pEiienfDjd
— ANI (@ANI) December 9, 2019
আরও পড়ুন : একনজরে নাগরিকত্ব সংশোধনী বিল
গতকাল কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি ও প্রতিমন্ত্রী ফণিভূষণ চৌধুরি সহ স্থানীয় BJP নেতাদের ঘিরে বিক্ষোভ দেখায় মানুষজন । অসম গণ পরিষদের (AGP) প্রেসিডেন্ট ও অসমের কৃষিমন্ত্রী অতুল বোরার গোলাঘাটের বাড়ি ঘেরাও করে শতাধিক বিক্ষোভকারী । তাদের দাবি, ক্ষমতার লোভে নিজেদের রং বদলেছে AGP -র নেতারা । এখন তারা BJP-র পক্ষ নিয়েছে এবং অসমের মানুষের বিরুদ্ধে গিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন করছে ।
নর্থ-ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন (NSEO) আগামীকাল 11 ঘণ্টার বনধের ডাক দিয়েছে ।