ETV Bharat / bharat

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমজুড়ে বিক্ষোভ - স্থানীয় BJP নেতাদের ঘিরে বিক্ষোভ

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমে সকাল থেকে ফের পথে নেমেছে সাধারণ মানুষ ৷ তিওক, জোরহাটে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ক্ষুব্ধ জনতা । আজ ধেমাজিতে 12 ঘণ্টার অসম বনধের ডাক দিয়েছে অল অসম সুটিয়া স্টুডেন্ট ইউনিয়ন ।

Aggitation
ছবি
author img

By

Published : Dec 9, 2019, 11:05 AM IST

Updated : Dec 9, 2019, 12:35 PM IST

গুয়াহাটি, 9 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমের একাধিক জায়গায় বিক্ষোভ ৷ গতরাতের পর আজ সকাল থেকে ফের পথে নেমেছে সাধারণ মানুষ ৷ তিওক, জোরহাটে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ক্ষুব্ধ জনতা । উত্তর অসম কার্যত বিচ্ছিন্ন । 37 ও 52 নম্বর জাতীয় সড়ক সহ একাধিক রাস্তায় বন্ধ যান চলাচল ।

আজ ধেমাজিতে 12 ঘণ্টার অসম বনধের ডাক দিয়েছে অল অসম সুটিয়া স্টুডেন্ট ইউনিয়ন । পাশাপাশি অসমের শিবসাগরে বনধের ডাক দিয়েছে অসম যুব মঞ্চ, অল অসম কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন KMSS ও বীর লচিত সেনা । গতকাল থেকেই গুয়াহাটি সহ অসমের একাধিক জায়গায় পথে নেমেছে মানুষজন। আজ ও আগামীকাল অসম বনধেরও ডাক দিয়েছে বহু সংগঠন ।

আরও পড়ুন : একনজরে নাগরিকত্ব সংশোধনী বিল

গতকাল কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি ও প্রতিমন্ত্রী ফণিভূষণ চৌধুরি সহ স্থানীয় BJP নেতাদের ঘিরে বিক্ষোভ দেখায় মানুষজন । অসম গণ পরিষদের (AGP) প্রেসিডেন্ট ও অসমের কৃষিমন্ত্রী অতুল বোরার গোলাঘাটের বাড়ি ঘেরাও করে শতাধিক বিক্ষোভকারী । তাদের দাবি, ক্ষমতার লোভে নিজেদের রং বদলেছে AGP -র নেতারা । এখন তারা BJP-র পক্ষ নিয়েছে এবং অসমের মানুষের বিরুদ্ধে গিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন করছে ।

নর্থ-ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন (NSEO) আগামীকাল 11 ঘণ্টার বনধের ডাক দিয়েছে ।

গুয়াহাটি, 9 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমের একাধিক জায়গায় বিক্ষোভ ৷ গতরাতের পর আজ সকাল থেকে ফের পথে নেমেছে সাধারণ মানুষ ৷ তিওক, জোরহাটে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ক্ষুব্ধ জনতা । উত্তর অসম কার্যত বিচ্ছিন্ন । 37 ও 52 নম্বর জাতীয় সড়ক সহ একাধিক রাস্তায় বন্ধ যান চলাচল ।

আজ ধেমাজিতে 12 ঘণ্টার অসম বনধের ডাক দিয়েছে অল অসম সুটিয়া স্টুডেন্ট ইউনিয়ন । পাশাপাশি অসমের শিবসাগরে বনধের ডাক দিয়েছে অসম যুব মঞ্চ, অল অসম কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন KMSS ও বীর লচিত সেনা । গতকাল থেকেই গুয়াহাটি সহ অসমের একাধিক জায়গায় পথে নেমেছে মানুষজন। আজ ও আগামীকাল অসম বনধেরও ডাক দিয়েছে বহু সংগঠন ।

আরও পড়ুন : একনজরে নাগরিকত্ব সংশোধনী বিল

গতকাল কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি ও প্রতিমন্ত্রী ফণিভূষণ চৌধুরি সহ স্থানীয় BJP নেতাদের ঘিরে বিক্ষোভ দেখায় মানুষজন । অসম গণ পরিষদের (AGP) প্রেসিডেন্ট ও অসমের কৃষিমন্ত্রী অতুল বোরার গোলাঘাটের বাড়ি ঘেরাও করে শতাধিক বিক্ষোভকারী । তাদের দাবি, ক্ষমতার লোভে নিজেদের রং বদলেছে AGP -র নেতারা । এখন তারা BJP-র পক্ষ নিয়েছে এবং অসমের মানুষের বিরুদ্ধে গিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন করছে ।

নর্থ-ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন (NSEO) আগামীকাল 11 ঘণ্টার বনধের ডাক দিয়েছে ।

New Delhi, Dec 09 (ANI): Legendary singer Lata Mangeshkar was brought back home after 28 days in Mumbai on December 08. She was admitted to Mumbai's Breach Candy Hospital on November 11. She returned home after full recovery from her bad health. The 90-year-old singer was diagnosed with pneumonia and prescribed rest by the doctors. According to the team of Lata Mangeshkar, She said, "For the past 28 days, I was at Breach Candy hospital. I was diagnosed with pneumonia. The doctors preferred that I extend my stay in hospital and go home when completely healthy." "Today, I am back home with the blessings of Mai and Baba I have my deepest gratitude to all my well wishers all over. Your prayers and good wishes have worked and I humbly bow down to each one of you," she added.
Last Updated : Dec 9, 2019, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.