বেঙ্গালুরু, 18 সেপ্টেম্বর : রাত জেগেছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয়রা ৷ সাক্ষী হতে চেয়েছিল ভারতীয় যানের চাঁদের মাটিতে পা রাখার ৷ তবে চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিমি আগে ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ISRO-র ৷ প্রাথমিক হতাশা কাটিয়ে ISRO-র পাশে দাঁড়িয়েছে দেশের মানুষ ৷ আর এই পাশে থাকার জন্য ভারতীয়দের ধন্যবাদ জানাল ইন্ডিয়ান স্পেশ রিসার্চ অর্গানাইজ়েশন ৷
গতকাল বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভারতীয়দের ধন্যবাদ জানিয়ে টুইট করেছে ISRO ৷ টুইটে লিখেছে, "আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয়দের আশা এবং স্বপ্নকে প্রেরণা করে আমরা এগিয়ে যাব ৷ "
-
Thank you for standing by us. We will continue to keep going forward — propelled by the hopes and dreams of Indians across the world! pic.twitter.com/vPgEWcwvIa
— ISRO (@isro) September 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you for standing by us. We will continue to keep going forward — propelled by the hopes and dreams of Indians across the world! pic.twitter.com/vPgEWcwvIa
— ISRO (@isro) September 17, 2019Thank you for standing by us. We will continue to keep going forward — propelled by the hopes and dreams of Indians across the world! pic.twitter.com/vPgEWcwvIa
— ISRO (@isro) September 17, 2019
চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমকে নামিয়ে নানা তথ্য পাওয়ার চেষ্টা করেছিল ISRO । বিক্রমের মধ্যে প্রজ্ঞান রোভার রয়েছে ৷ ভারতীয় সময় অনুসারে 7 সেপ্টেম্বর রাতে চন্দ্রপৃষ্ঠে নামার কথা ছিল বিক্রমের ৷ সেই মুহূর্তের সাক্ষী হতে বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু, চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিমি উপরে থাকা অবস্থায় বিক্রমের সঙ্গে ISRO-র সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ মুষড়ে পড়েন বিজ্ঞানীরা ৷ কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ISRO-র প্রধান কে শিভানকে ৷ তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী ৷
এই সংক্রান্ত খবর : "হ্যালো বিক্রম": চেষ্টা চালাচ্ছে NASA
পরদিন ISRO প্রধান জানান, 14 দিন পর্যন্ত যোগাযোগের চেষ্টা করা যাবে বিক্রমের সঙ্গে ৷ তবে এখনও পর্যন্ত বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ চাঁদের মাটিতে বিক্রম সফলভাবে পা রাখতে না পারলেও ISRO-র পাশে দাঁড়িয়েছে দেশবাসী ৷ তাই দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে গতকাল টুইট করেছে ISRO । তাতে একটি ছবিও জুড়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লাফ মারছেন ৷ তারা যে আরও এগিয়ে যাবে মানুষের প্রেরণায়, সেকথা টুইটে জানিয়েছে ISRO ৷