ETV Bharat / bharat

ভারতীয়দের আশা ও স্বপ্নকে প্রেরণা করে এগিয়ে যাব ; টুইট ISRO-র - ল্যান্ডার

পাশে থাকার জন্য ধন্যবাদ ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয়দের আশা এবং স্বপ্নকে প্রেরণা করে আমরা এগিয়ে যাব ৷ গতকাল এই টুইট করে ISRO ৷

ফাইল ফোটো
author img

By

Published : Sep 18, 2019, 6:23 AM IST

Updated : Sep 18, 2019, 6:30 AM IST

বেঙ্গালুরু, 18 সেপ্টেম্বর : রাত জেগেছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয়রা ৷ সাক্ষী হতে চেয়েছিল ভারতীয় যানের চাঁদের মাটিতে পা রাখার ৷ তবে চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিমি আগে ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ISRO-র ৷ প্রাথমিক হতাশা কাটিয়ে ISRO-র পাশে দাঁড়িয়েছে দেশের মানুষ ৷ আর এই পাশে থাকার জন্য ভারতীয়দের ধন্যবাদ জানাল ইন্ডিয়ান স্পেশ রিসার্চ অর্গানাইজ়েশন ৷

গতকাল বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভারতীয়দের ধন্যবাদ জানিয়ে টুইট করেছে ISRO ৷ টুইটে লিখেছে, "আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয়দের আশা এবং স্বপ্নকে প্রেরণা করে আমরা এগিয়ে যাব ৷ "

চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমকে নামিয়ে নানা তথ্য পাওয়ার চেষ্টা করেছিল ISRO । বিক্রমের মধ্যে প্রজ্ঞান রোভার রয়েছে ৷ ভারতীয় সময় অনুসারে 7 সেপ্টেম্বর রাতে চন্দ্রপৃষ্ঠে নামার কথা ছিল বিক্রমের ৷ সেই মুহূর্তের সাক্ষী হতে বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু, চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিমি উপরে থাকা অবস্থায় বিক্রমের সঙ্গে ISRO-র সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ মুষড়ে পড়েন বিজ্ঞানীরা ৷ কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ISRO-র প্রধান কে শিভানকে ৷ তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী ৷

এই সংক্রান্ত খবর : "হ্যালো বিক্রম": চেষ্টা চালাচ্ছে NASA

পরদিন ISRO প্রধান জানান, 14 দিন পর্যন্ত যোগাযোগের চেষ্টা করা যাবে বিক্রমের সঙ্গে ৷ তবে এখনও পর্যন্ত বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ চাঁদের মাটিতে বিক্রম সফলভাবে পা রাখতে না পারলেও ISRO-র পাশে দাঁড়িয়েছে দেশবাসী ৷ তাই দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে গতকাল টুইট করেছে ISRO । তাতে একটি ছবিও জুড়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লাফ মারছেন ৷ তারা যে আরও এগিয়ে যাবে মানুষের প্রেরণায়, সেকথা টুইটে জানিয়েছে ISRO ৷

বেঙ্গালুরু, 18 সেপ্টেম্বর : রাত জেগেছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয়রা ৷ সাক্ষী হতে চেয়েছিল ভারতীয় যানের চাঁদের মাটিতে পা রাখার ৷ তবে চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিমি আগে ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ISRO-র ৷ প্রাথমিক হতাশা কাটিয়ে ISRO-র পাশে দাঁড়িয়েছে দেশের মানুষ ৷ আর এই পাশে থাকার জন্য ভারতীয়দের ধন্যবাদ জানাল ইন্ডিয়ান স্পেশ রিসার্চ অর্গানাইজ়েশন ৷

গতকাল বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভারতীয়দের ধন্যবাদ জানিয়ে টুইট করেছে ISRO ৷ টুইটে লিখেছে, "আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয়দের আশা এবং স্বপ্নকে প্রেরণা করে আমরা এগিয়ে যাব ৷ "

চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমকে নামিয়ে নানা তথ্য পাওয়ার চেষ্টা করেছিল ISRO । বিক্রমের মধ্যে প্রজ্ঞান রোভার রয়েছে ৷ ভারতীয় সময় অনুসারে 7 সেপ্টেম্বর রাতে চন্দ্রপৃষ্ঠে নামার কথা ছিল বিক্রমের ৷ সেই মুহূর্তের সাক্ষী হতে বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু, চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিমি উপরে থাকা অবস্থায় বিক্রমের সঙ্গে ISRO-র সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ মুষড়ে পড়েন বিজ্ঞানীরা ৷ কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ISRO-র প্রধান কে শিভানকে ৷ তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী ৷

এই সংক্রান্ত খবর : "হ্যালো বিক্রম": চেষ্টা চালাচ্ছে NASA

পরদিন ISRO প্রধান জানান, 14 দিন পর্যন্ত যোগাযোগের চেষ্টা করা যাবে বিক্রমের সঙ্গে ৷ তবে এখনও পর্যন্ত বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ চাঁদের মাটিতে বিক্রম সফলভাবে পা রাখতে না পারলেও ISRO-র পাশে দাঁড়িয়েছে দেশবাসী ৷ তাই দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে গতকাল টুইট করেছে ISRO । তাতে একটি ছবিও জুড়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লাফ মারছেন ৷ তারা যে আরও এগিয়ে যাবে মানুষের প্রেরণায়, সেকথা টুইটে জানিয়েছে ISRO ৷

Geneva (Switzerland), Sep 17 (ANI): Sindhi activist said that people from Gilgit-Baltistan and Pakistan occupied Kashmir (PoK) believe that they are not part of Pakistan. Responding to Mea Jaishankar's statement on Pakistan occupied Kashmir (PoK), he said, "I would consider the voices that are coming from Pakistan occupied Kashmir (PoK) and from Gilgit-Batltistan. People of that land are saying that they are facing one of the worst enslavement. The agenda of the Pakistan even in the National Assembly is hypocrite and controversial." He further added, "Voices from indigenous Gilgit-Baltistan and Kashmir believe that we are not a part of Pakistan. If they have any sanity, they should respect these voices."
Last Updated : Sep 18, 2019, 6:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.