প্রবেশনারি অফিসার নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) । দেশের বিভিন্ন শহরে SBI শাখায় নিয়োগ করা হবে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন ।
প্রবেশনারি অফিসার নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য একনজরে
- শূন্যপদ - 2000 টি
- শিক্ষাগত যোগ্যতা - যে কোনও বিষয়ে স্নাতকরা চাকরির জন্য আবেদন করতে পারবেন । চূড়ান্ত বর্ষের বা চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন । চার্টার্ড অ্যাকাউনট্যান্টরা আবেদন করতে পারবেন চাকরির জন্য ।
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ - 4 ডিসেম্বর, 2020 ।
- বয়সসীমা - 1 এপ্রিল, 2020 সাল পর্যন্ত চাকরিপ্রার্থীর বয়স হতে হবে 21 বছর থেকে 30 বছরের মধ্যে ।
- বয়সে ছাড় - SC ও ST প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় দেওয়া হয়েছে । OBC প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় দেওয়া হয়েছে । বিশেষভাবে সক্ষমদের জন্য 10 বছরের ছাড় দেওয়া হয়েছে বয়সের ঊর্ধ্বসীমায় ।
বাছাই করা প্রার্থীদের দুই বছরের প্রবেশনে থাকতে হবে ।
- বেতন কাঠামো - 23 হাজার 700 টাকা থেকে 42 হাজার 20 টাকা ।
- প্রার্থী বাছাই প্রক্রিয়া - চাকরির জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া হবে তিনটি ধাপে । প্রথমে হবে একটি প্রিলিমিনারি পরীক্ষা । দ্বিতীয় ধাপে হবে মেইন পরীক্ষা । শেষ ধাপে হবে ইন্টারভিউ প্রক্রিয়া ।
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষার দিন - 31 ডিসেম্বর, 2000
- 2 জানুয়ারি, 2021
- 4 জানুয়ারি, 2021
- 5 জানুয়ারি, 2021
- অনলাইনে মেইন পরীক্ষার দিন - 29 জানুয়ারি, 2021
- ইন্টারভিউ পর্ব হবে 2021 সালের ফেব্রুয়ারি / মার্চ মাস নাগাদ ।
- আবেদনের খরচ - চাকরিপ্রার্থীদের আবেদনমূল্য বাবদ 750 টাকা জমা করতে হবে । ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে । SC, ST এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না ।
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।