ETV Bharat / bharat

হতাশ করবে, এই এগজ়িট পোল বিশ্বাস করবেন না ; বার্তা প্রিয়াঙ্কার

"বুথ ফেরত সমীক্ষা আপনাদের হতাশ করে দেবে । এতে আপনারা বিশ্বাস করবেন না । কাউন্টিং রুম ও স্ট্রং রুমের বিষয়ে আপনাদের আরও সচেতন হওয়া উচিত ।" কর্মীদের বার্তা দিলেন প্রিয়াঙ্কা ।

প্রিয়াঙ্কা
author img

By

Published : May 21, 2019, 1:54 PM IST

দিল্লি, 21 মে : ফের কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে NDA জোট । বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে এই তথ্য । এই পরিস্থিতিতে গতকাল কংগ্রেস কর্মীদের উদ্দেশে এক অডিয়ো বার্তা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি।

অডিয়ো বার্তায় প্রিয়াঙ্কা কংগ্রেস কর্মীদের বুথ ফেরত সমীক্ষায় বিশ্বাস করতে বারণ করেছেন । তিনি বলেন, "বুথ ফেরত সমীক্ষা আপনাদের হতাশ করে দেবে । এতে আপনারা বিশ্বাস করবেন না । কাউন্টিং রুম ও স্ট্রং রুমের বিষয়ে আপনাদের আরও সচেতন হওয়া উচিত । আমি আমাদের কঠোর পরিশ্রমকে শ্রদ্ধা ও বিশ্বাস করি । "

ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন । এখন সবাই তাকিয়ে আছে ফলাফলের দিকে । একাধিক বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, ফের কেন্দ্রে আসতে চলছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার । একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদিই ।

দিল্লি, 21 মে : ফের কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে NDA জোট । বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে এই তথ্য । এই পরিস্থিতিতে গতকাল কংগ্রেস কর্মীদের উদ্দেশে এক অডিয়ো বার্তা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি।

অডিয়ো বার্তায় প্রিয়াঙ্কা কংগ্রেস কর্মীদের বুথ ফেরত সমীক্ষায় বিশ্বাস করতে বারণ করেছেন । তিনি বলেন, "বুথ ফেরত সমীক্ষা আপনাদের হতাশ করে দেবে । এতে আপনারা বিশ্বাস করবেন না । কাউন্টিং রুম ও স্ট্রং রুমের বিষয়ে আপনাদের আরও সচেতন হওয়া উচিত । আমি আমাদের কঠোর পরিশ্রমকে শ্রদ্ধা ও বিশ্বাস করি । "

ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন । এখন সবাই তাকিয়ে আছে ফলাফলের দিকে । একাধিক বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, ফের কেন্দ্রে আসতে চলছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার । একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদিই ।

New Delhi, May 20 (ANI): Amid renewed trade frictions with China, US President Donald Trump claimed that he will not let the Asian country become the top superpower while in office. Both the countries have been locked in a trade dispute since last year. They have held regular negotiations in a bid to find a solution to the trade feud, which recently hit a roadblock just as a trade deal was in its last stages. The United States has since accused China of backing out of the deal at the last moment. Trump stated that China is "obviously not doing well" like the US. "We're taking in billions of dollars. He further said that he was "very happy" with the Washington-Beijing trade spat, adding that even though China wants to become the world's top superpower, it's "not going to happen with me," according to Sputnik. The United States recently increased tariffs on Chinese goods amounting to over 200 billion US dollars even as the two sides were amid negotiations. In retaliation, China said that it would be increasing duties on USD 60 billion worth US imports from June 1.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.