দিল্লি, 5 জুন : ফের কৃষক আত্মহত্যার ঘটনায় BJP সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক আখচাষি আত্মহত্যা করেন৷ ঘটনায় যোগী সরকারের তীব্র সমালোচনা করে বেশ কয়েকটি টুইট করেন প্রিয়াঙ্কা ৷
আজ টুইট করে তিনি বলেন, “মাঠে ফসল শুকিয়ে যাচ্ছে, কিন্তু কোনও স্লিপ না পাওয়ায় মুজাফফরনগরে এক আখচাষি আত্মহত্যা করেছেন৷ অথচ সরকারের তরফে বলা হয়েছিল 14 দিনের মধ্যে পুরো টাকা দিয়ে দেওয়া হবে৷ রাজ্যের চিনির মিল একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে৷ প্রায় এক হাজার কোটির উপর দেনা রয়েছে চিনি মিলগুলোর৷”
পাশাপাশি তিনি বলেন, “দু দিন আগেও আমি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম৷ কিন্তু, এই পরিস্থিতিতে কৃষকেরা টাকা না পেয়ে কী ভাবে আছেন এটা ভাবা যাচ্ছে না৷ তা সত্ত্বেও BJP সরকার 14 দিনের মধ্যে আখচাষিদের টাকা দেওয়ার কথা বলছেন না৷”