দিল্লি, 17 ডিসেম্বর : তিহার জেলের 8 নম্বর সেল থেকে উদ্ধার এক কয়েদির দেহ ৷ নির্ভয়ার আসামিদের ফাঁসিকে ঘিরে যখন সবার নজর তিহার জেলের দিকে, ঠিক সেই সময়েই সামনে এল এই ঘটনা ৷ মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছে সে ৷ মুনাজির (25) নামে ওই যুবক খুনের অভিযোগে অভিযুক্ত ছিল বলে জানা গেছে ৷
ঘটনাটি ঘটার সময়ে সেলের বাকি তিনজন কয়েদি ঘুমিয়েছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে ৷ সেলের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ ৷ পরনের পোশাক দিয়েই ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো হয়েছিল ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছে ওই যুবক ৷ তবে সেলের ভিতর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমেছে হরিনগর থানার পুলিশ ৷ মৃতের দেহ ময়নাতদন্তের জন্য ডি ডি ইউ হাসপাতালে পাঠানো হয়েছে ৷
তিহার জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খুনের অভিযোগে এই বছরেরই 27 জুলাই তিহার জেলে নিয়ে আসা হয়েছিল মুনাজিরকে ৷ সে নিজ়ামুদ্দিন এলাকার বাসিন্দা ছিল ৷ সেলের মধ্যেই মৃত্যু হয় ওই যুবকের ৷ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷