ETV Bharat / bharat

তিহার জেলে কয়েদির দেহ উদ্ধার - Tihar Jail

তিহার জেলের 8 নম্বর সেলে এক কয়েদির দেহ উদ্ধার ৷ সেলের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ ৷ নির্ভয়ার আসামিদের ফাঁসিকে ঘিরে যখন সবার নজর তিহার জেলের দিকে, ঠিক সেই সময়েই সামনে এল এই ঘটনা ৷ মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছে সে ৷

Tihar Jail
তিহার
author img

By

Published : Dec 17, 2019, 11:49 AM IST

Updated : Dec 17, 2019, 2:05 PM IST

দিল্লি, 17 ডিসেম্বর : তিহার জেলের 8 নম্বর সেল থেকে উদ্ধার এক কয়েদির দেহ ৷ নির্ভয়ার আসামিদের ফাঁসিকে ঘিরে যখন সবার নজর তিহার জেলের দিকে, ঠিক সেই সময়েই সামনে এল এই ঘটনা ৷ মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছে সে ৷ মুনাজির (25) নামে ওই যুবক খুনের অভিযোগে অভিযুক্ত ছিল বলে জানা গেছে ৷

ঘটনাটি ঘটার সময়ে সেলের বাকি তিনজন কয়েদি ঘুমিয়েছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে ৷ সেলের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ ৷ পরনের পোশাক দিয়েই ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো হয়েছিল ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছে ওই যুবক ৷ তবে সেলের ভিতর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমেছে হরিনগর থানার পুলিশ ৷ মৃতের দেহ ময়নাতদন্তের জন্য ডি ডি ইউ হাসপাতালে পাঠানো হয়েছে ৷

তিহার জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খুনের অভিযোগে এই বছরেরই 27 জুলাই তিহার জেলে নিয়ে আসা হয়েছিল মুনাজিরকে ৷ সে নিজ়ামুদ্দিন এলাকার বাসিন্দা ছিল ৷ সেলের মধ্যেই মৃত্যু হয় ওই যুবকের ৷ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

দিল্লি, 17 ডিসেম্বর : তিহার জেলের 8 নম্বর সেল থেকে উদ্ধার এক কয়েদির দেহ ৷ নির্ভয়ার আসামিদের ফাঁসিকে ঘিরে যখন সবার নজর তিহার জেলের দিকে, ঠিক সেই সময়েই সামনে এল এই ঘটনা ৷ মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছে সে ৷ মুনাজির (25) নামে ওই যুবক খুনের অভিযোগে অভিযুক্ত ছিল বলে জানা গেছে ৷

ঘটনাটি ঘটার সময়ে সেলের বাকি তিনজন কয়েদি ঘুমিয়েছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে ৷ সেলের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ ৷ পরনের পোশাক দিয়েই ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো হয়েছিল ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছে ওই যুবক ৷ তবে সেলের ভিতর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমেছে হরিনগর থানার পুলিশ ৷ মৃতের দেহ ময়নাতদন্তের জন্য ডি ডি ইউ হাসপাতালে পাঠানো হয়েছে ৷

তিহার জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খুনের অভিযোগে এই বছরেরই 27 জুলাই তিহার জেলে নিয়ে আসা হয়েছিল মুনাজিরকে ৷ সে নিজ়ামুদ্দিন এলাকার বাসিন্দা ছিল ৷ সেলের মধ্যেই মৃত্যু হয় ওই যুবকের ৷ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

Intro:तिहाड़ जेल में निर्भया के दरिंदों को फांसी देने की अटकलों के बीच मे जेल नंबर 8 के एक कैदी ने पंखे के सहारे फांसी लगा ली. घटना उस समय की है जब सेल में बाकी तीनों कैदी गहरी नींद में सो रहे थे. मृतक की पहचान 25 वर्षीय मुनाजिर के रूप में हुई है.

Body:मौके से नहीं मिला कोई भी सुसाइड नोट.....

तिहाड़ प्रशासन को मौके से कोई सुसाइड नोट नहीं मिला है. पुलिस ने शव को पोस्टमार्टम के लिए डीडीयू अस्पताल भेज दिया है. हरि नगर थाना पुलिस मामले की जांच कर रही है.

मृतक इसी साल हत्या के मामले जेल में हुआ बंद..

तिहाड़ जेल के प्रवक्ता व एआईजी राजकुमार ने बताया कि मुनाजिर नामक युवक, इसी साल 27 जुलाई से हत्या के मामले में जेल में बंद था.

Conclusion:कपड़ो से जोड़कर बनाया फंदा..

पुलिस के मुताबिक मुनाजिर निजामुद्दीन इलाके का रहने वाला था. मुनाजिर के इस कदम से अन्य कैदी भी काफी हैरान है. पुलिस के अनुसार कई कपड़ों से जोड़कर बनाया गया फांसी का फंदा था. इस घटना में उसकी मौके पर ही मौत हो गई.
Last Updated : Dec 17, 2019, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.