ETV Bharat / bharat

বাজেট ইশুতে আজ অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর - কেন্দ্রীয় বাজেট ২০২০

কেন্দ্রীয় বাজেট পেশ হতে পারে ফেব্রুয়ারিতে । সেই পরিকল্পনার জন্য আজ দেশের সেরা কয়েকজন অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী ।

modi
modi
author img

By

Published : Jan 9, 2020, 9:52 AM IST

Updated : Jan 9, 2020, 3:25 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : আজ দেশের বিশিষ্ট কয়েকজন অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী । নীতি আয়োগে অর্থনীতিবিদদের সঙ্গে কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করলেন নরেন্দ্র মোদির । কেন্দ্রের বার্ষিক পরিকল্পনার একটি অংশ এই বৈঠক । উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি, পীযূষ গোয়েলও বৈঠকে রয়েছেন ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় বাজেট নিয়ে একাধিক টুইট করেছেন । তিনি টুইট করে লেখেন, 'কেন্দ্রীয় বাজেট 130 কোটি ভারতীয়র ভরসা । ভারতের উন্নয়নের পথ মজবুত করবে এই বাজেট । আমি প্রত্যেককে তাঁদের নিজস্ব ভাবনা ও পরামর্শ ভাগ করে নেওয়ার আবেদন জানাচ্ছি । ' প্রধানমন্ত্রী আরও একটি টুইটে লেখেন, 'কেন্দ্রীয় সরকার বাজেট নিয়ে ভাবছে ও কাজ করছে । প্রধানমন্ত্রী সাধারণ মানুষের পরামর্শকে স্বাগত জানাচ্ছেন । '

  • The Union Budget represents the aspirations of 130 crore Indians and lays out the path towards India’s development.

    I invite you all to share your ideas and suggestions for this year’s Budget on MyGov. https://t.co/zVCL06TdLn

    — Narendra Modi (@narendramodi) January 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্থনৈতিক মন্দার মুখে দেশের বাজেট । অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে দেশের চাকরির ক্ষেত্রেও । মনে করা হচ্ছে 2019-2020 সালে GDP-র পাঁচ শতাংশ বৃদ্ধি হতে পারে । কেন্দ্রীয় বাজেট পেশ করার দিন এখনও ঘোষণা হয়নি । তবে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন । আশা করা হচ্ছে, বাজেটে করের ছাড় ইত্যাদি বিষয়গুলি অন্তর্ভুক্ত হতে পারে ।

দিল্লি, 9 জানুয়ারি : আজ দেশের বিশিষ্ট কয়েকজন অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী । নীতি আয়োগে অর্থনীতিবিদদের সঙ্গে কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করলেন নরেন্দ্র মোদির । কেন্দ্রের বার্ষিক পরিকল্পনার একটি অংশ এই বৈঠক । উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি, পীযূষ গোয়েলও বৈঠকে রয়েছেন ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় বাজেট নিয়ে একাধিক টুইট করেছেন । তিনি টুইট করে লেখেন, 'কেন্দ্রীয় বাজেট 130 কোটি ভারতীয়র ভরসা । ভারতের উন্নয়নের পথ মজবুত করবে এই বাজেট । আমি প্রত্যেককে তাঁদের নিজস্ব ভাবনা ও পরামর্শ ভাগ করে নেওয়ার আবেদন জানাচ্ছি । ' প্রধানমন্ত্রী আরও একটি টুইটে লেখেন, 'কেন্দ্রীয় সরকার বাজেট নিয়ে ভাবছে ও কাজ করছে । প্রধানমন্ত্রী সাধারণ মানুষের পরামর্শকে স্বাগত জানাচ্ছেন । '

  • The Union Budget represents the aspirations of 130 crore Indians and lays out the path towards India’s development.

    I invite you all to share your ideas and suggestions for this year’s Budget on MyGov. https://t.co/zVCL06TdLn

    — Narendra Modi (@narendramodi) January 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্থনৈতিক মন্দার মুখে দেশের বাজেট । অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে দেশের চাকরির ক্ষেত্রেও । মনে করা হচ্ছে 2019-2020 সালে GDP-র পাঁচ শতাংশ বৃদ্ধি হতে পারে । কেন্দ্রীয় বাজেট পেশ করার দিন এখনও ঘোষণা হয়নি । তবে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন । আশা করা হচ্ছে, বাজেটে করের ছাড় ইত্যাদি বিষয়গুলি অন্তর্ভুক্ত হতে পারে ।

New Delhi, Jan 09 (ANI): Fire broke out in Patparganj Industrial Area in early hours of January 09. At least 27 fire tenders are present at the spot. According to Delhi Police, one person died in the fire. More details are awaited.
Last Updated : Jan 9, 2020, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.