দিল্লি ও কলকাতা , 22 অক্টোবর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার দুর্গাপুজোর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ ভার্চুয়ালি রাজ্যের 10 টি পুজোর উদ্বোধন করবেন তিনি । এনিয়ে গতকাল দু'টি টুইট করেন প্রধানমন্ত্রী । BJP সূত্রে খবর, একেবারে বাঙালি বেশে ধুতি-পাঞ্জাবি পরে প্রথমে বাসভবনে মাতৃবন্দনা করবেন তিনি । তারপর সেখান থেকে ভার্চুয়ালি ভাষণ দেবেন ।
পুজোর উদ্বোধন নিয়ে গতকাল প্রধানমন্ত্রী একটি টুইট করেন । টুইটারে মা দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন । লেখেন , " দুর্গাপুজো, অশুভের পরাজয় ও শুভের বিজয়ের এক পবিত্র উৎসব । মা দুর্গার কাছে শক্তি, আনন্দ ও সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রার্থনা করি ।"
-
Durga Puja is an auspicious occasion, which celebrates the victory of good over evil. We pray to Maa Durga to bless us with strength, happiness and good health.
— Narendra Modi (@narendramodi) October 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Durga Puja is an auspicious occasion, which celebrates the victory of good over evil. We pray to Maa Durga to bless us with strength, happiness and good health.
— Narendra Modi (@narendramodi) October 21, 2020Durga Puja is an auspicious occasion, which celebrates the victory of good over evil. We pray to Maa Durga to bless us with strength, happiness and good health.
— Narendra Modi (@narendramodi) October 21, 2020
এরপর আরও একটি টুইটে তিনি রাজ্যেবাসীকে সম্বোধন করে লেখেন, "আগামীকাল বাঙালির প্রিয় দুর্গোৎসবের মহাষষ্ঠী । এই বিশেষ দিনটিতে আগামীকাল দুপুর 12টায়, পশ্চিমবঙ্গে আমার সমস্ত ভাই-বোনদের শারদীয়ার শুভেচ্ছা জানাব ও পুজোর আনন্দ একসঙ্গে ভাগ করে নেব | অনুষ্ঠানে সঙ্গে থাকবেন । "
-
Sisters and brothers of West Bengal,
— Narendra Modi (@narendramodi) October 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tomorrow, on the auspicious day of Maa Durga Pujo’s Mahashashti, I would join the Divine celebrations via video conferencing and shall also be extending my greetings to everyone.
Do join the programme live!
">Sisters and brothers of West Bengal,
— Narendra Modi (@narendramodi) October 21, 2020
Tomorrow, on the auspicious day of Maa Durga Pujo’s Mahashashti, I would join the Divine celebrations via video conferencing and shall also be extending my greetings to everyone.
Do join the programme live!Sisters and brothers of West Bengal,
— Narendra Modi (@narendramodi) October 21, 2020
Tomorrow, on the auspicious day of Maa Durga Pujo’s Mahashashti, I would join the Divine celebrations via video conferencing and shall also be extending my greetings to everyone.
Do join the programme live!
বিধাননগরে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (EZCC) দুর্গাপুজোর আয়োজন করছে রাজ্য BJP-র মহিলা মোর্চা ৷ BJP জানিয়েছে, মহাষষ্ঠীর দিন নরেন্দ্র মোদির ভাষণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে EZCC-তে ৷ আজ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে EZCC-তে সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান রয়েছে ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার পুজোর ভার্চুয়ালি উদ্বোধনের পাশাপাশি কলকাতার মণ্ডপ উদ্বোধন করেছেন । বিধানসভা নির্বাচনের আগে এবার দুর্গাপুজোর আয়োজন নিয়ে কোমর বেঁধে নেমেছে রাজ্য BJP-ও৷ আগামী বছর বিধানসভা নির্বাচনকে "পাখির চোখ" করে কোরোনা আবহে জনসংযোগের হাতিয়ার হিসেবে দুর্গাপুজোকেই আপাতত বেছে নেওয়া হয়েছে৷