ETV Bharat / bharat

"সংগীতের একটি যুগের অবসান"; খৈয়ামের প্রয়াণে শোকপ্রকাশ মোদি, লতা মঙ্গেশকরের - death of Khayyam

উমরাও জান, কাভি কাভি, শোলা অউর সবনমের মতো সিনেমায় সংগীত পরিচালনা করে দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন খৈয়াম । গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু হয় তাঁর ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 20, 2019, 2:52 AM IST

মুম্বই, 20 অগাস্ট : সোনালি জরির কারুকার্য করা পোশাকে রেখা । তাঁর মন মুগ্ধ করা অভিনয় আর সেই বিখ্যাত গান - 'ইন আখোঁ কি মস্তি কে মস্তানে হাজারে হ্যায় ।' মহম্মদ জ়াহুর খৈয়াম হাশমির পরিচালিত এই গান আটের দশকের অনেকের চোখের ঘুম কেড়ে নিয়েছিল । ছবির নাম 'উমরাও জান ।' গতকাল রাতে প্রয়াত হলেন সেই ছবির বর্ষীয়ান সংগীত পরিচালক খৈয়াম । বয়স হয়েছিল 92 । তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টুইটারে শোকবার্তা ছড়িয়ে পড়েছে । শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ।

নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, "কিংবদন্তি সংগীত পরিচালক খৈয়াম সাহেবের মৃত্যুতে শোকাহত । বেশ কিছু চিরস্মরণীয় গান উপহার দিয়েছেন তিনি ৷ তার জন্য আমরা কৃতজ্ঞ ৷ নব প্রজন্মের শিল্পীদের তিনি যেভাবে উৎসাহ ও অনুপ্রাণিত করতেন তার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি । "

খৈয়ামের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর । তিনি টুইটে লেখেন, "মহান সংগীতকার ও অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন খৈয়াম সাহেব । উনি আর আমাদের মধ্যে নেই এটা শুনে আমি অত্যন্ত দুঃখিত । ওনার মৃত্যুতে সংগীতের একটি যুগের অবসান হল । আমি ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম ।"

আরেকটি টুইটে লতা লেখেন , "অনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে । গানের রেকর্ডের দিনগুলোর কথা মনে পড়ছে । উনি আমাকে ছোটো বোনের মতো ভাবতেন । আমার জন্য নিজের পছন্দের গান তৈরি করতেন । ওনার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগত ।"

খৈয়ামের মৃত্যুতে শোকপ্রকাশ করছেন বলিউডের জনপ্রিয় সিনেমা পরিচালক ও প্রযোজক করণ জোহর , অভিনেতা আয়ুষ্মান খুরানা, লেখক জাভেদ আখতার এবং সংগীত পরিচালক ও গায়ক সেলিম মার্চেন্ট ।

ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি ছিলেন খৈয়াম । ধীরে ধীরে তাঁর শারীরিকে অবস্থার অবনতি হচ্ছিল । তাঁর দেখাশোনা করছিলেন গজ়ল গায়ক তালাত আজ়িজ় । হাসপাতালের তরফে জানানো হয় , হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । আজ (মঙ্গলবার) শেষকৃত্য সম্পন্ন হবে ।

1927 সালের 18 ফেব্রুয়ারি জন্ম মহম্মদ জ়াহুর খৈয়াম হাশমির । উমরাও জান, শোলা অউর সবনম, আখরি রাত, কাভি কাভি, ত্রিশূল, খানদান, নুরি, দর্দ, বাজ়ার -এর মতো জনপ্রিয় সিনেমায় সংগীত পরিচালনা করে দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি । 1977 সালে 'কাভি কাভি' ও 1982 সালে 'উমরাও জান'-এ সেরা সংগীতের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন । 2010 সালে তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় । 2011 সালে তাঁকে পদ্মভূষণে সম্মানিত করা হয় ।

মুম্বই, 20 অগাস্ট : সোনালি জরির কারুকার্য করা পোশাকে রেখা । তাঁর মন মুগ্ধ করা অভিনয় আর সেই বিখ্যাত গান - 'ইন আখোঁ কি মস্তি কে মস্তানে হাজারে হ্যায় ।' মহম্মদ জ়াহুর খৈয়াম হাশমির পরিচালিত এই গান আটের দশকের অনেকের চোখের ঘুম কেড়ে নিয়েছিল । ছবির নাম 'উমরাও জান ।' গতকাল রাতে প্রয়াত হলেন সেই ছবির বর্ষীয়ান সংগীত পরিচালক খৈয়াম । বয়স হয়েছিল 92 । তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টুইটারে শোকবার্তা ছড়িয়ে পড়েছে । শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ।

নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, "কিংবদন্তি সংগীত পরিচালক খৈয়াম সাহেবের মৃত্যুতে শোকাহত । বেশ কিছু চিরস্মরণীয় গান উপহার দিয়েছেন তিনি ৷ তার জন্য আমরা কৃতজ্ঞ ৷ নব প্রজন্মের শিল্পীদের তিনি যেভাবে উৎসাহ ও অনুপ্রাণিত করতেন তার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি । "

খৈয়ামের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর । তিনি টুইটে লেখেন, "মহান সংগীতকার ও অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন খৈয়াম সাহেব । উনি আর আমাদের মধ্যে নেই এটা শুনে আমি অত্যন্ত দুঃখিত । ওনার মৃত্যুতে সংগীতের একটি যুগের অবসান হল । আমি ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম ।"

আরেকটি টুইটে লতা লেখেন , "অনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে । গানের রেকর্ডের দিনগুলোর কথা মনে পড়ছে । উনি আমাকে ছোটো বোনের মতো ভাবতেন । আমার জন্য নিজের পছন্দের গান তৈরি করতেন । ওনার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগত ।"

খৈয়ামের মৃত্যুতে শোকপ্রকাশ করছেন বলিউডের জনপ্রিয় সিনেমা পরিচালক ও প্রযোজক করণ জোহর , অভিনেতা আয়ুষ্মান খুরানা, লেখক জাভেদ আখতার এবং সংগীত পরিচালক ও গায়ক সেলিম মার্চেন্ট ।

ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি ছিলেন খৈয়াম । ধীরে ধীরে তাঁর শারীরিকে অবস্থার অবনতি হচ্ছিল । তাঁর দেখাশোনা করছিলেন গজ়ল গায়ক তালাত আজ়িজ় । হাসপাতালের তরফে জানানো হয় , হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । আজ (মঙ্গলবার) শেষকৃত্য সম্পন্ন হবে ।

1927 সালের 18 ফেব্রুয়ারি জন্ম মহম্মদ জ়াহুর খৈয়াম হাশমির । উমরাও জান, শোলা অউর সবনম, আখরি রাত, কাভি কাভি, ত্রিশূল, খানদান, নুরি, দর্দ, বাজ়ার -এর মতো জনপ্রিয় সিনেমায় সংগীত পরিচালনা করে দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি । 1977 সালে 'কাভি কাভি' ও 1982 সালে 'উমরাও জান'-এ সেরা সংগীতের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন । 2010 সালে তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় । 2011 সালে তাঁকে পদ্মভূষণে সম্মানিত করা হয় ।


New Delhi, Aug 19 (ANI): Bollywood powerhouse Varun Dhawan on Monday shared a behind-the-scenes video from his upcoming film 'Coolie No. 1' and introduced his character Kuwar Mahendra Pratap. In the post, he can be seen dressed in a red kurta with an arm plate that read, "Coolie no 1 licensed porter." He wrote in the caption, "Happy birthday papa. Mera number 1 director . Kaam chalu hai bhai log. Coolie number 1." Other than Varun, the film also stars Sara Ali Khan as the female lead and Paresh Rawal, Rajpal Yadav, Johnny Lever and Jaaved Jaaferi in pivotal roles. The original film which starred Govinda and Karisma Kapoor in the lead was directed by David. Varun is teaming up with Sara Ali Khan for the first time in the 'Coolie No.1' remake. The film will hit the screens on May 1, next year.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.