মুম্বই, 20 অগাস্ট : সোনালি জরির কারুকার্য করা পোশাকে রেখা । তাঁর মন মুগ্ধ করা অভিনয় আর সেই বিখ্যাত গান - 'ইন আখোঁ কি মস্তি কে মস্তানে হাজারে হ্যায় ।' মহম্মদ জ়াহুর খৈয়াম হাশমির পরিচালিত এই গান আটের দশকের অনেকের চোখের ঘুম কেড়ে নিয়েছিল । ছবির নাম 'উমরাও জান ।' গতকাল রাতে প্রয়াত হলেন সেই ছবির বর্ষীয়ান সংগীত পরিচালক খৈয়াম । বয়স হয়েছিল 92 । তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টুইটারে শোকবার্তা ছড়িয়ে পড়েছে । শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ।
নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, "কিংবদন্তি সংগীত পরিচালক খৈয়াম সাহেবের মৃত্যুতে শোকাহত । বেশ কিছু চিরস্মরণীয় গান উপহার দিয়েছেন তিনি ৷ তার জন্য আমরা কৃতজ্ঞ ৷ নব প্রজন্মের শিল্পীদের তিনি যেভাবে উৎসাহ ও অনুপ্রাণিত করতেন তার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি । "
খৈয়ামের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর । তিনি টুইটে লেখেন, "মহান সংগীতকার ও অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন খৈয়াম সাহেব । উনি আর আমাদের মধ্যে নেই এটা শুনে আমি অত্যন্ত দুঃখিত । ওনার মৃত্যুতে সংগীতের একটি যুগের অবসান হল । আমি ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম ।"
আরেকটি টুইটে লতা লেখেন , "অনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে । গানের রেকর্ডের দিনগুলোর কথা মনে পড়ছে । উনি আমাকে ছোটো বোনের মতো ভাবতেন । আমার জন্য নিজের পছন্দের গান তৈরি করতেন । ওনার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগত ।"
খৈয়ামের মৃত্যুতে শোকপ্রকাশ করছেন বলিউডের জনপ্রিয় সিনেমা পরিচালক ও প্রযোজক করণ জোহর , অভিনেতা আয়ুষ্মান খুরানা, লেখক জাভেদ আখতার এবং সংগীত পরিচালক ও গায়ক সেলিম মার্চেন্ট ।
ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি ছিলেন খৈয়াম । ধীরে ধীরে তাঁর শারীরিকে অবস্থার অবনতি হচ্ছিল । তাঁর দেখাশোনা করছিলেন গজ়ল গায়ক তালাত আজ়িজ় । হাসপাতালের তরফে জানানো হয় , হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । আজ (মঙ্গলবার) শেষকৃত্য সম্পন্ন হবে ।
1927 সালের 18 ফেব্রুয়ারি জন্ম মহম্মদ জ়াহুর খৈয়াম হাশমির । উমরাও জান, শোলা অউর সবনম, আখরি রাত, কাভি কাভি, ত্রিশূল, খানদান, নুরি, দর্দ, বাজ়ার -এর মতো জনপ্রিয় সিনেমায় সংগীত পরিচালনা করে দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি । 1977 সালে 'কাভি কাভি' ও 1982 সালে 'উমরাও জান'-এ সেরা সংগীতের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন । 2010 সালে তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় । 2011 সালে তাঁকে পদ্মভূষণে সম্মানিত করা হয় ।