অযোধ্যা, 4 অগাস্ট : রামমন্দিরে ভূমিপুজোর ঠিক একদিন আগেই পুরোহিতের কাছে হুমকি ফোন ৷ কর্নাটকের বেলাগাভির শাস্ত্রী নগর এলাকার বাসিন্দা পুরোহিত বিজয়েন্দ্র ৷ 75 বছর বয়সি এই পুরোহিত রাম মন্দিরের ভূমিপুজোর দিনক্ষণ ঠিক করেছেন ৷ অভিযোগ, তাঁর কাছে বেশ কয়েকবার হুমকি ফোন এসেছে ৷ তিনি তিলকওয়াদি থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ পাওয়ার পর তাঁর বাসভবন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷ পুলিশ সূত্রের খবর, এই কয়েকদিনে প্রায় 60 বার হুমকি ফোন এসেছে তাঁর কাছে ৷ দেশের নানান প্রান্ত থেকে ভিন্ন নম্বর থেকে তাঁর কাছে ফোন আসছে ৷
এপ্রসঙ্গে পুরোহিত বিজয়েন্দ্র বলেন, "আমার কাছে একটি ফোন আসে ৷ জানতে চাওয়া হয়, কেন আমি এই অনুষ্ঠানে যোগ দিচ্ছি ? আমি জানিয়েছি, আমাকে কর্তৃপক্ষের তরফে অনুরোধ করা হয়েছিল ৷ তাই আমি এই কাজ করেছি ৷ যে ফোন করেছিল সে তার নাম বলেনি ৷ আমার কাছে বেশ কয়েকবার ফোন এসেছে ৷ বিভিন্ন নম্বর থেকে ফোন করা হয়েছে। "
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের এক সদস্য বলেন, "যিনি রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় নির্ধারণ করেছিলেন তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ৷ যাঁরা চান না যে রামমন্দির তৈরি হোক তাঁরাই এই ধরনের কাজ করতে পারেন ৷ " উল্লেখ্য, রামমন্দিরের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হবে সেবিষয়ে দিনক্ষণ ঠিক করতে বলা হয় পুরোহিত বিজয়েন্দ্রকে ৷ তিনি জুলাইয়ের 29, অগাস্টের 3 ও 5 তারিখের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান ৷ এরপরেই অগাস্টের 5 তারিখ বেছে নেওয়া হয় ৷ কিন্তু, কোরোনা প্যানডেমিকের কারণে রামমন্দিরের ভূমিপুজোতে উপস্থিত থাকতে পারবেন না তিনি ৷