ETV Bharat / bharat

কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম - কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

ফেব্রুয়ারিতে শেষবার বেড়েছিল LPG সিলিন্ডারের দাম । তারপর থেকে পরপর তিনমাস কমল দাম ।

LPG
রান্নার গ্যাস
author img

By

Published : May 1, 2020, 9:01 PM IST

কলকাতা, 1 মে : কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম । কলকাতায় এক ধাক্কায় দাম কমল 190 টাকা । আগে যে গ্যাসের সিলিন্ডার 774.50 টাকা দিয়ে কিনতে হত, এখন থেকে তা মিলবে 584.50 টাকায় ।

ফেব্রুয়ারিতে শেষবার বেড়েছিল ভর্তুকিহীন LPG সিলিন্ডারের দাম । তারপর থেকে মার্চ, এপ্রিল এবং মে, পরপর তিন মাসে কমেছে দাম । 135.50 টাকা থেকে শুরু করে 192 টাকা পর্যন্ত দাম কমেছে সিলিন্ডারের ।

একনজরে দেখে নেওয়া যাক কোথায় কতটা কমল সিলিন্ডারের দাম -

  • কলকাতায় আগে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 774.50 টাকা । 190 টাকা কমে এখন সেই দাম হল 584.50 টাকা ।
  • দিল্লিতে সিলিন্ডারপিছু দাম আগে ছিল 744 টাকা । 162.50 টাকা কমে এখন সেই দাম হল 581.50 টাকা ।
  • মুম্বইতে আগে ভর্তুকিহীন সিলিন্ডারের জন্য দিতে হত 714.50 টাকা । এখন 135.50 টাকা কমে হয়েছে 579 টাকা ।
  • চেন্নাইতে আগে দাম ছিল 761.50 টাকা । এখন তা 192 টাকা কমে হয়েছে 569.50 টাকা ।

বছরে 12টি সিলিন্ডারের উপর ভর্তুকি দেয় সরকার । তার থেকে বেশি সংখ্যক গ্যাসের সিলিন্ডার কিনতে হলে বাজার দরে কিনতে হয় । সাধারণত ডলার ও তেলের দামের ওঠানামার উপর নির্ভর করে রান্নার গ্যাসের সিলিন্ডারের বাজার দর ।

কলকাতা, 1 মে : কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম । কলকাতায় এক ধাক্কায় দাম কমল 190 টাকা । আগে যে গ্যাসের সিলিন্ডার 774.50 টাকা দিয়ে কিনতে হত, এখন থেকে তা মিলবে 584.50 টাকায় ।

ফেব্রুয়ারিতে শেষবার বেড়েছিল ভর্তুকিহীন LPG সিলিন্ডারের দাম । তারপর থেকে মার্চ, এপ্রিল এবং মে, পরপর তিন মাসে কমেছে দাম । 135.50 টাকা থেকে শুরু করে 192 টাকা পর্যন্ত দাম কমেছে সিলিন্ডারের ।

একনজরে দেখে নেওয়া যাক কোথায় কতটা কমল সিলিন্ডারের দাম -

  • কলকাতায় আগে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 774.50 টাকা । 190 টাকা কমে এখন সেই দাম হল 584.50 টাকা ।
  • দিল্লিতে সিলিন্ডারপিছু দাম আগে ছিল 744 টাকা । 162.50 টাকা কমে এখন সেই দাম হল 581.50 টাকা ।
  • মুম্বইতে আগে ভর্তুকিহীন সিলিন্ডারের জন্য দিতে হত 714.50 টাকা । এখন 135.50 টাকা কমে হয়েছে 579 টাকা ।
  • চেন্নাইতে আগে দাম ছিল 761.50 টাকা । এখন তা 192 টাকা কমে হয়েছে 569.50 টাকা ।

বছরে 12টি সিলিন্ডারের উপর ভর্তুকি দেয় সরকার । তার থেকে বেশি সংখ্যক গ্যাসের সিলিন্ডার কিনতে হলে বাজার দরে কিনতে হয় । সাধারণত ডলার ও তেলের দামের ওঠানামার উপর নির্ভর করে রান্নার গ্যাসের সিলিন্ডারের বাজার দর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.