ETV Bharat / bharat

কেন্দ্র চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে পশ্চিমবঙ্গে : অধীর - পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন

কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি বলেন, "পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ । কেন্দ্র চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে ।" তবে, BJP-র দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।

অধীর
author img

By

Published : Oct 11, 2019, 2:47 PM IST

দিল্লি, 11 অক্টোবর : এতদিন দাবি ছিল BJP-র । বারবার অভিযোগ তোলা হচ্ছিল, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে । একাধিক নেতা আড়ালে-আবডালে বলছিলেন, "পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার ।" এবার একই কথা বললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি বলেন, "পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ । কেন্দ্র চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে ।" তবে, BJP-র দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।

অধীরের বক্তব্য, "রাজ্য BJP নেতারা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাইছেন । যদি পরিস্থিতি এরকমভাবে খারাপ হতে থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জরুরি । কিন্তু, আমাদের প্রশ্ন, BJP নেতারা এ বিষয়টি আদৌ গুরুত্ব সহকারে দেখছেন তো ?" তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই চিটফান্ড তদন্তে ভাটা পড়েছে । দু'জনের মধ্যে কি তাহলে কোনও চুক্তি হয়েছে ?"

দুর্গাপুজোর দশমীর দিন সকালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে স্ত্রী, সন্তানসহ খুন হন RSS কর্মী বন্ধুপ্রকাশ পাল । এরপর গর্জে ওঠে বিভিন্ন মহল । ঘটনার CBI তদন্তের দাবিতে মুখর হয় BJP । RSS নেতারা, রাষ্ট্রপতি শাসনের দাবি তোলেন । একই দাবি তোলে VHP । বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষনেতা অলোক কুমার বলেন, "পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই । বিরোধীদের বাড়ি ভেঙে, লুটপাট চালিয়ে, ধর্ষণ-খুন করে কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে । আমার মনে হয়, কেন্দ্রীয় সরকারের এখনই দেখা উচিত, রাজ্য সরকার ভারতীয় সংবিধান মেনে সরকার চালাবে না কি এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে ।"

দিল্লি, 11 অক্টোবর : এতদিন দাবি ছিল BJP-র । বারবার অভিযোগ তোলা হচ্ছিল, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে । একাধিক নেতা আড়ালে-আবডালে বলছিলেন, "পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার ।" এবার একই কথা বললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি বলেন, "পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ । কেন্দ্র চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে ।" তবে, BJP-র দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।

অধীরের বক্তব্য, "রাজ্য BJP নেতারা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাইছেন । যদি পরিস্থিতি এরকমভাবে খারাপ হতে থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জরুরি । কিন্তু, আমাদের প্রশ্ন, BJP নেতারা এ বিষয়টি আদৌ গুরুত্ব সহকারে দেখছেন তো ?" তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই চিটফান্ড তদন্তে ভাটা পড়েছে । দু'জনের মধ্যে কি তাহলে কোনও চুক্তি হয়েছে ?"

দুর্গাপুজোর দশমীর দিন সকালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে স্ত্রী, সন্তানসহ খুন হন RSS কর্মী বন্ধুপ্রকাশ পাল । এরপর গর্জে ওঠে বিভিন্ন মহল । ঘটনার CBI তদন্তের দাবিতে মুখর হয় BJP । RSS নেতারা, রাষ্ট্রপতি শাসনের দাবি তোলেন । একই দাবি তোলে VHP । বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষনেতা অলোক কুমার বলেন, "পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই । বিরোধীদের বাড়ি ভেঙে, লুটপাট চালিয়ে, ধর্ষণ-খুন করে কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে । আমার মনে হয়, কেন্দ্রীয় সরকারের এখনই দেখা উচিত, রাজ্য সরকার ভারতীয় সংবিধান মেনে সরকার চালাবে না কি এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে ।"

Mumbai, Oct 11 (ANI): Superstar Salman Khan was spotted in 'city of dreams', Mumbai. Khan was seen interacting with fans during his day out. He has recently wrapped up shooting for 'Dabangg 3'. It is a sequel to the 2012 film 'Dabangg 2' and the third installment of Dabangg film series. Helmed by Prabhu Deva, 'Dabangg 3' will hit theaters on Dec 20.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.