ETV Bharat / bharat

সমান অধিকার, ক্ষমতা, সুবিধা ভোগ করবে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষ : রাষ্ট্রপতি

author img

By

Published : Aug 14, 2019, 7:45 PM IST

স্বাধীনতার দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তিনি বলেন, "সম্প্রতি যে পরিবর্তন হয়েছে তার ফলে জম্মু কাশ্মীর  ও লাদাখ উপকৃত হবে । সেখানকার মানুষ দেশের অন্য জায়গার মতো সমান অধিকার, ক্ষমতা, সুবিধা ভোগ করবে ।"

রামনাথ কোবিন্দ-ফাইল ছবি


দিল্লি, 14 অগাস্ট : স্বাধীনতার দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । সেখানে তিনি তুলে ধরেন তিল তালাক ও জম্মু কাশ্মীর প্রসঙ্গ ।

রাষ্ট্রপতি বলেন, "সম্প্রতি যে পরিবর্তন হয়েছে তার ফলে জম্মু কাশ্মীর ও লাদাখ উপকৃত হবে । সেখানকার মানুষ দেশের অন্য জায়গার মতো সমান অধিকার, ক্ষমতা, সুবিধা ভোগ করবে ।"


দিল্লি, 14 অগাস্ট : স্বাধীনতার দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । সেখানে তিনি তুলে ধরেন তিল তালাক ও জম্মু কাশ্মীর প্রসঙ্গ ।

রাষ্ট্রপতি বলেন, "সম্প্রতি যে পরিবর্তন হয়েছে তার ফলে জম্মু কাশ্মীর ও লাদাখ উপকৃত হবে । সেখানকার মানুষ দেশের অন্য জায়গার মতো সমান অধিকার, ক্ষমতা, সুবিধা ভোগ করবে ।"

New Delhi, Aug 14 (ANI): Name plate of Sonia Gandhi as the Congress president was put up at AICC headquarters on August 14. Her poster was also put up outside the Congress headquarters. Sonia Gandhi was chosen as the interim chief of the party by Congress Working Committee. The post was earlier held by her son Rahul Gandhi, who had succeeded her in 2017.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.