মালাপ্পুরম (কেরালা), 29 জুন : নদীর তীরে সন্তান প্রসব করলেন এক যুবতি । কেরালার মালাপ্পুরম জেলার মুন্ডিরি ভানিয়ামপুঝা এলাকার ঘটনা । বন্যায় সেতু ভেসে যাওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি তাঁকে । ফলে নদীর তীরেই সন্তান প্রসব করেন তিনি ।
বছর 27-এর ওই যুবতিকে ভানিয়ামপুঝা কলোনি থেকে চলিয়র নদীর ইরুতুকুঠি ঘাটে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় । এরপর নদী পেরিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছনোর জন্য তাঁকে একটি অস্থায়ী ভেলায় চাপানো হয় । তাঁর সঙ্গে থাকা আত্মীয়রা বাজিকাদাভুর কাছে এসে অ্যাম্বুলেন্সে খবর দেন । কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয় । এরপর নদীর তীরের একটি জায়গার চারপাশে কাপড় বেঁধে দেন তাঁর আত্মীয়রা । সেখানেই তিনি জন্ম দেন কন্যাসন্তানের । ইতিমধ্যেই চলে আসে অ্যাম্বুলেন্সও । ওই অ্যাম্বুলেন্সে আসা নার্স প্রসূতিকে প্রাথমিক চিকিৎসা করে নীলামপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন ।
দীর্ঘদিন ওই এলাকার বাসিন্দারা নদীর উপর সেতু তৈরির দাবি জানাচ্ছেন । পঞ্চায়েত ভোটের সময়ও এই একই দাবি তোলা হয় ।