পটনা, 29 জুলাই : পটনায় নিজের অফিস বন্ধ করে দিলেন প্রশান্ত কিশোর । 50 জন সদস্যকে নিয়ে বিহারে "বাত বিহার কি" প্রচার শুরু করেছিলেন তিনি ।
তাঁর দলের সদস্য শিবাজি জানিয়েছেন, কয়েক মাস আগে "বাত বিহার কি"-র মাধ্যমে প্রশান্ত কিশোর আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচারের কাজ শুরু করেছিলেন । তবে লকডাউন চলায় প্রচারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি । দলের বেশিরভাগ সদস্যকে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে স্থানান্তরিত করা হয়েছে । পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে পটনার অফিস ।
2015 সালে বিহার বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রশান্ত কিশোর । তা দেখে নীতীশ কুমার তাঁকে দলের গুরুত্বপূর্ণ পদে বসান । পরে একাধিক ইশুতে মতবিরোধ হওয়ায় দল ছাড়েন তিনি ।