পটনা, 29 জানুয়ারি : জনতা দল ইউনাইটেড (JDU) থেকে বহিষ্কার করা হল প্রশান্ত কিশোরকে । দল বিরোধী কাজের জন্য এই বহিষ্কার বলে জানিয়েছে JDU ৷ একই কারণ দেখিয়ে দল থেকে বের করে দেওয়া হয়েছে পবন বর্মাকে ৷
CAA-কে সমর্থন ইশুতে JDU সুপ্রিমো নীতিশ কুমারের সঙ্গে প্রশান্ত কিশোরের দ্বন্দ্ব শুরু হয়েছিল ৷ তারপর থেকেই JDU-তে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয় ৷ দল থেকে বহিষ্কার করা হতে পারে প্রশান্তকে, এমন ইঙ্গিতও পাওয়া যায় ৷ সেই ইঙ্গিতই আজ সত্যি হল ৷ প্রশান্ত কিশোর ও পবন বর্মাকে দল থেকে বহিষ্কার করল JDU ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে CAA নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন নীতিশ কুমার ৷ দিল্লি বিধানসভা নির্বাচনে BJP-র সঙ্গে জোট করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পবন বর্মা ৷ তার প্রেক্ষিতে নীতিশ বলেন, কেউ চাইলে দল ছাড়তে পারেন ৷
2018 থেকে জনতা দল ইউনাইটেডের গুরুত্বপূর্ণ পদে ছিলেন প্রশান্ত কিশোর । দলের জোটসঙ্গী BJP-র CAA ও NRC-র বিরোধিতা করেছিলেন তিনি । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণও করেন প্রশান্ত ৷ অমিত শাহকে আক্রমণ করে তিনি লেখেন, যে ঔদ্ধত্যের সঙ্গে তিনি NRC-CAA-এর কথা ঘোষণা করেছেন, সাহস থাকলে তিনি এই আইন প্রয়োগ করে দেখান ৷ প্রশান্ত কিশোরের এই মন্তব্যের নিন্দা করে BJP-র মুখপাত্র নিখিল আনন্দ জানিয়েছিলেন, ''লোকসভা ও রাজ্যসভাতে CAA বা নয়া নাগরিকত্ব বিল পাশের জন্য নীতীশ কুমার ও তাঁর দলের সমর্থনকে ধন্যবাদ জানাচ্ছি ৷ ভারতের প্রতিটি রাজ্যে CAA জারি হবে, এই বিষয়ে কোনও সংশয় নেই ৷ বিহার সরকার ইতিমধ্যেই 2020 সালে হতে চলা NPR সংক্রান্ত নোটিশ জারি করেছে ৷''এরপর নীতিশ কুমার দাবি করেন, অমিত শাহর অনুরোধেই প্রশান্তকে দলে নিয়েছিলেন তিনি । এই দাবিকে মিথ্যা বলেন প্রশান্ত । টুইট করে লেখেন, 'আপনার কথা সত্যি হলেও কেউ কি বিশ্বাস করবে?' প্রশান্ত কিশোরের উদ্দেশে তখন নীতিশ বার্তা দেন, "দলে থাকলে দলের গঠনতন্ত্র মেনে চলতে হবে ।"
এদিকে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রশান্তের টুইট, "মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখার জন্য আপনার প্রতি আমার শুভেচ্ছা ।"