দিল্লি, 10 অগাস্ট : সফলভাবে সম্পন্ন হল প্রণব মুখোপাধ্যায়ের মাথার অস্ত্রোপচার । সূত্রের খবর, মাথায় রক্ত জমাট বেঁধেছিল প্রাক্তন রাষ্ট্রপতির । তার অস্ত্রোপচার করা হয় । একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবর সামনে এনেছে সংবাদসংস্থা PTI । প্রণব মুখোপাধ্যায় বর্তমানে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন ।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির মাথার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে । জমাট বাঁধা রক্ত বের করা গেছে । পর্যবেক্ষণে রয়েছেন তিনি ।
প্রসঙ্গত, আজ সকালেই নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর টুইটবার্তার মাধ্যমে জানান প্রণববাবু । ওই হাসপাতালে ভরতিও হন । টুইটবার্তায় তিনি লেখেন, অন্য কারণে হাসপাতাল এসেছিলেন । সেখানে কোরোনা পরীক্ষা করান । তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।
2004 সালে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর থেকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন প্রণব মুখোপাধ্যায় ।
প্রণব মুখোপাধ্য়ায়ের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতিসহ দেশের একাধিক বিশিষ্টজন, নেতা ও মন্ত্রী । প্রণববাবুর স্বাস্থ্য নিয়ে তাঁর মেয়ের সাথে কথা বলেছেন রাষ্ট্রপতি । অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়রা আরোগ্য কামনা করে টুইট করেছেন ।