লাদাখ, 16 জুন : লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষ ৷ সেনা সূত্রে খবর, সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিনজন ৷ যার মধ্যে এক আধিকারিক ও দু'জন জওয়ান রয়েছেন ৷ এই ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে রাজনৈতিকমহল ৷
ভারত-চিন সংঘর্ষ নিয়ে ইতিমধ্যে টুইট করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ টুইটারে তিনি লেখেন, "উত্তেজনা প্রশমন প্রক্রিয়া" চলাকালীন যদি ভারতীয় সেনার আধিকারিক ও দু'জন জওয়ানের মৃত্যু হয়ে থাকে তাহলে ভাবুন আগে সেখানে কী পরিস্থিতি ছিল । বর্তমান পরিস্থিতিতে যখন সরকারের কার্যকলাপ নিয়ে প্রশ্ন করলেই দেশবিরোধী বলা হচ্ছে ঠিক তখনই এই ঘটনাটা ঘটল ৷ "
-
If the Chinese shoot dead an Indian army colonel & two jawans during a “de-escalation process” imagine how escalated the situation must be in the first place. This is what happens when the media propagates the government line that asking questions is anti-national.
— Omar Abdullah (@OmarAbdullah) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">If the Chinese shoot dead an Indian army colonel & two jawans during a “de-escalation process” imagine how escalated the situation must be in the first place. This is what happens when the media propagates the government line that asking questions is anti-national.
— Omar Abdullah (@OmarAbdullah) June 16, 2020If the Chinese shoot dead an Indian army colonel & two jawans during a “de-escalation process” imagine how escalated the situation must be in the first place. This is what happens when the media propagates the government line that asking questions is anti-national.
— Omar Abdullah (@OmarAbdullah) June 16, 2020
ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা আধিকারিক ও জওয়ানদের মৃত্যু নিয়ে সরব হয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরিও ৷ তিনি এই ঘটনায় চিনের বিরুদ্ধে প্রত্যাঘাতের দাবি জানিয়েছেন ৷ অধীর চৌধুরি প্রধানমন্ত্রীর দপ্তরকে উল্লেখ করে টুইট করেন, "সেনা আধিকারিক-সহ আমাদের সেনা জওয়ানরা চিনা আগ্রাসনের শিকার হয়েছেন ৷ আমরা এই ঘটনার উপযুক্ত প্রত্যাঘাত, প্রত্যাঘাত, প্রত্যাঘাত চাই ৷" একইসঙ্গে তিনি এই ঘটনায় টুইট করে শহিদ ভারতীয় সেনার আধিকারিক ও জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ৷ তিনি লেখেন, "আমি তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যাঁরা আমাদের মাতৃভূমির জন্য সাহসিকতার সঙ্গে নিজের জীবন দান করেছেন ৷ "
-
Our Army Jawans including Colonel have been fallen victims to unscrupulous Chinese aggression. @PMOIndia we need befitting retaliation, retaliation, retaliation!
— Adhir Chowdhury (@adhirrcinc) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
I pay my homage to the brave souls who have laid down their precious lives for the sake of Our Motherland
">Our Army Jawans including Colonel have been fallen victims to unscrupulous Chinese aggression. @PMOIndia we need befitting retaliation, retaliation, retaliation!
— Adhir Chowdhury (@adhirrcinc) June 16, 2020
I pay my homage to the brave souls who have laid down their precious lives for the sake of Our MotherlandOur Army Jawans including Colonel have been fallen victims to unscrupulous Chinese aggression. @PMOIndia we need befitting retaliation, retaliation, retaliation!
— Adhir Chowdhury (@adhirrcinc) June 16, 2020
I pay my homage to the brave souls who have laid down their precious lives for the sake of Our Motherland
অন্যদিকে সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারত-চিন সেনার হাতাহাতিতে দু'পক্ষই হতাহত হয়েছে ৷ সেনাসূত্রে খবর, ভারতীয় সেনাকর্মীদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়নি ৷ চিনা জওয়ানদের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু হয়েছে ৷
পূর্ব লাদাখের প্যাঙ্গং Tso, গালওয়ান ভ্যালি, ডেমচক ও দাউলাত বেগ ওলডিতে বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারত-চিনা সেনার মধ্যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল ৷ চিনা সেনার কয়েকজন কর্মী প্যাঙ্গং Tso-র মতো বেশ কিছু জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে শোনা যায় ৷ পরে শোনা যায়, পূর্ব লাদাখের এই এলাকাগুলি থেকে চিনা সেনারা সরে গিয়েছিল ৷ ভারতের তরফেও সেনাবাহিনী ও যুদ্ধযান সরিয়ে নেওয়া হয়েছিল ৷ তার মধ্যেই নতুন করে উত্তেজনা ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় ৷