ETV Bharat / bharat

চিনকে প্রত্যাঘাতের দাবি

লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিনজন ৷ যার মধ্যে একজন আধিকারিক ও দু'জন জওয়ান রয়েছেন ৷ এই ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে রাজনৈতিকমহল ৷

India and China
ফাইল ফোটো
author img

By

Published : Jun 16, 2020, 3:33 PM IST

Updated : Jun 16, 2020, 3:43 PM IST

লাদাখ, 16 জুন : লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষ ৷ সেনা সূত্রে খবর, সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিনজন ৷ যার মধ্যে এক আধিকারিক ও দু'জন জওয়ান রয়েছেন ৷ এই ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে রাজনৈতিকমহল ৷

ভারত-চিন সংঘর্ষ নিয়ে ইতিমধ্যে টুইট করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ টুইটারে তিনি লেখেন, "উত্তেজনা প্রশমন প্রক্রিয়া" চলাকালীন যদি ভারতীয় সেনার আধিকারিক ও দু'জন জওয়ানের মৃত্যু হয়ে থাকে তাহলে ভাবুন আগে সেখানে কী পরিস্থিতি ছিল । বর্তমান পরিস্থিতিতে যখন সরকারের কার্যকলাপ নিয়ে প্রশ্ন করলেই দেশবিরোধী বলা হচ্ছে ঠিক তখনই এই ঘটনাটা ঘটল ৷ "

  • If the Chinese shoot dead an Indian army colonel & two jawans during a “de-escalation process” imagine how escalated the situation must be in the first place. This is what happens when the media propagates the government line that asking questions is anti-national.

    — Omar Abdullah (@OmarAbdullah) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা আধিকারিক ও জওয়ানদের মৃত্যু নিয়ে সরব হয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরিও ৷ তিনি এই ঘটনায় চিনের বিরুদ্ধে প্রত্যাঘাতের দাবি জানিয়েছেন ৷ অধীর চৌধুরি প্রধানমন্ত্রীর দপ্তরকে উল্লেখ করে টুইট করেন, "সেনা আধিকারিক-সহ আমাদের সেনা জওয়ানরা চিনা আগ্রাসনের শিকার হয়েছেন ৷ আমরা এই ঘটনার উপযুক্ত প্রত্যাঘাত, প্রত্যাঘাত, প্রত্যাঘাত চাই ৷" একইসঙ্গে তিনি এই ঘটনায় টুইট করে শহিদ ভারতীয় সেনার আধিকারিক ও জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ৷ তিনি লেখেন, "আমি তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যাঁরা আমাদের মাতৃভূমির জন্য সাহসিকতার সঙ্গে নিজের জীবন দান করেছেন ৷ "

  • Our Army Jawans including Colonel have been fallen victims to unscrupulous Chinese aggression. @PMOIndia we need befitting retaliation, retaliation, retaliation!

    I pay my homage to the brave souls who have laid down their precious lives for the sake of Our Motherland

    — Adhir Chowdhury (@adhirrcinc) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারত-চিন সেনার হাতাহাতিতে দু'পক্ষই হতাহত হয়েছে ৷ সেনাসূত্রে খবর, ভারতীয় সেনাকর্মীদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়নি ৷ চিনা জওয়ানদের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু হয়েছে ৷

পূর্ব লাদাখের প্যাঙ্গং Tso, গালওয়ান ভ্যালি, ডেমচক ও দাউলাত বেগ ওলডিতে বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারত-চিনা সেনার মধ্যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল ৷ চিনা সেনার কয়েকজন কর্মী প্যাঙ্গং Tso-র মতো বেশ কিছু জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে শোনা যায় ৷ পরে শোনা যায়, পূর্ব লাদাখের এই এলাকাগুলি থেকে চিনা সেনারা সরে গিয়েছিল ৷ ভারতের তরফেও সেনাবাহিনী ও যুদ্ধযান সরিয়ে নেওয়া হয়েছিল ৷ তার মধ্যেই নতুন করে উত্তেজনা ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় ৷

লাদাখ, 16 জুন : লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষ ৷ সেনা সূত্রে খবর, সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিনজন ৷ যার মধ্যে এক আধিকারিক ও দু'জন জওয়ান রয়েছেন ৷ এই ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে রাজনৈতিকমহল ৷

ভারত-চিন সংঘর্ষ নিয়ে ইতিমধ্যে টুইট করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ টুইটারে তিনি লেখেন, "উত্তেজনা প্রশমন প্রক্রিয়া" চলাকালীন যদি ভারতীয় সেনার আধিকারিক ও দু'জন জওয়ানের মৃত্যু হয়ে থাকে তাহলে ভাবুন আগে সেখানে কী পরিস্থিতি ছিল । বর্তমান পরিস্থিতিতে যখন সরকারের কার্যকলাপ নিয়ে প্রশ্ন করলেই দেশবিরোধী বলা হচ্ছে ঠিক তখনই এই ঘটনাটা ঘটল ৷ "

  • If the Chinese shoot dead an Indian army colonel & two jawans during a “de-escalation process” imagine how escalated the situation must be in the first place. This is what happens when the media propagates the government line that asking questions is anti-national.

    — Omar Abdullah (@OmarAbdullah) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা আধিকারিক ও জওয়ানদের মৃত্যু নিয়ে সরব হয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরিও ৷ তিনি এই ঘটনায় চিনের বিরুদ্ধে প্রত্যাঘাতের দাবি জানিয়েছেন ৷ অধীর চৌধুরি প্রধানমন্ত্রীর দপ্তরকে উল্লেখ করে টুইট করেন, "সেনা আধিকারিক-সহ আমাদের সেনা জওয়ানরা চিনা আগ্রাসনের শিকার হয়েছেন ৷ আমরা এই ঘটনার উপযুক্ত প্রত্যাঘাত, প্রত্যাঘাত, প্রত্যাঘাত চাই ৷" একইসঙ্গে তিনি এই ঘটনায় টুইট করে শহিদ ভারতীয় সেনার আধিকারিক ও জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ৷ তিনি লেখেন, "আমি তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যাঁরা আমাদের মাতৃভূমির জন্য সাহসিকতার সঙ্গে নিজের জীবন দান করেছেন ৷ "

  • Our Army Jawans including Colonel have been fallen victims to unscrupulous Chinese aggression. @PMOIndia we need befitting retaliation, retaliation, retaliation!

    I pay my homage to the brave souls who have laid down their precious lives for the sake of Our Motherland

    — Adhir Chowdhury (@adhirrcinc) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারত-চিন সেনার হাতাহাতিতে দু'পক্ষই হতাহত হয়েছে ৷ সেনাসূত্রে খবর, ভারতীয় সেনাকর্মীদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়নি ৷ চিনা জওয়ানদের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু হয়েছে ৷

পূর্ব লাদাখের প্যাঙ্গং Tso, গালওয়ান ভ্যালি, ডেমচক ও দাউলাত বেগ ওলডিতে বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারত-চিনা সেনার মধ্যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল ৷ চিনা সেনার কয়েকজন কর্মী প্যাঙ্গং Tso-র মতো বেশ কিছু জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে শোনা যায় ৷ পরে শোনা যায়, পূর্ব লাদাখের এই এলাকাগুলি থেকে চিনা সেনারা সরে গিয়েছিল ৷ ভারতের তরফেও সেনাবাহিনী ও যুদ্ধযান সরিয়ে নেওয়া হয়েছিল ৷ তার মধ্যেই নতুন করে উত্তেজনা ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় ৷

Last Updated : Jun 16, 2020, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.