ETV Bharat / bharat

70-এ পা, টুইটারে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা-বার্তা প্রধানমন্ত্রীকে - নরেন্দ্র মোদির 70তম জন্মদিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন বিশিষ্টরা।

৭০th birthday of Narendra Modi
নরেন্দ্র মোদির 70তম জন্মদিন
author img

By

Published : Sep 17, 2020, 9:25 AM IST

দিল্লি, 17 সেপ্টেম্বর : 70-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যরা । নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি-ও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ।

রাষ্ট্রপতি টুইটারে লেখেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা । আপনি ভারতের জীবনবোধ ও গণতন্ত্রের পরম্পরাকে নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন । সর্বদা সুস্থ ও আনন্দে থাকুন ।"

  • प्रधानमंत्री @narendramodi जी को जन्मदिन की हार्दिक बधाई और शुभकामनाएं। आपने भारत के जीवन-मूल्यों व लोकतांत्रिक परंपरा में निष्ठा का आदर्श प्रस्तुत किया है। मेरी शुभेच्छा और प्रार्थना है कि ईश्वर आपको सदा स्वस्थ व सानन्द रखे तथा राष्ट्र को आपकी अमूल्य सेवाएं प्राप्त होती रहें।

    — President of India (@rashtrapatibhvn) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, "রাষ্ট্রসেবা ও দরিদ্র কল্যাণে নিযুক্ত দেশের মহান নেতাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা । কয়েক দশক ধরে নিজেদের অধিকার থেকে বঞ্চিত মানুষকে তাঁদের প্রাপ্য দিয়েছেন আপনি । মজবুত, সুরক্ষিত ও আত্মনির্ভর ভারতের জন্য নিজেকে সঁপে দেওয়া নরেন্দ্র মোদিজি-কে জন্মদিনের শুভেচ্ছা ।"

  • राष्ट्रसेवा और गरीब कल्याण के प्रति समर्पित देश के सर्वप्रिय नेता प्रधानमंत्री श्री @narendramodi जी को जन्मदिन की शुभकामनाएं।

    मोदी जी के रूप में देश को एक ऐसा नेतृत्व मिला है जिसने लोक-कल्याणकारी नीतियों से वंचित वर्ग को विकास की मुख्यधारा से जोड़ा और एक मजबूत भारत की नींव रखी।

    — Amit Shah (@AmitShah) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, "নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত উপকৃত হয়েছে । তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের কামনা করি ।"

  • Greetings and warm wishes to PM Shri @narendramodi on his birthday. India has benefited tremendously from his astute leadership, firm conviction &decisive action. He has been working assiduously towards empowering the poor & marginalised. Praying for his good health and long life

    — Rajnath Singh (@rajnathsingh) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি টুইটারে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন । পাশাপাশি একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ।

  • Warm greetings to Prime Minister Shri @narendramodi ji on the auspicious occasion of your birthday. I wish you good health and happiness.

    We will continue working closely together to further strengthen relations between our two countries.

    — K P Sharma Oli (@kpsharmaoli) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ থেকে 'সেবা সপ্তাহ' পালন করবে BJP । দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা একথা জানিয়েছেন । দেশের সমস্ত জেলার 70 জায়গায় সেবা সপ্তাহের পাশাপাশি বৃক্ষরোপণ উৎসব পালিত হবে বলে BJP সূত্রে খবর ।

দিল্লি, 17 সেপ্টেম্বর : 70-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যরা । নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি-ও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ।

রাষ্ট্রপতি টুইটারে লেখেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা । আপনি ভারতের জীবনবোধ ও গণতন্ত্রের পরম্পরাকে নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন । সর্বদা সুস্থ ও আনন্দে থাকুন ।"

  • प्रधानमंत्री @narendramodi जी को जन्मदिन की हार्दिक बधाई और शुभकामनाएं। आपने भारत के जीवन-मूल्यों व लोकतांत्रिक परंपरा में निष्ठा का आदर्श प्रस्तुत किया है। मेरी शुभेच्छा और प्रार्थना है कि ईश्वर आपको सदा स्वस्थ व सानन्द रखे तथा राष्ट्र को आपकी अमूल्य सेवाएं प्राप्त होती रहें।

    — President of India (@rashtrapatibhvn) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, "রাষ্ট্রসেবা ও দরিদ্র কল্যাণে নিযুক্ত দেশের মহান নেতাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা । কয়েক দশক ধরে নিজেদের অধিকার থেকে বঞ্চিত মানুষকে তাঁদের প্রাপ্য দিয়েছেন আপনি । মজবুত, সুরক্ষিত ও আত্মনির্ভর ভারতের জন্য নিজেকে সঁপে দেওয়া নরেন্দ্র মোদিজি-কে জন্মদিনের শুভেচ্ছা ।"

  • राष्ट्रसेवा और गरीब कल्याण के प्रति समर्पित देश के सर्वप्रिय नेता प्रधानमंत्री श्री @narendramodi जी को जन्मदिन की शुभकामनाएं।

    मोदी जी के रूप में देश को एक ऐसा नेतृत्व मिला है जिसने लोक-कल्याणकारी नीतियों से वंचित वर्ग को विकास की मुख्यधारा से जोड़ा और एक मजबूत भारत की नींव रखी।

    — Amit Shah (@AmitShah) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, "নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত উপকৃত হয়েছে । তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের কামনা করি ।"

  • Greetings and warm wishes to PM Shri @narendramodi on his birthday. India has benefited tremendously from his astute leadership, firm conviction &decisive action. He has been working assiduously towards empowering the poor & marginalised. Praying for his good health and long life

    — Rajnath Singh (@rajnathsingh) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি টুইটারে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন । পাশাপাশি একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ।

  • Warm greetings to Prime Minister Shri @narendramodi ji on the auspicious occasion of your birthday. I wish you good health and happiness.

    We will continue working closely together to further strengthen relations between our two countries.

    — K P Sharma Oli (@kpsharmaoli) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ থেকে 'সেবা সপ্তাহ' পালন করবে BJP । দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা একথা জানিয়েছেন । দেশের সমস্ত জেলার 70 জায়গায় সেবা সপ্তাহের পাশাপাশি বৃক্ষরোপণ উৎসব পালিত হবে বলে BJP সূত্রে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.