ETV Bharat / bharat

সল্টলেকে বহুতলে নির্মাণে ঝাড়খণ্ডের নেতা টাকা লাগিয়েছেন, দাবি BJP সাংসদের

author img

By

Published : Jul 3, 2020, 7:59 PM IST

আজ হতিয়াপাথর গ্রামে প্রাক্তনমন্ত্রী লুইস মারাণ্ডির সঙ্গে দেখা করেন গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে । সেখানেই তিনি বলেন, সল্টলেকে 22 তলা বিল্ডিংয় নির্মাণে ঝাড়খণ্ডের এক নেতা টাকা লাগিয়েছেন ।

নিশিকান্ত দুবে
নিশিকান্ত দুবে

দুমকা, 3 জুলাই : সল্টলেকে 22 তলা বিল্ডিংয় নির্মাণে ঝাড়খণ্ডের এক নেতা টাকা লাগিয়েছেন । মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে আমার আবেদন, তিনি যেন বিষয়টির তদন্ত করেন । কোন নেতা এই কাজে জড়িত রয়েছে, সেই বিষয়টিও যেন খতিয়ে দেখা হয় । আজ একথা বলেন ঝাড়খণ্ডের গোড্ডার BJP সাংসদ নিশিকান্ত দুবে ।

দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার জন্য দুমকা বিমানবন্দরে যাচ্ছিলেন BJP সাংসদ । পথে হতিয়াপাথর গ্রামে প্রাক্তনমন্ত্রী লুইস মারাণ্ডির সঙ্গে দেখা করতে যান তিনি । সেখানেই তিনি বলেন, "সল্টলেকে অমিত আগরওয়ালের 22 তলা বিল্ডিং নির্মিত হচ্ছে । সেখানে ঝাড়খণ্ডের এক নেতা বহু টাকা লাগিয়েছেন । মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে আমার আবেদন, তিনি যেন বিষয়টি খতিয়ে দেখেন । পুরো ঘটনার যেন পূর্ণাঙ্গ তদন্ত করা হয় । এনিয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি । CBI ও ED-র কাছেও আবেদন জানিয়েছি ।"

তিনি আরও বলেন, "অমিত আগরওয়াল ও তার কাকার ছেলে বিনীত আগরওয়াল রাঁচি ও তার আশপাশের এলাকায় 300 থেকে 400 একর জমি কিনেছেন । বাইরের লোককে এখানে জমি কিনতে কে সাহায্য করেছে ? তাছাড়া স্থানীয় একটি পার্টি ফান্ডেও অমিত আগরওয়ালের কম্পানির নাম জড়িয়েছে । অথচ অমিত আগরওয়াল প্রায়ই বলেন, তাঁর কম্পানি অনুৎপাদক সম্পদ । এই সমস্ত ঘটনার সম্পূর্ণ তদন্ত চাই । সাতদিনের মধ্যে প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা না নেওয়া হলে আমি জনস্বার্থে মামলা দায়ের করব । "

দুমকা, 3 জুলাই : সল্টলেকে 22 তলা বিল্ডিংয় নির্মাণে ঝাড়খণ্ডের এক নেতা টাকা লাগিয়েছেন । মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে আমার আবেদন, তিনি যেন বিষয়টির তদন্ত করেন । কোন নেতা এই কাজে জড়িত রয়েছে, সেই বিষয়টিও যেন খতিয়ে দেখা হয় । আজ একথা বলেন ঝাড়খণ্ডের গোড্ডার BJP সাংসদ নিশিকান্ত দুবে ।

দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার জন্য দুমকা বিমানবন্দরে যাচ্ছিলেন BJP সাংসদ । পথে হতিয়াপাথর গ্রামে প্রাক্তনমন্ত্রী লুইস মারাণ্ডির সঙ্গে দেখা করতে যান তিনি । সেখানেই তিনি বলেন, "সল্টলেকে অমিত আগরওয়ালের 22 তলা বিল্ডিং নির্মিত হচ্ছে । সেখানে ঝাড়খণ্ডের এক নেতা বহু টাকা লাগিয়েছেন । মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে আমার আবেদন, তিনি যেন বিষয়টি খতিয়ে দেখেন । পুরো ঘটনার যেন পূর্ণাঙ্গ তদন্ত করা হয় । এনিয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি । CBI ও ED-র কাছেও আবেদন জানিয়েছি ।"

তিনি আরও বলেন, "অমিত আগরওয়াল ও তার কাকার ছেলে বিনীত আগরওয়াল রাঁচি ও তার আশপাশের এলাকায় 300 থেকে 400 একর জমি কিনেছেন । বাইরের লোককে এখানে জমি কিনতে কে সাহায্য করেছে ? তাছাড়া স্থানীয় একটি পার্টি ফান্ডেও অমিত আগরওয়ালের কম্পানির নাম জড়িয়েছে । অথচ অমিত আগরওয়াল প্রায়ই বলেন, তাঁর কম্পানি অনুৎপাদক সম্পদ । এই সমস্ত ঘটনার সম্পূর্ণ তদন্ত চাই । সাতদিনের মধ্যে প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা না নেওয়া হলে আমি জনস্বার্থে মামলা দায়ের করব । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.