মিরাট, 27 জানুয়ারি : পোলিও টীকাকরণে গেছিলেন । এলাকায় রটে যায়, তাঁরা নাকি NPR-র তথ্য সংগ্রহে এসেছেন । এরপরই স্বাস্থ্যকর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে । উত্তরপ্রদেশের মিরাটের ঘটনা ।
গতকাল মিরাটে পোলিও টীকাকরণ করাতে গেছিলেন একদল স্বাস্থ্যকর্মী । কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় স্থানীয়দের মধ্যে । একাংশের মধ্যে ছড়িয়ে যায় তাঁরা নাকি জাতীয় জনসংখ্যা নথিভুক্তকরণ (NPR) সংক্রান্ত নথি সংগ্রহ করতে এসেছেন । অভিযোগ, তারপরই চড়াও হয় স্থানীয়রা । বেধড়ক মারধর করা হয় স্বাস্থ্যকর্মীদের । উত্তেজিত জনতা একটি ঘরের মধ্যে আটকে রাখে তাঁদের । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । আক্রান্তদের উদ্ধার করে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় ।
ঘটনায় চিফ মেডিকেল অফিসার রাজকুমার বলেন, "গতকাল আমাদের কর্মীরা পোলিও টীকাকরণের জন্য গেছিলেন । সমীক্ষার অংশ হিসেবে শিশুদের কয়েকটি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছিলেন । কিন্তু স্থানীয়দের একাংশ সন্দেহ করে তারা NPR-র জন্য তথ্য নিচ্ছেন । তারপরই এই ঘটনা ।"