ETV Bharat / bharat

NPR তথ্য-সংগ্রাহক সন্দেহে উত্তরপ্রদেশে বেধড়ক মার স্বাস্থ্যকর্মীদের - nrc

উত্তরপ্রদেশের মিরাটের ঘটনা । পোলিও টীকাকরণে এসেছিলেন একদল স্বাস্থ্যকর্মী । স্থানীয়রা সন্দেহ করে, তাঁরা NPR-র তথ্য নিতে এসেছেন। পরে বেধড়ক মারধর করা হয় স্বাস্থ্যকর্মীদের।

ছবি
ছবি
author img

By

Published : Jan 27, 2020, 9:46 AM IST

মিরাট, 27 জানুয়ারি : পোলিও টীকাকরণে গেছিলেন । এলাকায় রটে যায়, তাঁরা নাকি NPR-র তথ্য সংগ্রহে এসেছেন । এরপরই স্বাস্থ্যকর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে । উত্তরপ্রদেশের মিরাটের ঘটনা ।

গতকাল মিরাটে পোলিও টীকাকরণ করাতে গেছিলেন একদল স্বাস্থ্যকর্মী । কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় স্থানীয়দের মধ্যে । একাংশের মধ্যে ছড়িয়ে যায় তাঁরা নাকি জাতীয় জনসংখ্যা নথিভুক্তকরণ (NPR) সংক্রান্ত নথি সংগ্রহ করতে এসেছেন । অভিযোগ, তারপরই চড়াও হয় স্থানীয়রা । বেধড়ক মারধর করা হয় স্বাস্থ্যকর্মীদের । উত্তেজিত জনতা একটি ঘরের মধ্যে আটকে রাখে তাঁদের । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । আক্রান্তদের উদ্ধার করে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় ।

ঘটনায় চিফ মেডিকেল অফিসার রাজকুমার বলেন, "গতকাল আমাদের কর্মীরা পোলিও টীকাকরণের জন্য গেছিলেন । সমীক্ষার অংশ হিসেবে শিশুদের কয়েকটি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছিলেন । কিন্তু স্থানীয়দের একাংশ সন্দেহ করে তারা NPR-র জন্য তথ্য নিচ্ছেন । তারপরই এই ঘটনা ।"

মিরাট, 27 জানুয়ারি : পোলিও টীকাকরণে গেছিলেন । এলাকায় রটে যায়, তাঁরা নাকি NPR-র তথ্য সংগ্রহে এসেছেন । এরপরই স্বাস্থ্যকর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে । উত্তরপ্রদেশের মিরাটের ঘটনা ।

গতকাল মিরাটে পোলিও টীকাকরণ করাতে গেছিলেন একদল স্বাস্থ্যকর্মী । কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় স্থানীয়দের মধ্যে । একাংশের মধ্যে ছড়িয়ে যায় তাঁরা নাকি জাতীয় জনসংখ্যা নথিভুক্তকরণ (NPR) সংক্রান্ত নথি সংগ্রহ করতে এসেছেন । অভিযোগ, তারপরই চড়াও হয় স্থানীয়রা । বেধড়ক মারধর করা হয় স্বাস্থ্যকর্মীদের । উত্তেজিত জনতা একটি ঘরের মধ্যে আটকে রাখে তাঁদের । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । আক্রান্তদের উদ্ধার করে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় ।

ঘটনায় চিফ মেডিকেল অফিসার রাজকুমার বলেন, "গতকাল আমাদের কর্মীরা পোলিও টীকাকরণের জন্য গেছিলেন । সমীক্ষার অংশ হিসেবে শিশুদের কয়েকটি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছিলেন । কিন্তু স্থানীয়দের একাংশ সন্দেহ করে তারা NPR-র জন্য তথ্য নিচ্ছেন । তারপরই এই ঘটনা ।"

Bhopal (MP), Jan 26 (ANI): Bhopal Gas tragedy activist Abdul Jabbar has been awarded Padma Shri award (posthumously). Jabbar, himself a victim of gas tragedy, fought for the justice of 1984 Bhopal gas tragedy. He organised several protests seeking compensation for the victims and their survivors. Jabbar passed away on November 14, 2019 in Bhopal. Speaking to ANI, his wife Shayara Bano said, "He took up the responsibility of Bhopal gas tragedy victims from the very day it took place." Bhopal gas tragedy took place on the intervening night of December 02 and 03, 1984, after methyl isocyanate gas leaked from a pesticide company. The tragedy claimed lives of over 15000 individuals.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.