ETV Bharat / bharat

সবরীমালা মন্দির খুলল, মহিলা দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিল না কেরালা পুলিশ - 10 জন মহিলা দর্শনার্থীকে সবরীমালা থেকে ফিরিয়ে দেওয়া হয়

আজ অন্ধ্রপ্রদেশ থেকে আসা 10 জন মহিলা দর্শনার্থীকে সবরীমালা থেকে ফিরিয়ে দেওয়া হয় ৷গতকাল কেরালা সরকার জানিয়েছে, মন্দির আন্দোলনের জায়গা নয় ৷ সমাজকর্মী ও আন্দোলনকারীরা মন্দিরে ঢুকতে চাইলে তাঁদের কোনওরকম সুরক্ষা দেবে না রাজ্য প্রশাসন ৷

sabarimala
author img

By

Published : Nov 16, 2019, 7:04 PM IST

Updated : Nov 16, 2019, 7:56 PM IST

তিরুবনন্তপুরম , 15 নভেম্বর : সবরীমালা মন্দিরে ঢুকতে ইচ্ছুক মহিলা দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্ব নেবে না কেরালার রাজ্য পুলিশ ৷ যদিও সবরীমালা মন্দির চত্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷ প্রায় 10 হাজার পুলিশ থাকবে সেখানে ৷ আজ বিকেলে 41 দিনের বার্ষিক তীর্থযাত্রার জন্য খোলা হয়েছে মন্দির ৷ তবে আজ অন্ধ্রপ্রদেশ থেকে আসা 10 জন মহিলা দর্শনার্থীকে সবরীমালা থেকে ফিরিয়ে দেওয়া হয় ৷

গতকাল কেরালা সরকার জানিয়েছে, মন্দির আন্দোলনের জায়গা নয় ৷ সমাজকর্মী ও আন্দোলনকারীরা মন্দিরে ঢুকতে চাইলে তাঁদের কোনওরকম সুরক্ষা দেবে না রাজ্য প্রশাসন ৷ মন্দিরের শতাব্দী প্রাচীন প্রথা অনুযায়ী রজঃস্বলা মহিলাদের (10-50 বছরের) সবরীমালায় প্রবেশাধিকার ছিল না ৷ গতবছর সুপ্রিম কোর্ট জানায় এই প্রথা লিঙ্গবৈষম্যকে সমর্থন করে ৷ তাই শীর্ষ আদালত তার রায়ে মহিলাদের মন্দির প্রাঙ্গণে প্রবেশাধিকারের অনুমতি দেয় । কিন্তু রায় পুনর্বিবেচনার দাবিতে একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট ৷ 14 নভেম্বর শীর্ষ আদালতের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ আবেদনগুলি 7 সদস্যের বেঞ্চে পাঠিয়ে দেয় ৷


এই বিষয়ে গুরুত্বপূর্ণ 10 টি তথ্য :

  • পুলিশ সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ থেকে আসা অন্তত 10 জন মহিলাকে মন্দির থেকে ফেরানো হয় ৷ তাঁরা প্রার্থনার জন্য সবরীমালায় গিয়েছিলেন ৷
  • কেরালার দেবস্বম বোর্ডের মন্ত্রী কাদাকম্পলি সুরেন্দ্রন বলেন , "মন্দির প্রাঙ্গণে আসতে ইচ্ছুক মহিলাদের আদালতের অনুমতিপত্র আনতে হবে ৷ সবরীমালা কোনও আন্দোলনের স্থান নয় ৷ ত্রুপ্তি দেশাইয়ের মতো সমাজকর্মীদের ক্ষমতা প্রদর্শনের জায়গা নয় এই মন্দির প্রাঙ্গণ ৷ "
  • পুনের নারী অধিকার রক্ষী কর্মী ত্রুপ্তি দেশাই গত বছর প্রথা ভেঙে মন্দিরে প্রবেশের চেষ্টা করেছিলেন ৷ তিনি গতকাল বলেন , "আগামী 20 নভেম্বরের পর আমি সবরীমালা মন্দিরে যাব ৷ কেরালার সরকারের কাছে নিরাপত্তা চাইব ৷ যদি রাজ্য নিরাপত্তা না দেয় তবু আমি দর্শনের জন্য মন্দিরে যাব ৷ মন্দির কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে ৷ "
  • প্রথা অনুযায়ী রজঃস্বলা মহিলাদের (10-50 বছরের) সবরীমালায় প্রবেশাধিকার ছিল না ৷ গতবছর সুপ্রিম কোর্ট জানায় এই প্রথা লিঙ্গবৈষম্যকে সমর্থন করে ৷ বেআইনি এবং অসাংবিধানিকও ৷ সু্প্রিম কোর্ট মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার দেয় ৷
  • 2018 সালে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের রায়ের পর তা পুনর্বিবেচনার জন্য 60টিরও বেশি আবেদন আদালতে জমা পড়ে ৷ দাবি করা হয় , ওখানে প্রতিষ্ঠিত দেবতা 'ব্রহ্মচারী' , তাই রজঃস্বলা মহিলাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া উচিত নয় ৷ রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট ৷
  • 14 নভেম্বর পুনর্বিবেচনার আবেদনগুলি সাত বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠানো হয় ৷
  • সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ সদস্যর সাংবিধানিক বেঞ্চে রায় পুনর্বিবেচনার আবেদনগুলির শুনানি হয়েছিল । শুনানি শেষে প্রধান বিচারপতি বলেন, "মহিলাদের কেন সবরীমালায় প্রবেশাধিকার দেওয়া হবে না তা বৃহত্তর বিতর্কের অন্তর্ভুক্ত, যার মধ্যে মুসলিম মহিলাদের মসজিদে ও পার্সি মহিলাদের উপাসনাস্থলে প্রবেশাধিকারের বিষয়টিও রয়েছে । "
  • কেরালা সরকার সুপ্রমি কোর্টের এই বক্তব্যকে সমর্থন করে । কংগ্রেস নেতৃত্বাধীন UDF ও BJP জানিয়েছে, মন্দিরের পুরাতন প্রথা মেনে চলা উচিত ৷
  • সবরীমালায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ প্রায় 10 হাজার পুলিশ থাকবে মন্দির চত্বরে ৷
  • পাম্বা ও নিলাক্কলের বেস ক্যাম্পের মধ্যে 18 কিলোমিটার রাস্তায় দর্শনার্থীদের জন্য 150টি বাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার ৷
    mandir
    সবরীমালা মন্দিরে প্রবেশে বাধা মহিলাদের

তিরুবনন্তপুরম , 15 নভেম্বর : সবরীমালা মন্দিরে ঢুকতে ইচ্ছুক মহিলা দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্ব নেবে না কেরালার রাজ্য পুলিশ ৷ যদিও সবরীমালা মন্দির চত্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷ প্রায় 10 হাজার পুলিশ থাকবে সেখানে ৷ আজ বিকেলে 41 দিনের বার্ষিক তীর্থযাত্রার জন্য খোলা হয়েছে মন্দির ৷ তবে আজ অন্ধ্রপ্রদেশ থেকে আসা 10 জন মহিলা দর্শনার্থীকে সবরীমালা থেকে ফিরিয়ে দেওয়া হয় ৷

গতকাল কেরালা সরকার জানিয়েছে, মন্দির আন্দোলনের জায়গা নয় ৷ সমাজকর্মী ও আন্দোলনকারীরা মন্দিরে ঢুকতে চাইলে তাঁদের কোনওরকম সুরক্ষা দেবে না রাজ্য প্রশাসন ৷ মন্দিরের শতাব্দী প্রাচীন প্রথা অনুযায়ী রজঃস্বলা মহিলাদের (10-50 বছরের) সবরীমালায় প্রবেশাধিকার ছিল না ৷ গতবছর সুপ্রিম কোর্ট জানায় এই প্রথা লিঙ্গবৈষম্যকে সমর্থন করে ৷ তাই শীর্ষ আদালত তার রায়ে মহিলাদের মন্দির প্রাঙ্গণে প্রবেশাধিকারের অনুমতি দেয় । কিন্তু রায় পুনর্বিবেচনার দাবিতে একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট ৷ 14 নভেম্বর শীর্ষ আদালতের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ আবেদনগুলি 7 সদস্যের বেঞ্চে পাঠিয়ে দেয় ৷


এই বিষয়ে গুরুত্বপূর্ণ 10 টি তথ্য :

  • পুলিশ সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ থেকে আসা অন্তত 10 জন মহিলাকে মন্দির থেকে ফেরানো হয় ৷ তাঁরা প্রার্থনার জন্য সবরীমালায় গিয়েছিলেন ৷
  • কেরালার দেবস্বম বোর্ডের মন্ত্রী কাদাকম্পলি সুরেন্দ্রন বলেন , "মন্দির প্রাঙ্গণে আসতে ইচ্ছুক মহিলাদের আদালতের অনুমতিপত্র আনতে হবে ৷ সবরীমালা কোনও আন্দোলনের স্থান নয় ৷ ত্রুপ্তি দেশাইয়ের মতো সমাজকর্মীদের ক্ষমতা প্রদর্শনের জায়গা নয় এই মন্দির প্রাঙ্গণ ৷ "
  • পুনের নারী অধিকার রক্ষী কর্মী ত্রুপ্তি দেশাই গত বছর প্রথা ভেঙে মন্দিরে প্রবেশের চেষ্টা করেছিলেন ৷ তিনি গতকাল বলেন , "আগামী 20 নভেম্বরের পর আমি সবরীমালা মন্দিরে যাব ৷ কেরালার সরকারের কাছে নিরাপত্তা চাইব ৷ যদি রাজ্য নিরাপত্তা না দেয় তবু আমি দর্শনের জন্য মন্দিরে যাব ৷ মন্দির কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে ৷ "
  • প্রথা অনুযায়ী রজঃস্বলা মহিলাদের (10-50 বছরের) সবরীমালায় প্রবেশাধিকার ছিল না ৷ গতবছর সুপ্রিম কোর্ট জানায় এই প্রথা লিঙ্গবৈষম্যকে সমর্থন করে ৷ বেআইনি এবং অসাংবিধানিকও ৷ সু্প্রিম কোর্ট মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার দেয় ৷
  • 2018 সালে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের রায়ের পর তা পুনর্বিবেচনার জন্য 60টিরও বেশি আবেদন আদালতে জমা পড়ে ৷ দাবি করা হয় , ওখানে প্রতিষ্ঠিত দেবতা 'ব্রহ্মচারী' , তাই রজঃস্বলা মহিলাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া উচিত নয় ৷ রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট ৷
  • 14 নভেম্বর পুনর্বিবেচনার আবেদনগুলি সাত বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠানো হয় ৷
  • সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ সদস্যর সাংবিধানিক বেঞ্চে রায় পুনর্বিবেচনার আবেদনগুলির শুনানি হয়েছিল । শুনানি শেষে প্রধান বিচারপতি বলেন, "মহিলাদের কেন সবরীমালায় প্রবেশাধিকার দেওয়া হবে না তা বৃহত্তর বিতর্কের অন্তর্ভুক্ত, যার মধ্যে মুসলিম মহিলাদের মসজিদে ও পার্সি মহিলাদের উপাসনাস্থলে প্রবেশাধিকারের বিষয়টিও রয়েছে । "
  • কেরালা সরকার সুপ্রমি কোর্টের এই বক্তব্যকে সমর্থন করে । কংগ্রেস নেতৃত্বাধীন UDF ও BJP জানিয়েছে, মন্দিরের পুরাতন প্রথা মেনে চলা উচিত ৷
  • সবরীমালায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ প্রায় 10 হাজার পুলিশ থাকবে মন্দির চত্বরে ৷
  • পাম্বা ও নিলাক্কলের বেস ক্যাম্পের মধ্যে 18 কিলোমিটার রাস্তায় দর্শনার্থীদের জন্য 150টি বাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার ৷
    mandir
    সবরীমালা মন্দিরে প্রবেশে বাধা মহিলাদের
Mumbai (Maharashtra), Nov 16 (ANI): The Bharatiya Janata Party (BJP) held a massive protest in Mumbai on November 16. They demanded an apology from Congress leader Rahul Gandhi after Supreme Court (SC) dismissed Rafale review petitions. The protest was led by Maharashtra BJP President Chandrakant Patil. Party leader Shaina NC was also present in the protest along with other party workers.
Last Updated : Nov 16, 2019, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.