তিরুবনন্তপুরম , 15 নভেম্বর : সবরীমালা মন্দিরে ঢুকতে ইচ্ছুক মহিলা দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্ব নেবে না কেরালার রাজ্য পুলিশ ৷ যদিও সবরীমালা মন্দির চত্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷ প্রায় 10 হাজার পুলিশ থাকবে সেখানে ৷ আজ বিকেলে 41 দিনের বার্ষিক তীর্থযাত্রার জন্য খোলা হয়েছে মন্দির ৷ তবে আজ অন্ধ্রপ্রদেশ থেকে আসা 10 জন মহিলা দর্শনার্থীকে সবরীমালা থেকে ফিরিয়ে দেওয়া হয় ৷
গতকাল কেরালা সরকার জানিয়েছে, মন্দির আন্দোলনের জায়গা নয় ৷ সমাজকর্মী ও আন্দোলনকারীরা মন্দিরে ঢুকতে চাইলে তাঁদের কোনওরকম সুরক্ষা দেবে না রাজ্য প্রশাসন ৷ মন্দিরের শতাব্দী প্রাচীন প্রথা অনুযায়ী রজঃস্বলা মহিলাদের (10-50 বছরের) সবরীমালায় প্রবেশাধিকার ছিল না ৷ গতবছর সুপ্রিম কোর্ট জানায় এই প্রথা লিঙ্গবৈষম্যকে সমর্থন করে ৷ তাই শীর্ষ আদালত তার রায়ে মহিলাদের মন্দির প্রাঙ্গণে প্রবেশাধিকারের অনুমতি দেয় । কিন্তু রায় পুনর্বিবেচনার দাবিতে একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট ৷ 14 নভেম্বর শীর্ষ আদালতের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ আবেদনগুলি 7 সদস্যের বেঞ্চে পাঠিয়ে দেয় ৷
এই বিষয়ে গুরুত্বপূর্ণ 10 টি তথ্য :
- পুলিশ সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ থেকে আসা অন্তত 10 জন মহিলাকে মন্দির থেকে ফেরানো হয় ৷ তাঁরা প্রার্থনার জন্য সবরীমালায় গিয়েছিলেন ৷
- কেরালার দেবস্বম বোর্ডের মন্ত্রী কাদাকম্পলি সুরেন্দ্রন বলেন , "মন্দির প্রাঙ্গণে আসতে ইচ্ছুক মহিলাদের আদালতের অনুমতিপত্র আনতে হবে ৷ সবরীমালা কোনও আন্দোলনের স্থান নয় ৷ ত্রুপ্তি দেশাইয়ের মতো সমাজকর্মীদের ক্ষমতা প্রদর্শনের জায়গা নয় এই মন্দির প্রাঙ্গণ ৷ "
- পুনের নারী অধিকার রক্ষী কর্মী ত্রুপ্তি দেশাই গত বছর প্রথা ভেঙে মন্দিরে প্রবেশের চেষ্টা করেছিলেন ৷ তিনি গতকাল বলেন , "আগামী 20 নভেম্বরের পর আমি সবরীমালা মন্দিরে যাব ৷ কেরালার সরকারের কাছে নিরাপত্তা চাইব ৷ যদি রাজ্য নিরাপত্তা না দেয় তবু আমি দর্শনের জন্য মন্দিরে যাব ৷ মন্দির কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে ৷ "
- প্রথা অনুযায়ী রজঃস্বলা মহিলাদের (10-50 বছরের) সবরীমালায় প্রবেশাধিকার ছিল না ৷ গতবছর সুপ্রিম কোর্ট জানায় এই প্রথা লিঙ্গবৈষম্যকে সমর্থন করে ৷ বেআইনি এবং অসাংবিধানিকও ৷ সু্প্রিম কোর্ট মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার দেয় ৷
- 2018 সালে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের রায়ের পর তা পুনর্বিবেচনার জন্য 60টিরও বেশি আবেদন আদালতে জমা পড়ে ৷ দাবি করা হয় , ওখানে প্রতিষ্ঠিত দেবতা 'ব্রহ্মচারী' , তাই রজঃস্বলা মহিলাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া উচিত নয় ৷ রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট ৷
- 14 নভেম্বর পুনর্বিবেচনার আবেদনগুলি সাত বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠানো হয় ৷
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ সদস্যর সাংবিধানিক বেঞ্চে রায় পুনর্বিবেচনার আবেদনগুলির শুনানি হয়েছিল । শুনানি শেষে প্রধান বিচারপতি বলেন, "মহিলাদের কেন সবরীমালায় প্রবেশাধিকার দেওয়া হবে না তা বৃহত্তর বিতর্কের অন্তর্ভুক্ত, যার মধ্যে মুসলিম মহিলাদের মসজিদে ও পার্সি মহিলাদের উপাসনাস্থলে প্রবেশাধিকারের বিষয়টিও রয়েছে । "
- কেরালা সরকার সুপ্রমি কোর্টের এই বক্তব্যকে সমর্থন করে । কংগ্রেস নেতৃত্বাধীন UDF ও BJP জানিয়েছে, মন্দিরের পুরাতন প্রথা মেনে চলা উচিত ৷
- সবরীমালায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ প্রায় 10 হাজার পুলিশ থাকবে মন্দির চত্বরে ৷
- পাম্বা ও নিলাক্কলের বেস ক্যাম্পের মধ্যে 18 কিলোমিটার রাস্তায় দর্শনার্থীদের জন্য 150টি বাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার ৷