ETV Bharat / bharat

আর্থিক তছরুপের অভিযোগ, APCO-র প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে CID - প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে CID

অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম ওয়েভার্স করপোরেটিভ সোসাইটিতে আর্থিক তছরুপের মামলার তদন্ত করছে CID ।

অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম ওয়েভার্স কো-অপারেটিভ সোসাইটি
অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম ওয়েভার্স কো-অপারেটিভ সোসাইটি
author img

By

Published : Aug 22, 2020, 7:54 PM IST

তিরুবনন্তপুরম, 22 অগাস্ট : আর্থিক তছরুপের অভিযোগ । অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম ওয়েভার্স কো-অপারেটিভ সোসাইটি (APCO)-র প্রাক্তন চেয়ারম্যান গুজ্জালা শ্রীনিবাসুলুর বাড়িতে তল্লাশি চালালো অন্ধপ্রদেশ ক্রিমিনাল ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্ট (CID)-এর আধিকারিকরা । তাঁর বাড়ি থেকে 3 কিলো সোনা, 2 কিলো রূপো ও এক কোটিও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে ।

এবিষয়ে CID-র পদস্থ আধিকারিক DSP সর্বরাজু জানান, তাঁর টিম সকাল থেকে গুজ্জালার বাড়ি তল্লাশি চালিয়েছে । তাঁর বাড়ি থেকে সোনা, রুপো উদ্ধারের পাশাপাশি বেনামী সম্পত্তির কিছু নথিও ও তাঁর সম্পত্তির নথি উদ্ধার হয়েছে ।

অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম ওয়েভার্স কর্পোরেটিভ সোসাইটিতে আর্থিক তছরুপের মামলার তদন্ত করছে CID । তারা জানিয়েছে, আদালতের নির্দেশের পরই তারা গুজ্জালা শ্রীনিবাসুলুর বাড়ি আজ তল্লাশি চালিয়েছে ।

তিরুবনন্তপুরম, 22 অগাস্ট : আর্থিক তছরুপের অভিযোগ । অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম ওয়েভার্স কো-অপারেটিভ সোসাইটি (APCO)-র প্রাক্তন চেয়ারম্যান গুজ্জালা শ্রীনিবাসুলুর বাড়িতে তল্লাশি চালালো অন্ধপ্রদেশ ক্রিমিনাল ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্ট (CID)-এর আধিকারিকরা । তাঁর বাড়ি থেকে 3 কিলো সোনা, 2 কিলো রূপো ও এক কোটিও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে ।

এবিষয়ে CID-র পদস্থ আধিকারিক DSP সর্বরাজু জানান, তাঁর টিম সকাল থেকে গুজ্জালার বাড়ি তল্লাশি চালিয়েছে । তাঁর বাড়ি থেকে সোনা, রুপো উদ্ধারের পাশাপাশি বেনামী সম্পত্তির কিছু নথিও ও তাঁর সম্পত্তির নথি উদ্ধার হয়েছে ।

অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম ওয়েভার্স কর্পোরেটিভ সোসাইটিতে আর্থিক তছরুপের মামলার তদন্ত করছে CID । তারা জানিয়েছে, আদালতের নির্দেশের পরই তারা গুজ্জালা শ্রীনিবাসুলুর বাড়ি আজ তল্লাশি চালিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.