ETV Bharat / bharat

পোষ্যর খাদ্য নিতে বাধা পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ ব্যক্তি - country lock down

বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে কাদাবানথ্রা এলাকায় পোষ্যদের হাসপাতাল থেকে বিড়ালের জন্য খাবার আনতে গেছিলেন ব্যক্তি । কিন্তু পথে পুলিশ বাধা দেয় তাঁকে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 6, 2020, 8:03 PM IST

Updated : Apr 7, 2020, 8:15 AM IST

কোচি, 6 এপ্রিল : লকডাউনের জেরে বন্ধ সমস্ত পরিষেবা । বন্ধ দোকানপাট । কোরোনা আতঙ্কের মাঝেই অত্যাবশকীয় পণ্যের দোকানে লম্বা লাইন দিয়ে ঘরের জন্য খাবার মজুত করছেন মানুষজন । এই পরিস্থিতিতে পোষ্যর রোজকার খাবার জোগানো রীতিমতো চিন্তার বিষয় । কিন্তু পোষ্য বিড়ালটিকে বাঁচাতে হবে তো । তাই লকডাউনের জারিজুরি উপেক্ষা করেই বেরিয়ে পড়েন কেরালার এই ব্যক্তি । কিন্তু পথে পুলিশের বাধা । সমস্ত পরিস্থিতির বিবরণ দিয়েও কোনওরকম সুবিধে করতে পারেননি তিনি । নিজেদের সিদ্ধান্তেই অনড় ছিল পুলিশ। পোষ্যর খাদ্য জোটাতে, সঠিক বিচার চেয়ে এবার কেরালা হাইকোর্টের দ্বারস্থ হলেন পোষ্যর মালিক ।

কোচির মারাদুর ওই বাসিন্দা এন প্রকাশ জানান, তাঁর বিড়ালের জন্য মিও পার্সিয়ান নামে একটি খাবার পাওয়া যায়। বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে কাদাবানথ্রা এলাকায় পোষ্যদের হাসপাতাল থেকে সেই খাবার আনতে গেছিলেন তিনি । কিন্তু শেষমেশ তা আর আনা গেল না ।

লকডাউন চলাকালীন বাড়ি থেকে বেরিয়ে অত্যাবশকীয় পণ্য আনার জন্য সম্প্রতি কেরালা পুলিশের তরফে একটি ই-পাস সিস্টেম চালু করা হয়েছে । ব্যক্তির অভিযোগ, এই পাস থাকা সত্বেও তাঁর কোনও কথা শোনা হয়নি ।

তবে এখনও এই বিষয়টি স্পষ্ট নয় যে, এই মামলার জরুরিভিত্তিক শুনানি হবে কি না । এখন শুধুমাত্র ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কয়েকটি নির্দিষ্ট মামলারই জরুরিভিত্তিক শুনানি চলছে । পুরো বিষয়টি দেখছেন একে জয়শঙ্করণ নাম্বিয়ার ও শাজি পি চ্যালির একটি ডিভিশন বেঞ্চ । সম্প্রতি অনলাইনে মদ বিক্রি করার জন্য তাঁরা এক ব্যক্তিকে 50,000 হাজার টাকা জরিমানা করেছেন । আপাতত বিচারের অপেক্ষায় পোষ্যর মালিক ।

কোচি, 6 এপ্রিল : লকডাউনের জেরে বন্ধ সমস্ত পরিষেবা । বন্ধ দোকানপাট । কোরোনা আতঙ্কের মাঝেই অত্যাবশকীয় পণ্যের দোকানে লম্বা লাইন দিয়ে ঘরের জন্য খাবার মজুত করছেন মানুষজন । এই পরিস্থিতিতে পোষ্যর রোজকার খাবার জোগানো রীতিমতো চিন্তার বিষয় । কিন্তু পোষ্য বিড়ালটিকে বাঁচাতে হবে তো । তাই লকডাউনের জারিজুরি উপেক্ষা করেই বেরিয়ে পড়েন কেরালার এই ব্যক্তি । কিন্তু পথে পুলিশের বাধা । সমস্ত পরিস্থিতির বিবরণ দিয়েও কোনওরকম সুবিধে করতে পারেননি তিনি । নিজেদের সিদ্ধান্তেই অনড় ছিল পুলিশ। পোষ্যর খাদ্য জোটাতে, সঠিক বিচার চেয়ে এবার কেরালা হাইকোর্টের দ্বারস্থ হলেন পোষ্যর মালিক ।

কোচির মারাদুর ওই বাসিন্দা এন প্রকাশ জানান, তাঁর বিড়ালের জন্য মিও পার্সিয়ান নামে একটি খাবার পাওয়া যায়। বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে কাদাবানথ্রা এলাকায় পোষ্যদের হাসপাতাল থেকে সেই খাবার আনতে গেছিলেন তিনি । কিন্তু শেষমেশ তা আর আনা গেল না ।

লকডাউন চলাকালীন বাড়ি থেকে বেরিয়ে অত্যাবশকীয় পণ্য আনার জন্য সম্প্রতি কেরালা পুলিশের তরফে একটি ই-পাস সিস্টেম চালু করা হয়েছে । ব্যক্তির অভিযোগ, এই পাস থাকা সত্বেও তাঁর কোনও কথা শোনা হয়নি ।

তবে এখনও এই বিষয়টি স্পষ্ট নয় যে, এই মামলার জরুরিভিত্তিক শুনানি হবে কি না । এখন শুধুমাত্র ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কয়েকটি নির্দিষ্ট মামলারই জরুরিভিত্তিক শুনানি চলছে । পুরো বিষয়টি দেখছেন একে জয়শঙ্করণ নাম্বিয়ার ও শাজি পি চ্যালির একটি ডিভিশন বেঞ্চ । সম্প্রতি অনলাইনে মদ বিক্রি করার জন্য তাঁরা এক ব্যক্তিকে 50,000 হাজার টাকা জরিমানা করেছেন । আপাতত বিচারের অপেক্ষায় পোষ্যর মালিক ।

Last Updated : Apr 7, 2020, 8:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.