ETV Bharat / bharat

উত্তপ্ত উত্তরপ্রদেশ, বাহরাইচে লাঠিচার্জ - নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ

বাহরাইচ সহ উত্তপ্রদেশের অন্তত ছয়টি জেলায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছে সাধারণ মানুষ । দফায় দফায় চলছে বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । বৃহস্পতিবার লখনউয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হয় এক ব্যক্তির । আজ মেরঠে এক বিক্ষোভকারীর মৃত্যু হয় ৷ অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর ৷

UP
উত্তরপ্রদেশ
author img

By

Published : Dec 20, 2019, 6:52 PM IST

Updated : Dec 20, 2019, 8:04 PM IST

লখনউ, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশে বাড়তে থাকা বিক্ষোভকে দমনের চেষ্টা করছে পুলিশ । আজ মেরঠে বিক্ষোভের সময় মৃত্যু হয় এক ব্যক্তির ৷ অভিযোগ, পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে ৷ এদিকে, বাহরাইচে প্রতিবাদকারীদের উপর চলে লাঠিচার্জ । পুলিশের লাঠির আঘাতে জখম হন একাধিক বিক্ষোভকারী ।

বাহরাইচ সহ উত্তপ্রদেশের অন্তত ছয়টি জেলায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছে সাধারণ মানুষ । দফায় দফায় চলছে বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । পাল্টা আক্রমণ আসে বিক্ষোভকারীদের থেকেও । পুলিশের গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়ে তারা । বাহরাইচ, মুজ়াফ্ফরনগর , বুলন্দশহর , গোরখপুর, ফিরোজ়াবাদ , আলিগড়, ফারুখাবাদ জেলায় আজ বিক্ষোভের খবর পাওয়া গেছে ।

UP
বাহারআইচে বিক্ষোভস্থানে পুলিশ...(ছবি সৌজন্য - ANI)

গোরখপুরে আজ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ । একটি সরু গলির একপ্রান্তে দাঁড়িয়েছিল তারা । গলির অন্যপ্রান্তে দাঁড়িয়েছিল পুলিশ । পুলিশের উদ্দেশে চিৎকার করছিল বিক্ষোভকারীরা । পুলিশকে লক্ষ্য করে পাথর-ইট ছুড়তে থাকে । প্রথমে পুলিশ সেইভাবে সাড়া না দিলেও এরপর রাস্তায় পড়ে থাকা পাথর বিক্ষোভকারীদের দিকে ছুড়ে দেয় তারা ।

উত্তরপ্রদেশের পশ্চিম অংশে বুলন্দশহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলে । গাড়িতে আগুন লাগায় বিক্ষোভকারীরা । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । মুজ়াফ্ফরনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে 144 ধারা ।

UP
মুজাফ্ফরপুরে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছে পুলিশ... (ছবি সৌজন্য - ANI)

বৃহস্পতিবার লখনউয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হয় এক ব্যক্তির । জখম অবস্থায় বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে । সেখানেই মৃত্যু হয় তাঁর । পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও অভিযোগ স্বীকার করেনি পুলিশ । গতকাল লখনউ ও হাসানগঞ্জে দফায় দফায় চলে বিক্ষোভ । বাইক, গাড়ি, বাস সহ একাধিক যানবাহনে আগুন দেয় বিক্ষোভকারীরা । পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে । পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । গুলিও চালায় বলে অভিযোগ । গুলিতে কয়েকজন বিক্ষোভকারী জখম হন । তাঁদের ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে । সেখানেই পরে একজনের মৃত্যু হয় । তাঁর নাম-পরিচয় জানা যায়নি । উত্তরপ্রদেশের DGP ও পি সিং বলেন, "নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে । আমাদের তরফ থেকে গুলি চালানো হয়নি । আমি জানি না, কীভাবে মারা গেছে । আমার মনে হয়, এই মৃত্যুর সঙ্গে পুলিশ জড়িত নয় ।" অশান্তি ছড়িয়েছিল লখনউয়ের অন্যান্য এলাকায় । অশান্তি এড়াতে বন্ধ রয়েছে কয়েকটি এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা ।

UP
বুলন্দশহরে গাড়ি পোড়ান বিক্ষোভকারীরা (ছবি সৌজন্য - ANI)

উল্লেখ্য , নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ যে বিক্ষোভ উত্তরপ্রদেশে চলছে তার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি আজ রীতিমত হুমকি দিয়ে বলেন , "প্রতিবাদের নামে যারা ভাঙচুর করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের ছেড়ে কথা বলা হবে না ৷ গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই ৷ CAA-র প্রতিবাদের নামে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বামেরা হিংসা ছড়িয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে ৷ তারা গোটা দেশে আগুন লাগাচ্ছে ৷ লখনউ ও সম্ভলপুরে হিংসাত্মক ঘটনা ঘটেছে ৷ যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের চিহ্নিত করা হবে ও তাদের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণের চেষ্টা করবে সরকার ৷"

লখনউ, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশে বাড়তে থাকা বিক্ষোভকে দমনের চেষ্টা করছে পুলিশ । আজ মেরঠে বিক্ষোভের সময় মৃত্যু হয় এক ব্যক্তির ৷ অভিযোগ, পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে ৷ এদিকে, বাহরাইচে প্রতিবাদকারীদের উপর চলে লাঠিচার্জ । পুলিশের লাঠির আঘাতে জখম হন একাধিক বিক্ষোভকারী ।

বাহরাইচ সহ উত্তপ্রদেশের অন্তত ছয়টি জেলায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছে সাধারণ মানুষ । দফায় দফায় চলছে বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । পাল্টা আক্রমণ আসে বিক্ষোভকারীদের থেকেও । পুলিশের গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়ে তারা । বাহরাইচ, মুজ়াফ্ফরনগর , বুলন্দশহর , গোরখপুর, ফিরোজ়াবাদ , আলিগড়, ফারুখাবাদ জেলায় আজ বিক্ষোভের খবর পাওয়া গেছে ।

UP
বাহারআইচে বিক্ষোভস্থানে পুলিশ...(ছবি সৌজন্য - ANI)

গোরখপুরে আজ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ । একটি সরু গলির একপ্রান্তে দাঁড়িয়েছিল তারা । গলির অন্যপ্রান্তে দাঁড়িয়েছিল পুলিশ । পুলিশের উদ্দেশে চিৎকার করছিল বিক্ষোভকারীরা । পুলিশকে লক্ষ্য করে পাথর-ইট ছুড়তে থাকে । প্রথমে পুলিশ সেইভাবে সাড়া না দিলেও এরপর রাস্তায় পড়ে থাকা পাথর বিক্ষোভকারীদের দিকে ছুড়ে দেয় তারা ।

উত্তরপ্রদেশের পশ্চিম অংশে বুলন্দশহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলে । গাড়িতে আগুন লাগায় বিক্ষোভকারীরা । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । মুজ়াফ্ফরনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে 144 ধারা ।

UP
মুজাফ্ফরপুরে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছে পুলিশ... (ছবি সৌজন্য - ANI)

বৃহস্পতিবার লখনউয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হয় এক ব্যক্তির । জখম অবস্থায় বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে । সেখানেই মৃত্যু হয় তাঁর । পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও অভিযোগ স্বীকার করেনি পুলিশ । গতকাল লখনউ ও হাসানগঞ্জে দফায় দফায় চলে বিক্ষোভ । বাইক, গাড়ি, বাস সহ একাধিক যানবাহনে আগুন দেয় বিক্ষোভকারীরা । পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে । পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । গুলিও চালায় বলে অভিযোগ । গুলিতে কয়েকজন বিক্ষোভকারী জখম হন । তাঁদের ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে । সেখানেই পরে একজনের মৃত্যু হয় । তাঁর নাম-পরিচয় জানা যায়নি । উত্তরপ্রদেশের DGP ও পি সিং বলেন, "নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে । আমাদের তরফ থেকে গুলি চালানো হয়নি । আমি জানি না, কীভাবে মারা গেছে । আমার মনে হয়, এই মৃত্যুর সঙ্গে পুলিশ জড়িত নয় ।" অশান্তি ছড়িয়েছিল লখনউয়ের অন্যান্য এলাকায় । অশান্তি এড়াতে বন্ধ রয়েছে কয়েকটি এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা ।

UP
বুলন্দশহরে গাড়ি পোড়ান বিক্ষোভকারীরা (ছবি সৌজন্য - ANI)

উল্লেখ্য , নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ যে বিক্ষোভ উত্তরপ্রদেশে চলছে তার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি আজ রীতিমত হুমকি দিয়ে বলেন , "প্রতিবাদের নামে যারা ভাঙচুর করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের ছেড়ে কথা বলা হবে না ৷ গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই ৷ CAA-র প্রতিবাদের নামে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বামেরা হিংসা ছড়িয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে ৷ তারা গোটা দেশে আগুন লাগাচ্ছে ৷ লখনউ ও সম্ভলপুরে হিংসাত্মক ঘটনা ঘটেছে ৷ যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের চিহ্নিত করা হবে ও তাদের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণের চেষ্টা করবে সরকার ৷"

New Delhi, Dec 20 (ANI): Prime Minister Narendra Modi on December 20 attended the inaugural session of '100 years of ASSOCHAM' in Delhi where he assured banking sector and corporate sector that earlier weaknesses have been controlled and advised them to take decisions, invest and spend without any hesitation. In the conference, PM Modi said, "For bringing transparency, efficiency and accountability, we are moving towards faceless tax administration." He also said, "I today want to assure those associated with banking sector and corporate sector that we have been to an extent successful in controlling the earlier weaknesses. So, take decisions, invest and spend without any hesitation." Further on FDI, PM Modi said, "FDI inflow has increased in India in last few years and I have two meanings of FDI. One popularly known as 'Foreign Direct Investment' and the other I call is 'First Develop India'."
Last Updated : Dec 20, 2019, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.