ETV Bharat / bharat

জঙ্গি সন্দেহে কাশ্মীরে গ্রেপ্তার 3 - জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তার তিন জন

সোপোর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই তিন জন সোপোরেরই বাসিন্দা । নাম মুস্তাক আহমেদ মির, মুদাসির আহমেদ মির ও আথার শামাস মির ।

ছবি
ছবি
author img

By

Published : May 31, 2020, 8:23 AM IST

শ্রীনগর, 31 মে : নিরাপত্তারক্ষী ও পুলিশের মিলিত অভিযানের পর জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তার তিন জন । তাদের বিরুদ্ধ জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে । আজ ভোরে এই তিনজনকে সোপোর থেকে গ্রেপ্তার করা হয় । তাদের কাছ থেকে উদ্ধার হয়ছে আগ্নেয়াস্ত্র ।

গতরাতে রাষ্ট্রীয় রাইফেলের 22 জন জওয়ান ও CRPF 179 ব্যাটেলিয়নের সঙ্গে অভিযান চালায় কাশ্মীর পুলিশ । তাদের গতিবিধি লক্ষ্য করে সোপোরের সাংগারগন্দ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । সোপোর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই তিন জন সোপোরেরই বাসিন্দা । নাম মুস্তাক আহমেদ মির, মুদাসির আহমেদ মির ও আথার শামাস মির । তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ।

তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

শ্রীনগর, 31 মে : নিরাপত্তারক্ষী ও পুলিশের মিলিত অভিযানের পর জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তার তিন জন । তাদের বিরুদ্ধ জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে । আজ ভোরে এই তিনজনকে সোপোর থেকে গ্রেপ্তার করা হয় । তাদের কাছ থেকে উদ্ধার হয়ছে আগ্নেয়াস্ত্র ।

গতরাতে রাষ্ট্রীয় রাইফেলের 22 জন জওয়ান ও CRPF 179 ব্যাটেলিয়নের সঙ্গে অভিযান চালায় কাশ্মীর পুলিশ । তাদের গতিবিধি লক্ষ্য করে সোপোরের সাংগারগন্দ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । সোপোর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই তিন জন সোপোরেরই বাসিন্দা । নাম মুস্তাক আহমেদ মির, মুদাসির আহমেদ মির ও আথার শামাস মির । তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ।

তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.