ETV Bharat / bharat

আগামীকাল দেশবাসীর উদ্দেশে ভিডিয়ো বার্তা প্রধানমন্ত্রীর - corona updates

আজ টুইট করে প্রধানমন্ত্রী জানান, আগামীকাল সকাল 9টায় দেশবাসীর সঙ্গে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করবেন ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 2, 2020, 6:18 PM IST

দিল্লি, 2 এপ্রিল : দেশে কোরোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 50 জনের । আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে । যদিও কয়েকদিন আগে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছিল, দেশ এখনও লোকাল ট্রান্সমিশনের স্টেজে রয়েছে । কিন্তু গত দু'দিনে মৃতের পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এই পরিস্থিতিতে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী । এরপরই টুইট করে তিনি জানান, আগামীকাল সকাল 9টায় দেশবাসীর সঙ্গে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করবেন ।

আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে তিনি জানান, লকডাউন শেষ হওয়ার পর সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য ও কেন্দ্রকে একত্রে পদক্ষেপ করতে হবে । সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হবে । লকডাউন জারি করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে রাজ্যগুলিকে যে আরও দৃঢ় হতে হবে, সে বার্তাও দিয়েছেন তিনি । বলেন, "যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। সংক্রমণ ঠেকাতে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে। লক্ষ্য হবে যত সংখ্যক কম মৃত্যু ঘটে। দেশবাসী যেন সুস্থ ও সুরক্ষিত থাকেন ।"

  • At 9 AM tomorrow morning, I’ll share a small video message with my fellow Indians: Prime Minister Narendra Modi.
    (file pic) pic.twitter.com/37vgMRySAE

    — ANI (@ANI) April 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে কোরোনা সংক্রমণের পর জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে "জনতা কারফিউ" পালনের কথা ঘোষণা করেছিলেন তিনি । তারপর 24 মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দেশজুড়ে 21 দিনের লকডাউনের কথা ঘোষণা করেন। সম্প্রতি মন কি বাতে তিনি লকডাউন নিয়ে আলোচনা করেন দেশবাসীর সঙ্গে । পাশাপাশি এই সময়টা কীভাবে কাটাতে পারেন তা নিয়েও নানা পরামর্শ দেন । সামাজিক দূরত্ব বজায় রাখতে, দেশবাসীকে আরও সচেতন হতে বার্তা দেন । দেশের বর্তমান পরিস্থিতিতে আগামীকালের তাঁর এই ভিডিয়ো বার্তা যে গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না ।

এদিকে আগামীকাল রাজ্যপালদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে রাজ্যগুলির খবর নেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

দিল্লি, 2 এপ্রিল : দেশে কোরোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 50 জনের । আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে । যদিও কয়েকদিন আগে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছিল, দেশ এখনও লোকাল ট্রান্সমিশনের স্টেজে রয়েছে । কিন্তু গত দু'দিনে মৃতের পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এই পরিস্থিতিতে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী । এরপরই টুইট করে তিনি জানান, আগামীকাল সকাল 9টায় দেশবাসীর সঙ্গে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করবেন ।

আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে তিনি জানান, লকডাউন শেষ হওয়ার পর সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য ও কেন্দ্রকে একত্রে পদক্ষেপ করতে হবে । সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হবে । লকডাউন জারি করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে রাজ্যগুলিকে যে আরও দৃঢ় হতে হবে, সে বার্তাও দিয়েছেন তিনি । বলেন, "যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। সংক্রমণ ঠেকাতে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে। লক্ষ্য হবে যত সংখ্যক কম মৃত্যু ঘটে। দেশবাসী যেন সুস্থ ও সুরক্ষিত থাকেন ।"

  • At 9 AM tomorrow morning, I’ll share a small video message with my fellow Indians: Prime Minister Narendra Modi.
    (file pic) pic.twitter.com/37vgMRySAE

    — ANI (@ANI) April 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে কোরোনা সংক্রমণের পর জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে "জনতা কারফিউ" পালনের কথা ঘোষণা করেছিলেন তিনি । তারপর 24 মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দেশজুড়ে 21 দিনের লকডাউনের কথা ঘোষণা করেন। সম্প্রতি মন কি বাতে তিনি লকডাউন নিয়ে আলোচনা করেন দেশবাসীর সঙ্গে । পাশাপাশি এই সময়টা কীভাবে কাটাতে পারেন তা নিয়েও নানা পরামর্শ দেন । সামাজিক দূরত্ব বজায় রাখতে, দেশবাসীকে আরও সচেতন হতে বার্তা দেন । দেশের বর্তমান পরিস্থিতিতে আগামীকালের তাঁর এই ভিডিয়ো বার্তা যে গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না ।

এদিকে আগামীকাল রাজ্যপালদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে রাজ্যগুলির খবর নেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.