হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর : হায়দরাবাদে সর্দার বল্লভ ভাই প্যাটেল পুলিশ অ্যাকাডেমিতে IPS অফিসার (প্রবেশনার)-দের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দীক্ষান্ত প্যারেড চলাকালীন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সকলের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও মানসিক চাপ নিয়ে আলোচনা করেন তিনি । এই কোরোনা পরিস্থিতিতে পুলিশ আধিকারিকরা কীভাবে নিজেদের দায়িত্ব পালন করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা নিয়ে লেখা তৈরি করতেও স্কুলগুলির কাছে আবেদন জানান তিনি ।
আলোচনায় প্রধানমন্ত্রী পুলিশ আধিকারিকদের উদ্দেশে বলেন, "কাজের চাপ আর মানসিক চাপ যে কোনও ধরনের কাজেই থাকে । এটা আমাদের জীবনেরই অঙ্গ । আমরা যদি আমাদের চাহিদা আর দায়িত্ব বুঝে যাই তাহলে এই সমস্ত চাপ খুব সহজেই কাটিয়ে উঠতে পারব । চাপ কৃষকদের কাজেও তো থাকে । আপনাদের পেশায় অবাঞ্ছিত ঘটনা ঘটবে । সবসময় তৈরি থাকতে হবে । প্রত্যহ প্রশিক্ষণ খুব প্রয়োজন । আপনাদের বলছি, কাজ শেষ হয়ে যাওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে কথা বলুন । তাঁদের সঙ্গে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করুন । দেখবেন চাপমুক্ত জীবন-যাপনে সেটা আপনাকে সাহায্য় করবে ।"
মানসিকভাবে সুস্থ থাকতে পুলিশ আধিকারিকদের উদ্দেশে তিনি বলেন, যোগা ও প্রাণায়ম অভ্যাস আপনার যে কোনও কাজের ইচ্ছেশক্তিকে বাড়াবে । আপনাদের মানসিকভাবে সুস্থ রাখবে ।
সমাজের সামনে পুলিশ আধিকারিকদের ভাবমূর্তি স্বচ্ছ করতে প্রধানমন্ত্রী স্কুলগুলিকে তাদের সামনের সারিতে দাঁড়িয়ে লড়াইয়ের কথা তুলে ধরতে বলেন । আবেদন জানান, এই কোরোনা প্যানডেমিকে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাঁরা সেসব গল্প ছোটো ছোটো করে সকলের সামনে তুলে ধরুন । প্রধানমন্ত্রী বলেন, "সমাজের বেশিরভাগ মানুষের কাছেই পুলিশ মানেই মারধর করবে এমন ছবি । কিন্তু তাদের জানা উচিত পুলিশ মানুষের পাশেও দাঁড়ায় । তারা কতটা মানবিকতার সঙ্গে এই পরিস্থিতিতে কাজ করছে সেটা সকলের জানা উচিত ।"
তিনি বিষয়টির আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, "কোরোনা পরিস্থিতিতে খাকি পোশাকে পুলিশকর্মীদের খাবার দিতে দেখা গেছে । হাসপাতালে রোগীকে পৌঁছে দিতে দেখা গেছে । আবার কোরোনার নিয়মাবলী প্রচার করে মানুষকে সচেতন করতে দেখা গেছে । সাধারণম মানুষ কিছুটা হলেও বুঝেছে পুলিশের কাজ শুধু মারধরই নয় ।"