ETV Bharat / bharat

আর্থিক প্যাকেজের পুনর্বিবেচনা করুক প্রধানমন্ত্রী : রাহুল গান্ধি

পরিযায়ী শ্রমিকদের সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করেন রাহুল গান্ধি । শ্রমিকরা রাস্তায় এখনও হাঁটছেন । কারণ তাঁরা বাড়ি ফিরতে চান । তাঁরা টাকা চান । ঋণ নয় । যে কৃষকরা কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁদেরও টাকার প্রয়োজন । ঋণ নয় । প্রধানমন্ত্রী এখন যদি বিষয়টিতে গুরুত্ব না দেন তবে ভবিষ্যতে বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেন রাহুল ।

rahul
rahul
author img

By

Published : May 16, 2020, 3:59 PM IST

দিল্লি, 16মে : 20 লাখ কোটির প্যাকেজ নিয়ে কেন্দ্রের পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । দেশ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেন তিনি । আর্থিক প্যাকেজ নিয়ে অন্য পদক্ষেপ করা উচিত, অন্তত যাঁরা কোরোনো বিপর্যয়ে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার প্রস্তাব দেন রাহুল ।

আজ জ়ুম ভিডিয়ো কলে কেন্দ্রের আর্থিক প্যাকেজের বিষয়ে কথা বলেন রাহুল গান্ধি । তিনি বলেন, “আমাদের দেশের মানুষের টাকার প্রয়োজন রয়েছে । প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ নিয়ে পুনর্বিবেচনা করার প্রয়োজন আছে । সরাসরি টাকা পাঠানোর কথা ভাবতে পারেন মোদি । কৃষকদের টাকা দিতে হবে । কারণ তাঁরাই আমাদের দেশের ভবিষ্যৎ ।”

পরিযায়ী শ্রমিকদের সমস্যার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন রাহুল গান্ধি । শ্রমিকরা এখনও হাঁটছেন । কারণ তাঁরা বাড়ি ফিরতে চান । তাঁরা টাকা চান । ঋণ নয় । যে কৃষকরা কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁদেরও টাকার প্রয়োজন । ঋণ নয় । প্রধানমন্ত্রী এখন যদি বিষয়টিতে গুরুত্ব না দেন তবে ভবিষ্যতে বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেন রাহুল ।

এই সপ্তাহে নরেন্দ্র মোদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর আবেদন জানিয়েছিলেন রাহুল গান্ধি । যে পরিষায়ীরা এই লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অন্তত 7500 টাকা করে পাঠানোর আবেদন জানিয়েছিলেন তিনি । ভিডিয়ো কন্ফারেন্সে আলোচনার সময় রাহুলের সামনে এই একই বিষয়ের উল্লেখ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ।

12 মে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় আত্মনির্ভর ভারত গড়ার কথা বলেন প্রধানমন্ত্রী । ঘোষণা করেন, 20 লাখ কোটির আর্থিক প্যাকেজের । অর্থমন্ত্রী এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছিলেন নরেন্দ্র মোদি । অর্থাৎ কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে তা আলোচনা করবেন নির্মলা সীতারমন । সেই মতোই 13মে থেকে সাংবাদিক বৈঠক করছেন নির্মলা । আজ তিনি চতুর্থ দফার সাংবাদিক বৈঠক করবেন ।

দিল্লি, 16মে : 20 লাখ কোটির প্যাকেজ নিয়ে কেন্দ্রের পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । দেশ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেন তিনি । আর্থিক প্যাকেজ নিয়ে অন্য পদক্ষেপ করা উচিত, অন্তত যাঁরা কোরোনো বিপর্যয়ে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার প্রস্তাব দেন রাহুল ।

আজ জ়ুম ভিডিয়ো কলে কেন্দ্রের আর্থিক প্যাকেজের বিষয়ে কথা বলেন রাহুল গান্ধি । তিনি বলেন, “আমাদের দেশের মানুষের টাকার প্রয়োজন রয়েছে । প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ নিয়ে পুনর্বিবেচনা করার প্রয়োজন আছে । সরাসরি টাকা পাঠানোর কথা ভাবতে পারেন মোদি । কৃষকদের টাকা দিতে হবে । কারণ তাঁরাই আমাদের দেশের ভবিষ্যৎ ।”

পরিযায়ী শ্রমিকদের সমস্যার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন রাহুল গান্ধি । শ্রমিকরা এখনও হাঁটছেন । কারণ তাঁরা বাড়ি ফিরতে চান । তাঁরা টাকা চান । ঋণ নয় । যে কৃষকরা কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁদেরও টাকার প্রয়োজন । ঋণ নয় । প্রধানমন্ত্রী এখন যদি বিষয়টিতে গুরুত্ব না দেন তবে ভবিষ্যতে বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেন রাহুল ।

এই সপ্তাহে নরেন্দ্র মোদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর আবেদন জানিয়েছিলেন রাহুল গান্ধি । যে পরিষায়ীরা এই লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অন্তত 7500 টাকা করে পাঠানোর আবেদন জানিয়েছিলেন তিনি । ভিডিয়ো কন্ফারেন্সে আলোচনার সময় রাহুলের সামনে এই একই বিষয়ের উল্লেখ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ।

12 মে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় আত্মনির্ভর ভারত গড়ার কথা বলেন প্রধানমন্ত্রী । ঘোষণা করেন, 20 লাখ কোটির আর্থিক প্যাকেজের । অর্থমন্ত্রী এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছিলেন নরেন্দ্র মোদি । অর্থাৎ কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে তা আলোচনা করবেন নির্মলা সীতারমন । সেই মতোই 13মে থেকে সাংবাদিক বৈঠক করছেন নির্মলা । আজ তিনি চতুর্থ দফার সাংবাদিক বৈঠক করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.