ETV Bharat / bharat

"সংস্কারে উপকৃত হচ্ছেন কৃষকরা", বাণিজ্যিক সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী

গতকালের পর আজ আরও একবার কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী ।

Narendra Modi
নরেন্দ্র মোদি
author img

By

Published : Dec 19, 2020, 6:21 PM IST

দিল্লি, 19 ডিসেম্বর : আজ 24 দিনে পড়ল কৃষকদের আন্দোলন । রাজধানীর সীমান্তের বাইরে লাগাতার অবস্থান প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন কৃষকরা । প্রধানমন্ত্রী গতকালই মধ্যপ্রদেশের কৃষকদের সঙ্গে কথা বলেছিলেন । হাত জোড় করে আবেদন করেছিলেন । কৃষকদের আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন । আজ আরও একবার সেই একই কথা শোনা গেল প্রধানমন্ত্রীর কথায় । বললেন, "সরকার ছয় মাস আগে যে সংস্কার এনেছে, তাতে ইতিমধ্যেই কৃষকরা উপকৃত হতে শুরু করেছেন ।"

এক বাণিজ্যিক সমাবেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, বিগত ছয় বছরে ভারত বিনিয়োগের জন্য বিশ্বের অন্যতম পছন্দের দেশ হয়ে উঠেছে । প্যানডেমিক চলাকালীন রেকর্ড পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ বা এফপিআই এসেছে । এটাই প্রমাণ করে যে ভারতের উপর বিশ্বের আস্থা রয়েছে ।

তাঁর কথায়, " ছয় মাস আগে কৃষিতে যে সংস্কারের কাজ শুরু হয়েছিল, আজ তার উপকার পেতে শুরু করেছেন কৃষকরা ।"

আরও পড়ুন : সবরকম আলোচনার জন্য তৈরি, হাতজোড় করে কৃষকদের কাছে আবেদন প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, কেন্দ্রের দেওয়া আইন সংশোধনের প্রস্তাব পত্রপাঠ প্রত্যাখ্যান করেছিলেন কৃষকরা । এরপরও কেন্দ্রের তরফে আলোচনার পথ খুলে রাখা হয়েছিল । কেন্দ্র বারবার বলে আসছে, এই আইনে কৃষকদের কোনও ক্ষতি হবে না । রাজনাথ সিং থেকে শুরু করে একাধিক মন্ত্রীর গলায় সেই কথা শোনা গেছিল । আজ ফের একবার একই বার্তা দিলেন প্রধানমন্ত্রী । গতকালও হাত জোড় করে কৃষকদের কাছে আবেদন করেছিলেন নরেন্দ্র মোদি । বলেছিলেন, সবরকম আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্র ।

দিল্লি, 19 ডিসেম্বর : আজ 24 দিনে পড়ল কৃষকদের আন্দোলন । রাজধানীর সীমান্তের বাইরে লাগাতার অবস্থান প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন কৃষকরা । প্রধানমন্ত্রী গতকালই মধ্যপ্রদেশের কৃষকদের সঙ্গে কথা বলেছিলেন । হাত জোড় করে আবেদন করেছিলেন । কৃষকদের আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন । আজ আরও একবার সেই একই কথা শোনা গেল প্রধানমন্ত্রীর কথায় । বললেন, "সরকার ছয় মাস আগে যে সংস্কার এনেছে, তাতে ইতিমধ্যেই কৃষকরা উপকৃত হতে শুরু করেছেন ।"

এক বাণিজ্যিক সমাবেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, বিগত ছয় বছরে ভারত বিনিয়োগের জন্য বিশ্বের অন্যতম পছন্দের দেশ হয়ে উঠেছে । প্যানডেমিক চলাকালীন রেকর্ড পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ বা এফপিআই এসেছে । এটাই প্রমাণ করে যে ভারতের উপর বিশ্বের আস্থা রয়েছে ।

তাঁর কথায়, " ছয় মাস আগে কৃষিতে যে সংস্কারের কাজ শুরু হয়েছিল, আজ তার উপকার পেতে শুরু করেছেন কৃষকরা ।"

আরও পড়ুন : সবরকম আলোচনার জন্য তৈরি, হাতজোড় করে কৃষকদের কাছে আবেদন প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, কেন্দ্রের দেওয়া আইন সংশোধনের প্রস্তাব পত্রপাঠ প্রত্যাখ্যান করেছিলেন কৃষকরা । এরপরও কেন্দ্রের তরফে আলোচনার পথ খুলে রাখা হয়েছিল । কেন্দ্র বারবার বলে আসছে, এই আইনে কৃষকদের কোনও ক্ষতি হবে না । রাজনাথ সিং থেকে শুরু করে একাধিক মন্ত্রীর গলায় সেই কথা শোনা গেছিল । আজ ফের একবার একই বার্তা দিলেন প্রধানমন্ত্রী । গতকালও হাত জোড় করে কৃষকদের কাছে আবেদন করেছিলেন নরেন্দ্র মোদি । বলেছিলেন, সবরকম আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.