ETV Bharat / bharat

আজ গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের - প্রধানমন্ত্রীর গুজরাত সফর

অসুস্থ ছিলেন। দীর্ঘ রোগভোগের পর গতকাল মারা যান কেশুভাই প্যাটেল। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। আজ তাঁর পরিবারের সঙ্গে দেখাও করবেন তিনি।

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী
author img

By

Published : Oct 30, 2020, 6:59 AM IST

Updated : Oct 30, 2020, 7:07 AM IST

আহমেদাবাদ, 30 অক্টোবর : আজ দু'দিনের গুজরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময়ের মধ্য়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। কেভাডিয়া থেকে আহমেদাবাদ পর্যন্ত সি-প্লেন পরিষেবার উদ্বোধন করবেন। পাশাপাশি দেখা করবেন গুজরাতের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের পরিবারের সঙ্গে।

অসুস্থ ছিলেন। দীর্ঘ রোগভোগের পর গতকাল মারা যান কেশুভাই প্যাটেল। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি টুইটারে লেখেন, তিনিসহ বহু অল্পবয়সি কর্মীর মেন্টর ছিলেন কেশুভাই প্যাটেল। এহেন কেশুভাই প্যাটেলের শোকগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানাতে যাবেন প্রধানমন্ত্রী। কেশুভাই প্যাটেলের ছেলে ও BJP নেতা ভরত প্যাটেল জানিয়েছেন, শুক্রবার সকালে আমাদের গান্ধিনগরের বাড়িতে প্রধানমন্ত্রী আসবেন বলে জানানো হয়েছে।

এরপর নর্মদা জেলার কেভাডিয়ার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই প্রথম নিজের রাজ্যে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কেভাডিয়ার কাছেই রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি। আগামীকাল সেখানে জন্মদিন উপলক্ষে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন।

এর পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আহমেদাবাদ, 30 অক্টোবর : আজ দু'দিনের গুজরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময়ের মধ্য়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। কেভাডিয়া থেকে আহমেদাবাদ পর্যন্ত সি-প্লেন পরিষেবার উদ্বোধন করবেন। পাশাপাশি দেখা করবেন গুজরাতের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের পরিবারের সঙ্গে।

অসুস্থ ছিলেন। দীর্ঘ রোগভোগের পর গতকাল মারা যান কেশুভাই প্যাটেল। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি টুইটারে লেখেন, তিনিসহ বহু অল্পবয়সি কর্মীর মেন্টর ছিলেন কেশুভাই প্যাটেল। এহেন কেশুভাই প্যাটেলের শোকগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানাতে যাবেন প্রধানমন্ত্রী। কেশুভাই প্যাটেলের ছেলে ও BJP নেতা ভরত প্যাটেল জানিয়েছেন, শুক্রবার সকালে আমাদের গান্ধিনগরের বাড়িতে প্রধানমন্ত্রী আসবেন বলে জানানো হয়েছে।

এরপর নর্মদা জেলার কেভাডিয়ার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই প্রথম নিজের রাজ্যে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কেভাডিয়ার কাছেই রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি। আগামীকাল সেখানে জন্মদিন উপলক্ষে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন।

এর পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Last Updated : Oct 30, 2020, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.