ETV Bharat / bharat

কৃষি প্রযুক্তির স্টার্ট আপে বাড়তি নজর : মোদি - ফারমার প্রোডিউসার অর্গানাইজ়েশন

আগামী পাঁচ বছরে 10 হাজার ফারমার প্রোডিউসার অর্গানাইজ়েশন (FPO) গঠন করা হবে ৷ নজর দেওয়া হচ্ছে কম দামে বেশি ফলনশীল বীজ প্রস্তুতিতেও ৷

Modi on Potato conclave
ফাইল ছবি
author img

By

Published : Jan 28, 2020, 12:15 PM IST

গান্ধিনগর, 28 জানুয়ারি : গুজরাটের গান্ধিনগরে আজ তৃতীয় গ্লোবাল পটাটো কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে ৷ গ্লোবাল পটাটো কনক্লেভে ভিডিয়ো বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্রথমবার দিল্লির বাইরে আয়োজিত হচ্ছে এই সম্মেলন ৷ গুজরাট যেভাবে আলু চাষে বাকি রাজ্যগুলির থেকে এগিয়ে রয়েছে সেই বার্তাও তুলে ধরেন নরেন্দ্র মোদি ৷ বিশ্বের বাজারে ভারতীয় কৃষকদের আরও লাভবান করার জন্য উদ্যোগী হতে কৃষি গবেষকদের কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী ৷ কম জলেও ভালো ফলন দেবে এমন বীজ প্রস্তুতির দিকে জোর দেওয়ার জন্যও গবেষকদের অনুরোধ করলেন তিনি ৷

6 কোটি কৃষকের ব্যাঙ্কের খাতায় মোট 12 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ উপভোক্তারা যাতে সরাসরি কৃষকেদের থেকে পণ্য কিনতে পারে সেই দিকেও নজর দিচ্ছে সরকার ৷ এবিষয়ে রাজ্য সরকারগুলিকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী ৷ কৃষকরা যাতে তাদের চাষের সামগ্রী সহজেই সরাসরি বাজারে বিক্রি করতে পারে, সেই জন্য ফারমার প্রোডিউসার অর্গানাইজ়েশনের ব্যবস্থা করা হচ্ছে ৷ আগামী পাঁচ বছরে 10 হাজার ফারমার প্রোডিউসার অর্গানাইজ়েশন (FPO) গঠন করার আশ্বাসও দেন তিনি ৷

কৃষি-প্রযুক্তি সংক্রান্ত স্টার্ট আপের দিকেও কেন্দ্র বাড়তি নজর দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ কম দামে উচ্চ ফলনশীল বীজ প্রস্তুতির দিকেও জোর দিতে বলেন তিনি ৷ আগামী দিনে যাতে কেউ অপুষ্টিতে না ভোগেন, সেই দিকেও সরকার অতিরিক্ত নজর দিচ্ছে বলে জানান নরেন্দ্র মোদি ৷

গান্ধিনগর, 28 জানুয়ারি : গুজরাটের গান্ধিনগরে আজ তৃতীয় গ্লোবাল পটাটো কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে ৷ গ্লোবাল পটাটো কনক্লেভে ভিডিয়ো বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্রথমবার দিল্লির বাইরে আয়োজিত হচ্ছে এই সম্মেলন ৷ গুজরাট যেভাবে আলু চাষে বাকি রাজ্যগুলির থেকে এগিয়ে রয়েছে সেই বার্তাও তুলে ধরেন নরেন্দ্র মোদি ৷ বিশ্বের বাজারে ভারতীয় কৃষকদের আরও লাভবান করার জন্য উদ্যোগী হতে কৃষি গবেষকদের কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী ৷ কম জলেও ভালো ফলন দেবে এমন বীজ প্রস্তুতির দিকে জোর দেওয়ার জন্যও গবেষকদের অনুরোধ করলেন তিনি ৷

6 কোটি কৃষকের ব্যাঙ্কের খাতায় মোট 12 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ উপভোক্তারা যাতে সরাসরি কৃষকেদের থেকে পণ্য কিনতে পারে সেই দিকেও নজর দিচ্ছে সরকার ৷ এবিষয়ে রাজ্য সরকারগুলিকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী ৷ কৃষকরা যাতে তাদের চাষের সামগ্রী সহজেই সরাসরি বাজারে বিক্রি করতে পারে, সেই জন্য ফারমার প্রোডিউসার অর্গানাইজ়েশনের ব্যবস্থা করা হচ্ছে ৷ আগামী পাঁচ বছরে 10 হাজার ফারমার প্রোডিউসার অর্গানাইজ়েশন (FPO) গঠন করার আশ্বাসও দেন তিনি ৷

কৃষি-প্রযুক্তি সংক্রান্ত স্টার্ট আপের দিকেও কেন্দ্র বাড়তি নজর দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ কম দামে উচ্চ ফলনশীল বীজ প্রস্তুতির দিকেও জোর দিতে বলেন তিনি ৷ আগামী দিনে যাতে কেউ অপুষ্টিতে না ভোগেন, সেই দিকেও সরকার অতিরিক্ত নজর দিচ্ছে বলে জানান নরেন্দ্র মোদি ৷

New Delhi, Jan 28 (ANI): Ahead of Delhi Assembly elections, Union Minister of Petroleum and Natural Gas, Dharmendra Pradhan held a roadshow in Delhi's Moti Nagar area on January 28. He was accompanied by BJP's candidate Subhash Sachdeva who has filed his nomination from Moti Nagar Assembly constituency. Delhi Assembly elections will be held on February 08 and the results will be declared on February 11.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.