দিল্লি, 16 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে বাতিল হয়েছিল শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ অনুষ্ঠানে । এতে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । এবার সেই অনুষ্ঠানেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন তিনি ।
আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ । কোরোনা ভাইরাসের জেরে বাতিল হয়েছিল প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর । এবার শতবর্ষ অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ প্রধানমন্ত্রীর অফিসের তরফে একথা জানানো হয়েছে ।
আগামীকাল বাংলাদেশের কোনও অনুষ্ঠানেই জনসমাগম হবে না বলেও জানা গেছে । এভাবেই পালিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ।