ETV Bharat / bharat

গুজরাতে আরোগ্য ভ্যানের উদ্বোধন প্রধানমন্ত্রীর - কেভাদিয়ায় আরোগ্য ভ্যানের উদ্বোধনে প্রধানমন্ত্রী

পার্কটিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জিওস্টেশনারি ডোম এরোপ্লেনও রয়েছে । রয়েছে একটি পেইন্টিং জ়োনও ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Oct 30, 2020, 4:12 PM IST

আহমেদাবাদ, 30 অক্টোবর : দু'দিনের গুজরাত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গুজরাতের নর্মদা জেলার কেভাদিয়ায় আরোগ্য ভ্যানের উদ্বোধন করেন তিনি । এছাড়া উদ্বোধন করবেন সর্দার প্যাটেল জ়ুলজিক্যাল পার্কেরও। এই পার্কটি স্ট্যাচু অফ ইউনিটির কাছেই অবস্থিত ।

সর্দার প্যাটেল জ়ুলজিক্যাল পার্কটি জঙ্গল সাফারি নামেই অধিক পরিচিত । বিশ্বের মধ্যে সবথেকে কম সময়ে এই সাফারিটির কাজ সম্পন্ন করা হয়েছে । পার্কটি তৈরি হয়েছে 375 একর জমির উপর । এই সাফারিতে পর্যটকরা দেশ-বিদেশের প্রায় 1100 ধরনের পাখি এবং প্রায় 100 প্রজাতির পশুর দেখা পাবেন ।

পার্কটিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জিওস্টেশনারি ডোম এরোপ্লেনও রয়েছে । রয়েছে একটি পেইন্টিং জ়োনও । এখানে পর্যটকরা বিশেষ করে খুদেরা বিভিন্ন পাখির ও ছোটো ছোটো পশুর পেইন্টিং দেখতে পাবে । এর মধ্যে রয়েছে ম্যাকাও, ফারসি, খরগোশ, গিনিপিগ, টাট্টু ঘোড়া, ছোটো ভেড়া, ছাগল, টার্কি ও অন্যান্য পশু ।

এর আগে প্রধানমন্ত্রী কেভাদিয়ায় আরোগ্য ভ্যানের উদ্বোধন করেন । উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আরোগ্য ভ্যানটি ঘুরে দেখেন । এখানে কয়েকশো ঔষধি গাছ রয়েছে । পাশাপাশি প্রতিটি গাছের ঔষধি গুণও উল্লেখ করা রয়েছে ।

এছাড়া কেভাদিয়ায় একতা মল ও শিশু পুষ্টি পার্কেরও উদ্বোধন করেন তিনি । আজ গোটা কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও রাজ্যপাল আচার্য দেবব্রত ।

আহমেদাবাদ, 30 অক্টোবর : দু'দিনের গুজরাত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গুজরাতের নর্মদা জেলার কেভাদিয়ায় আরোগ্য ভ্যানের উদ্বোধন করেন তিনি । এছাড়া উদ্বোধন করবেন সর্দার প্যাটেল জ়ুলজিক্যাল পার্কেরও। এই পার্কটি স্ট্যাচু অফ ইউনিটির কাছেই অবস্থিত ।

সর্দার প্যাটেল জ়ুলজিক্যাল পার্কটি জঙ্গল সাফারি নামেই অধিক পরিচিত । বিশ্বের মধ্যে সবথেকে কম সময়ে এই সাফারিটির কাজ সম্পন্ন করা হয়েছে । পার্কটি তৈরি হয়েছে 375 একর জমির উপর । এই সাফারিতে পর্যটকরা দেশ-বিদেশের প্রায় 1100 ধরনের পাখি এবং প্রায় 100 প্রজাতির পশুর দেখা পাবেন ।

পার্কটিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জিওস্টেশনারি ডোম এরোপ্লেনও রয়েছে । রয়েছে একটি পেইন্টিং জ়োনও । এখানে পর্যটকরা বিশেষ করে খুদেরা বিভিন্ন পাখির ও ছোটো ছোটো পশুর পেইন্টিং দেখতে পাবে । এর মধ্যে রয়েছে ম্যাকাও, ফারসি, খরগোশ, গিনিপিগ, টাট্টু ঘোড়া, ছোটো ভেড়া, ছাগল, টার্কি ও অন্যান্য পশু ।

এর আগে প্রধানমন্ত্রী কেভাদিয়ায় আরোগ্য ভ্যানের উদ্বোধন করেন । উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আরোগ্য ভ্যানটি ঘুরে দেখেন । এখানে কয়েকশো ঔষধি গাছ রয়েছে । পাশাপাশি প্রতিটি গাছের ঔষধি গুণও উল্লেখ করা রয়েছে ।

এছাড়া কেভাদিয়ায় একতা মল ও শিশু পুষ্টি পার্কেরও উদ্বোধন করেন তিনি । আজ গোটা কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও রাজ্যপাল আচার্য দেবব্রত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.