ETV Bharat / bharat

প্রণববাবুর স্মরণে রবীন্দ্র সংগীত বাবুলের, রিটুইট প্রধানমন্ত্রীর

রাজনীতির আঙিনায় কংগ্রেসের দক্ষ সৈনিক থেকে শুরু করে রাষ্ট্রপতি হিসেবে তাঁর বিভিন্ন বিচক্ষণ মুহূর্ত... সবই তুলে ধরা হয়েছে ভিডিয়োটিতে ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Sep 10, 2020, 10:22 PM IST

দিল্লি, 10 সেপ্টেম্বর : প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে টুইটারে "ধায়ে যেন মোর সকল ভালোবাসা" রবীন্দ্র সংগীতটি উৎসর্গ করেছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় । গলায়ও দিয়েছেন তিনি নিজেই । বাবুল সুপ্রিয়রও সেই টুইটটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ।

রিটুইট করার সময় প্রধানমন্ত্রী লিখেছেন, "প্রণব মুখোপাধ্যায়কে নিবেদন করা এই শ্রদ্ধার্ঘ্য হৃদয়কে স্পর্শ করে যায় । বাবুল সুপ্রিয় গোটা দেশের অনুভূতিকে প্রকাশ করেছেন ।"

বাবুল সুপ্রিয় নিজের টুইটারে যে ভিডিয়োটি টুইট করেছেন, তাতে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরেছেন । রাজনীতির আঙিনায় কংগ্রেসের দক্ষ সৈনিক থেকে শুরু করে রাষ্ট্রপতি হিসেবে তাঁর বিভিন্ন বিচক্ষণ মুহূর্ত... সবই তুলে ধরা হয়েছে ভিডিয়োটিতে ।

আরও পড়ুন : প্রণববাবুর সেই ডায়েরির ভবিষ্যৎ কী ? সিদ্ধান্ত নেবেন মেয়ে শর্মিষ্ঠা

31 অগাস্ট দিল্লির সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায় । তাঁর প্রয়াণে প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে নিজের দু'টি ছবিও শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী । লিখেছিলেন, "2014 সালে দিল্লি আমার কাছে একদম নতুন ছিল । প্রথম দিন থেকে তাঁর উপদেশ, সমর্থন পেয়েছি । তাঁর সঙ্গে আলাপ-আলোচনা ও সাক্ষাৎ আমি চিরজীবন মনে রাখব । তাঁর সমর্থক, পরিজন, বন্ধু- সকলের প্রতি আমি সমবেদনা জানাই ।"

10 অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন প্রণববাবু । হাসপাতালে ভরতি হওয়ার পরে জানা গেছিল, কোরোনাতেও আক্রান্ত তিনি । তার মধ্যেই মস্তিষ্কে হয় ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার । পরে গভীর কোমায় চলে যান তিনি । এরপর 31 অগাস্ট কোমাতে থাকা অবস্থাতেই মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন : স্মৃতির কোলাজ : হাসিমারা বায়ুসেনা ছাউনিতে প্রণব মুখোপাধ্যায়

দিল্লি, 10 সেপ্টেম্বর : প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে টুইটারে "ধায়ে যেন মোর সকল ভালোবাসা" রবীন্দ্র সংগীতটি উৎসর্গ করেছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় । গলায়ও দিয়েছেন তিনি নিজেই । বাবুল সুপ্রিয়রও সেই টুইটটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ।

রিটুইট করার সময় প্রধানমন্ত্রী লিখেছেন, "প্রণব মুখোপাধ্যায়কে নিবেদন করা এই শ্রদ্ধার্ঘ্য হৃদয়কে স্পর্শ করে যায় । বাবুল সুপ্রিয় গোটা দেশের অনুভূতিকে প্রকাশ করেছেন ।"

বাবুল সুপ্রিয় নিজের টুইটারে যে ভিডিয়োটি টুইট করেছেন, তাতে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরেছেন । রাজনীতির আঙিনায় কংগ্রেসের দক্ষ সৈনিক থেকে শুরু করে রাষ্ট্রপতি হিসেবে তাঁর বিভিন্ন বিচক্ষণ মুহূর্ত... সবই তুলে ধরা হয়েছে ভিডিয়োটিতে ।

আরও পড়ুন : প্রণববাবুর সেই ডায়েরির ভবিষ্যৎ কী ? সিদ্ধান্ত নেবেন মেয়ে শর্মিষ্ঠা

31 অগাস্ট দিল্লির সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায় । তাঁর প্রয়াণে প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে নিজের দু'টি ছবিও শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী । লিখেছিলেন, "2014 সালে দিল্লি আমার কাছে একদম নতুন ছিল । প্রথম দিন থেকে তাঁর উপদেশ, সমর্থন পেয়েছি । তাঁর সঙ্গে আলাপ-আলোচনা ও সাক্ষাৎ আমি চিরজীবন মনে রাখব । তাঁর সমর্থক, পরিজন, বন্ধু- সকলের প্রতি আমি সমবেদনা জানাই ।"

10 অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন প্রণববাবু । হাসপাতালে ভরতি হওয়ার পরে জানা গেছিল, কোরোনাতেও আক্রান্ত তিনি । তার মধ্যেই মস্তিষ্কে হয় ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার । পরে গভীর কোমায় চলে যান তিনি । এরপর 31 অগাস্ট কোমাতে থাকা অবস্থাতেই মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন : স্মৃতির কোলাজ : হাসিমারা বায়ুসেনা ছাউনিতে প্রণব মুখোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.